রাষ্ট্রপতি
1) ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নোক্ত কারণেই অপসারণ করা যাবে
- রাষ্ট্র বিরোধী কার্যকলাপের জন্য
- অসততার জন্য
- সংবিধান বিরোধী কার্যের জন্য
- কার্যে অদক্ষতার জন্য
Answer : (C) সংবিধান বিরোধী কার্যের জন্য
2) ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন
- ভারতের আম জনতা
- ক্যাবিনেট মিনিস্টারস্
- এম. পি. রা
- এম. পি. রা এবং এম. এল. এ. রা
Answer : (D) এম. পি. রা এবং এম. এল. এ. রা
3) ভারতের রাষ্ট্রপতি
- রাষ্ট্রের প্রধান
- কেন্দ্রীয় সরকারের প্রধান
- রাষ্ট্র এবং সরকার উভয়েরই প্রধান
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (A) রাষ্ট্রের প্রধান
4) ভারতের রাষ্ট্রপতি কোন্ ব্যক্তির কাছে নিজ হাতে লেখা পদত্যগপত্র প্রেরণ করতে পারেন ?
- প্রধানমন্ত্রী
- উপরাষ্ট্রপতি
- প্রধান বিচারপতি
- লোকসভার স্পিকার
Answer : (B) উপরাষ্ট্রপতি
5) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাবলে রাষ্ট্রপতি কোনও রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে ?
- 352
- 356
- 360
- 370
Answer : (B) 356
6) পুরো টার্ম শেষ হওয়ার আগে, রাষ্ট্রপতিকে কার দ্বারা বা কেমন ভাবে পদচ্যূত করা যায় ?
- প্রধানমন্ত্রীর দ্বারা
- উপ-রাষ্ট্রপতির দ্বারা
- প্রধান বিচারপতির দ্বারা
- সংসদ বা পার্লামেন্টের দ্বারা অভিসংশা
Answer : (D) সংসদ বা পার্লামেন্টের দ্বারা অভিসংশা
7) সংসদ কতৃক কোন্ বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি
- পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন
- স্বাক্ষরদক্ষনে অসম্মতি জানাতে পারেন
- বিলটি সংশোধন করতে পারেন
- লোকসভার অধ্যক্ষের সাথে পরামর্শ করতে পারেন
Answer : (A) পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন
8) সারা ভারতে আপৎকালীন অবস্থা জারি করতে পারেন
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- প্রধান সেনাপতি
- লোকসভার অধ্যক্ষ
Answer : (A) রাষ্ট্রপতি
9) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
- ড: এস. রাধাকৃষ্ণন
- শ্রী সি. রাজাগোপালাচারী
- ড: রাজেন্দ্র প্রসাদ
- উপরোক্ত কেউ নন
Answer : (C) ড: রাজেন্দ্র প্রসাদ
10) ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স
- 21 বছর
- 25 বছর
- 30 বছর
- 35 বছর
Answer : (D) 35 বছর
11) মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন
- সংসদ
- সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি
- সর্বোচ্চ আদালতের সুপারিশক্রমে রাষ্ট্রপতি
- মন্ত্রীসভার অনুমোদনক্রমে রাষ্ট্রপতি
Answer : (D) মন্ত্রীসভার অনুমোদনক্রমে রাষ্ট্রপতি
12) কোনও ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদন্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন?
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- লোকসভার অধ্যক্ষ
- উপ-রাষ্ট্রপতি
Answer : (A) রাষ্ট্রপতি
13) ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন যদি থাকে
- যুদ্ধ অথবা যুদ্ধের ভয়
- সংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা
- আর্থিক অস্থিরতা
- এই তিনটির মধ্যে যে কোনও একটি
Answer : (D) এই তিনটির মধ্যে যে কোনও একটি
14) ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মায়াদ বা টার্ম
- 4 বছর
- 5 বছর
- 6 বছর
- 7 বছর
Answer : (B) 5 বছর
15) বিশেষক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত কোন্ সম্প্রদায়ের দু'জন প্রতিনিধিকে লোকসভার সাংসদ রূপে মনোনীত করতে পারেন ?
- অ্যাংলো-ইন্ডিয়ান
- বৌদ্ধ
- ভারতীয় খ্রীষ্টান
- পার্সি
Answer : (A) অ্যাংলো-ইন্ডিয়ান
16) ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন :
- প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা
- পার্লামেন্টের দুই কক্ষ দ্বারা যৌথভাবে
- পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্য আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচন সংস্থা দ্বারা
- উপরের কোনটিই নয়
Answer : (C) পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্য আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচন সংস্থা দ্বারা
17) যে নির্বাচক সংস্থা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে তা গঠিত হয়
- কেবলমাত্র লোকসভার সদস্যগণের দ্বারা
- কেবলমাত্র রাজ্যসভার সদস্যগণের দ্বারা
- কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যগণের দ্বারা
- লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণের দ্বারা
Answer : (C) কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যগণের দ্বারা
18) ভারতের সংসদীয় ব্যবস্থায় অষ্ট্রপতি ভোগ করেন
- চূড়ান্ত ক্ষমতা
- সীমাবদ্ধ কিন্তু প্রকৃত ক্ষমতা
- আলঙ্কারিক আনুষ্ঠানিক ক্ষমতা
- কোনও ক্ষমতাই না
Answer : (C) আলঙ্কারিক আনুষ্ঠানিক ক্ষমতা
19) কোন্ বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন ?
- সাধারণ বিলে
- রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত বিলে .
- যুগ্ম অধিবেশনে অনুমোদিত বিলে
- অর্থ বিলে
Answer : (D) অর্থ বিলে
20) রাষ্ট্রপতির বিরুদ্ধে 'ইমপিচমেন্ট' প্রস্তাব উত্থাপনের জন্য সংসদের যে-কোনও কক্ষের কমপক্ষে -
- 25 শতাংশের সমর্থন প্রয়োজন
- 20 শতাংশের সমর্থন প্রয়োজন
- 10 শতাংশের সমর্থন প্রয়োজন
- 5 শতাংশের সমর্থন প্রয়োজন
Answer : (A) 25 শতাংশের সমর্থন প্রয়োজন
21) কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন -
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী লোকসভার অধ্যক্ষ
Answer : (C) প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি
22) রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কেবলমাত্র তখনই যখন
- যখন কোনও বিষয়ে কেন্দ্রীয় আইনসভার দু'টি কক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয়
- একবছরেরও অধিক সময় ধরে যখন কোনও বিল সংসদে পেন্ডিং থাকে
- পার্লামেন্টের দু'টি অধিবেশনের (একটি অধিবেশনের শেষ এবং পরবর্তী অধিবেশনের শুরুর আগে ) মধ্যবর্তী সময়ে
- যখন কোনও বিল স্বাক্ষরের আগে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য আইনসভায় প্রেরণ করেছেন কিন্তু বিলটি পুনর্বিবেচনার জন্য আইনসভা রাজী হয় নি
Answer : (C) পার্লামেন্টের দু'টি অধিবেশনের (একটি অধিবেশনের শেষ এবং পরবর্তী অধিবেশনের শুরুর আগে ) মধ্যবর্তী সময়ে
23) রাষ্ট্রপতি মন্ত্রীপরিষদের কোনও সদস্যকে বরখাস্ত করতে পারেন
- নিজের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে
- লোকসভার স্পিকারের সাথে আলোচনা করে সহমতের ভিত্তিতে
- প্রধানমন্ত্রীর রেকমেন্ডেশনে
- উপরোক্ত সবক'টি ক্ষেত্রে
Answer : (C) প্রধানমন্ত্রীর রেকমেন্ডেশনে
24) রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করেন
- রাষ্ট্রপতির বিশেষ সচিব
- সংসদ বিষয়ক মন্ত্রী
- রাষ্ট্রপতির পছন্দের কোনও ক্যাবিনেট মন্ত্রী
- প্রধানমন্ত্রী ও তাঁর ক্যাবিনেট
Answer : (D) প্রধানমন্ত্রী ও তাঁর ক্যাবিনেট
25) রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতির ভিত্তি
- আনুপাতিক প্রতিনিধিত্ব
- একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমামুপাতিক প্রতিনিধিত্ব
- প্রাপ্তবয়স্ক নাগরিকদের দ্বারা গোপন ভোটের মাধ্যমে প্রত্যক্ষ নির্বাচন
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমামুপাতিক প্রতিনিধিত্ব
26) ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি আবস্থা জারি করতে পারেন যদি তিনি ঐ মর্মে
- প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ লাভ করেন
- ইউনিয়ন ক্যাবিনেটের লিখিত পরামর্শ লাভ করেন .
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির লিখিত পরামর্শ লাভ করেন
- লোকসভার স্পিকারের লিখিত পরামর্শ লাভ করেন
Answer : (B) ইউনিয়ন ক্যাবিনেটের লিখিত পরামর্শ লাভ করেন .
27) ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী
- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
Answer : (B) রাষ্ট্রপতি
28) নিম্নলিখিত কোন্ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি আইনসভার পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে বিলটিতে স্বাক্ষরদানে বাধ্য থাকেন
- যে কোনও বিল
- অর্থবিল বা মানিবিল
- নমানিবিল
- সংবিধান সংশোধন সংক্রান্ত বিল
Answer : (B) অর্থবিল বা মানিবিল
29) সংবিধানের কোন্ ধারায় বলা হয়েছে যে ভারতে একজন রাষ্ট্রয়পতি থাকবেন ?
- 46 নং ধারা
- 48 নং ধারা
- 50 নং ধারা
- 52 নং ধারা
Answer : (D) 52 নং ধারা
30) সরকারী ভাষা কমিশন কে গঠন করেন ?
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
- উপরোক্ত কেউ নন
Answer : (B) রাষ্ট্রপতি
31) ভারতের প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতি ছিলেন
- ডঃ জাকির হোসেন
- ভি. ভি. গিরি
- মহঃ হিদায়েতুল্লাহ
- বি. ডি. জাত্তি
Answer : (B) ভি. ভি. গিরি
32) প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিং রাষ্ট্রপতি হওয়ার পূর্বে কোন দপ্তরের মন্ত্রী ছিলেন ?
- স্বরাষ্ট
- অর্থ
- প্রতিরক্ষা
- পররাষ্ট্র
Answer : (A) স্বরাষ্ট
33) রাষ্ট্রপতি পদ-প্রার্থীর মনোনয়নপত্র কতজন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হয় ?
- 50 জন
- 70 জন
- 80 জন
- 100 জন
Answer : (A) 50 জন
34) কে রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান ?
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- ভারতের মুখ্য নির্বাচন কমিশনার
- উপরাষ্ট্রপতি
- লোকসভার স্পিকার
Answer : (A) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
35) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট এর বিষয়টি আলোচিত হয়েছে ?
- 356 নং
- 75 নং
- 74 নং
- 61 নং
Answer : (D) 61 নং
36) রাষ্ট্রপতির ঘোষিত অর্ডিন্যান্স সাধারণত কতদিন কার্যকরী থাকে ?
- ঘোষণার পর ছ'মাস পর্যন্ত
- ঘোষণার পর ছ'সপ্তাহ পর্যন্ত
- সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর ছ'সপ্তাহ পর্যন্ত
- সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর ছ'মাস পর্যন্ত
Answer : (C) সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর ছ'সপ্তাহ পর্যন্ত
37) রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থা ’র ঘোষণাকে কত দিনের মধ্যে সংসদের উভয়কক্ষের প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয় ?
- এক মাস
- দু'মাস
- ছ'মাস
- জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে একমাস এবং বাকি দু'টি জরুরি অবস্থার ক্ষেত্রে দু'মাস
Answer : (D) জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে একমাস এবং বাকি দু'টি জরুরি অবস্থার ক্ষেত্রে দু'মাস
38) কে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশন আহ্বান করেন ?
- লোকসভার স্পিকার
- রাজ্যসভার চেয়ারম্যান
- রাষ্ট্রপতি
- অ্যাটর্নি জেনারেল
Answer : (C) রাষ্ট্রপতি
39) লোকসভার কার্যকালের মেয়াদ (5 বছর ) শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি
- লোকসভার স্পিকারের সুপারিশে রাষ্ট্রপতি
Answer : (C) প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি
40) রাষ্ট্রপতি সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন যদি
- একটি কক্ষের অনুমোদিত বিল অপর কক্ষ বাতিল করে দেয়
- কোনও বিলের সংশোধনের বিষয়ে একটি কক্ষ যে মত দিয়েছে, অপর কক্ষ সেটি মানতে নারাজ
- একটি কক্ষ থেকে কোনও বিল পাশ হয়ে অপর কক্ষে গেছে কিন্তু ছ'মাসের অধিক সময় পেরিয়ে যাওয়ার পরেও বিলটি সম্পর্কে সেই কক্ষ কোনও সিদ্ধান্তগ্রহণ করে নি
- উপরোক্ত সব ক'টি ক্ষেত্রে
Answer : (D) উপরোক্ত সব ক'টি ক্ষেত্রে
41) কেন্দ্রীয় আইনসভার দু'টি কক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয় তখন সেটা দূর করার জন্য
- বিশেষ কমিটি নিয়োগ করে কেন্দ্রীয় সরকারের সংসদ বিষয়ক মন্ত্রালয়
- সর্বদলীয় সম্মেলন আহ্বান করেন রাষ্ট্রপতি
- উভয় কক্ষের সাংসদদের নিয়ে একটি কমিটি নিযুক্ত করেন লোকসভার স্পিকার
- রাষ্ট্রপতি দু'টি কক্ষের যৌথ অধিবেশনের আহ্বান জানান
Answer : (D) রাষ্ট্রপতি দু'টি কক্ষের যৌথ অধিবেশনের আহ্বান জানান
42) সুপ্রিম কোর্টের পরামর্শ রাষ্ট্রপতি
- মানতে বাধা
- মানতে বাধ্য নন
- মানতে বাধ্য যদি বিষয়টির সাথে জাতীয় স্বার্থ জড়িত বলে সুপ্রিম কোর্ট মনে করে
- কিছু কিছু ক্ষেত্রে মানতে বাধ্য এবং বাকি ক্ষেত্রে মানতে বাধ্য নন
Answer : (B) মানতে বাধ্য নন
43) সুপ্রিম কোর্টের বিচারপতিদের
- কার্যকালের মেয়াদ শেষ বা অবসরগ্রহণের আগে পদচ্যূত করা যায় না
- রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে
- রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন, সংসদের রেকমেন্ডেশনে
- রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন, ক্যাবিনেটের রেকমেন্ডেশনে
Answer : (C) রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন, সংসদের রেকমেন্ডেশনে
44) সুপ্রিম কোর্টের বিদারপতিদের শপথবাক্য পাঠ করান
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- অ্যাটর্নি জেনারেল
Answer : (A) রাষ্ট্রপতি
45) সুপ্রিম কোর্টের কোনও বিচারপতি যদি তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার অথবা অবসরগ্রহণের আগে পদত্যাগ করতে চান, তাহলে তাঁকে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করতে হবে ?
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- অ্যাটর্নি জেনারেল
Answer : (A) রাষ্ট্রপতি
46) যখন রাষ্ট্রপতি কোনও রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করেন, তখন তিনি, প্রথা অনুসারে কার সাথে এই নিয়োগের বিষয়ে আলোচনা করেন ?
- সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
- সংশ্লিষ্ট রাজ্যের বিদায়ী রাজ্যপাল
- প্রধানমন্ত্রী
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Answer : (A) সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
47) ভারতের কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল তাঁর সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন ?
- সংশ্লিষ্ট রাজ্যের আইনসভা
- সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীপরিষদ
- সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
- রাষ্ট্রপতি
Answer : (D) রাষ্ট্রপতি
48) ভারতের কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল যদি তাঁর কার্যকালের মেয়াদ বা টার্ম শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান, তাহলে তাঁকে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করতে হবে ?
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী .
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার স্পিকার
Answer : (A) রাষ্ট্রপতি
49) মুখ্য নির্বাচন কমিশনারকে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদচ্যূত করতে পারেন
- রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি, সংসদের সুপারিশে
- রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সুপারিশে
- রাষ্ট্রপতি, ক্যাবিনেটের সুপারিশে
Answer : (B) রাষ্ট্রপতি, সংসদের সুপারিশে
50) রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে গেলে প্রথীর নাম প্রস্তাবিত হতে হয় -
- 50 জন নাগরিক দ্বাআ
- 5 জন লোকসভার সদস্য দ্বারা
- 5 জন রাজ্যসভার সদস্য দ্বারা
- 50 জন নির্বচক দ্বারা
Answer : (D) 50 জন নির্বচক দ্বারা
51) নিম্নের কোন্ ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে পরপর দু'বার নির্বাচিত হন ?
- ডঃ রাজেন্দ্র প্রসাদ
- ডঃ এস রাধাকৃষ্ণন
- ডঃ জাকির হোসেন
- ডঃ ভি ভী গিরি
Answer : (A) ডঃ রাজেন্দ্র প্রসাদ
52) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনও বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে -
- সুপ্রিম কোর্ট
- নির্বাচন কমিশন
- সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট
- সংসদ
Answer : (A) সুপ্রিম কোর্ট
53) ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দু’জনেই যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ হন, তাহলে কে কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ?
- লোকসভার অধ্যক্ষ
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি .
- ' ইউ পি এস সি ' র চেয়ারম্যান
- প্রধানমন্ত্রী
Answer : (B) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি .
54) নিম্নলিখিতদের মধ্যে কে রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হওয়ার পূর্বে ' ভারতরত্ন' উপাধিতে ভূষিত হয়েছিলেন ?
- ডঃ রাজেন্দ্র প্রসাদ
- ডঃ এস রাধাকৃষ্ণন
- ডঃ জাকির হোসেন
- ডঃ ভি ভী গিরি
Answer : (C) ডঃ জাকির হোসেন
55) কোনও কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে তা পূরণ করতে হয়-
- 3 মাসের মধ্যে
- 6 মাসের মধ্যে
- 1 বছরের মধ্যে
- ৪ মসের মধ্যে
Answer : (B) 6 মাসের মধ্যে
56) নিম্নলিখিত কোন্ আধিকারিককে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনও ভূমিকা থাকে না -
- সুপ্রিম কোর্টের বিচারপতি
- হাই কোর্টের বিচারপতি
- জেলা জজ
- অ্যটর্নি জেনারেল
Answer : (C) জেলা জজ
57) রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন ?
- 10
- 12
- 15
- 20
Answer : (B) 12
58) রাষ্ট্রপতি মাত্র একবার তাঁর সাসপেন্সিভ ভেটো পাওয়ার প্রয়োগ করেছিলেন
- হিন্দু কোড বিলে
- ফিস ফ প্রফিট বিল
- ইন্ডিয়ান পোস্ট অফিস বিলে
- পণপ্রথ বিরোধী বিলে
Answer : (C) ইন্ডিয়ান পোস্ট অফিস বিলে
59) কোন্ রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতয় নির্বাচিত হয়েছিলেন ?
- ডঃ রাজেন্দ্র প্রসাদ
- ডঃ এস রাধকৃষ্ণন
- কে আর নারায়ণন
- নিলম সঞ্জীব রেড্ডি
Answer : (D) নিলম সঞ্জীব রেড্ডি
60) কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে ?
- সেনাপ্রধান
- রাষ্ট্রপতি
- উপ-রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
Answer : (B) রাষ্ট্রপতি
61) কেন্দ্রীয় বা রাজ্য আইনসভার কোনও সদস্য রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু
- নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে পদত্যাগ করতে হয়
- নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে হয় .
- নির্বাচিত হওয়ার ছ'মাসের মধ্যে পদত্যাগ করতে হয়
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) নির্বাচিত হওয়ার ছ'মাসের মধ্যে পদত্যাগ করতে হয়
62) নিম্নলিখিত কোন পদাধিকারীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না ?
- লোকসভার অধ্যক্ষ
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- বিমানবাহিনীর প্রধান
- সেনা প্রধান
Answer : (A) লোকসভার অধ্যক্ষ
63) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার বেতন ভাতা সম্পূর্ণ আয়করমুক্ত ?
- রাষ্ট্রপতি
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- মুখ্য নির্বাচন কমিশনার
- অ্যাটর্নি জেনারেল
Answer : (A) রাষ্ট্রপতি
64) কোন্ সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যে, রাষ্ট্রপতি সংবিদান সংশোধনী বিলে তাঁর স্বাক্ষরদানে বাধ্য থাকবেন
- 42 তম
- 44 তম
- 24 তম
- 73 তম
Answer : (C) 24 তম
65) রাষ্ট্রপতির বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কে নির্ধারণ করেন ?
- কেন্দ্রীয় মন্ত্রীসভা
- সংসদ
- ক্যাবিনেট
- সুপ্রিম কোর্ট
Answer : (B) সংসদ
66) ইন্টার-স্টেট কাউন্সিল গঠনের অধিকার আছে
- সুপ্রিম কোর্টের
- রাষ্ট্রপতি
- উপ-রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
Answer : (B) রাষ্ট্রপতি
67) নিম্নলিখিত কোন্ পরিস্থিতিতে রাষ্ট্রপতি একটি ইন্টার স্টেট কাউন্সিল গঠন করতে পারেন ?
- জরুরি অবস্থা কালীন
- জাতীয় জরুরি অবস্থা কালীন
- যখন মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে এই মর্মে প্রস্তাব পেশ করে করার প্রয়োজন আছে
- যখন রাষ্ট্রপতি মনে করবেন জনস্বার্থে এটি
Answer : (D) যখন রাষ্ট্রপতি মনে করবেন জনস্বার্থে এটি
68) রাষ্ট্রপতির নির্বাচনে নিম্নলিখিত আইনসভার কক্ষগুলির মধ্যে কোনটির কোনও ভূমিকা থাকে না ?
- লোকসভা
- রাজ্যসভা
- বিধানসভা
- বিধান পরিষদ
Answer : (D) বিধান পরিষদ
69) আইনসভার দু'টি কক্ষ থেকে পাশ হওয়ার পর যখন কোনও বিল রাষ্ট্রপতির কাছে আসে তখন তিনি
- বিলটিকে পুনর্বিবেচনার জন্য আইনসভায় পুনপ্রেরণ করতে পারেন
- বিলটিতে স্বাক্ষরদানে অস্বীকার করতে পারেন
- বিলটির বিষয়ে লোকসভার স্পিকারের সাথে আলোচনা করতে পারেন
- বিলটি সংশোধন করতে পারেন
Answer : (A) বিলটিকে পুনর্বিবেচনার জন্য আইনসভায় পুনপ্রেরণ করতে পারেন
70) ভারতীয় সংবিধানের 213 নং ধারায় যেমন অঙ্গরাজ্যের রাজ্যপালের অধ্যাদেশ জারির ক্ষমতা বর্ণিত হয়েছে, একইরকম ভাবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা উল্লিখিত হয়েছে ভারতীঢ সংবিধানের কত নম্বর ধারায় ?
- 119
- 120
- 121
- 123
Answer : (D) 123
71) রাষ্ট্রপতির অবর্তমানে কতমাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে বহাল থাকতে পারেন
- একমাস
- দু'মাস
- তিন মাস
- ছ'মাস
Answer : (D) ছ'মাস
72) ভারতের প্রথম কোন্ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি থাকাকালীন মারা যান ?
- ডঃ জাকির হোসেন
- ফকরুদ্দিন আলি আহমেদ
- জ্ঞানী জৈল সিং
- নীলম সঞ্জীব রেড্ডি
Answer : (A) ডঃ জাকির হোসেন
73) নীচের কোন্ বিষয়টি রাষ্ট্রপতির সুপারিশ বা পূর্বসম্মতি ছাড়া উত্থাপন করা যায় না ?
- অর্থ বিল
- এক বা একাধিক অঙ্গরাজ্যের সীমানা বা নাম পরিবর্তন সংক্রান্ত বিল
- ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয়ের প্রস্তাব
- উপরোক্ত সবগুলিই
Answer : (D) উপরোক্ত সবগুলিই
74) কেন্দ্রীয় রাষ্ট্র কৃত্যক কমিশন কার কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করে ?
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- সুপ্রিম কোর্ট
Answer : (A) রাষ্ট্রপতি
75) হাইকোর্টের বিচারপতিদের কে স্থানান্তরিত করতে পারেন ?
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- রাষ্ট্রপতি
- সংসদ
- প্রধানমন্ত্রী
Answer : (B) রাষ্ট্রপতি
76) ভারতীয় সংবিধানের 74 নং 75 নং এবং 78 নং ধারার আলোচ্য বিষয়
- প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক
- রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীদের মধ্যে সম্পর্ক
- ক্যাবিনেটের গঠন
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (A) প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক
77) ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারী কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারেন ?
- 352 নং ধারা
- 356নং ধারা
- 360 নং ধারা
- 11 নং ধারা
Answer : (C) 360 নং ধারা
78) ভারতের রাষ্ট্রপতি কোন্ ধারাবলে লোকসভা ভেঙে দিতে পারেন ?
- 85 ( 2 ) নং ধারা
- 110 (2) নং ধারা
- 92(2) নং ধারা
- 12 (1) নং ধারা
Answer : (A) 85 ( 2 ) নং ধারা
79) সঠিক তথ্যটি নির্ণয় করুন -
- রাষ্ট্রপতির সামরিক ক্ষমতা তাঁর শানতান্ত্রিক ক্ষমতার অধীন
- রাষ্ট্রপতির শাসনতান্ত্রিক ক্ষমতা তাঁর সামরিক ক্ষমতার অধীন
- রাষ্ট্রপতির শাসনতান্ত্রিক ক্ষমতা ও সামরিক ক্ষমতা কোনটিই একে অপরের অধীনে নয়
- রাষ্ট্রপতির শাসনতান্ত্রিক ক্ষমতা ও সামরিক ক্ষমতা উভয়েই কূটনৈতিক ক্ষমতার অধীনে
Answer : (A) রাষ্ট্রপতির সামরিক ক্ষমতা তাঁর শানতান্ত্রিক ক্ষমতার অধীন
80) রাষ্ট্রপতির নির্বাচনে আইনসভার কোন কক্ষের কোনও ভূমিকা থাকে না ?
- লোকসভা
- রাজ্যসভা
- বিধানসভা
- বিধান পরিষদ
Answer : (D) বিধান পরিষদ
81) My Presidential Years কোন রাষ্ট্রপতির লেখা ?
- জ্ঞানী জৈল সিং
- রামস্বামী ভেঙ্কটরমন
- ডঃ শঙ্করদয়াল শর্মা
- ডঃ রাজেন্দ্র প্রসাদ
Answer : (B) রামস্বামী ভেঙ্কটরমন
82) ভারতীয় সংবিধানের 361 নং ধারায় ভারতের রাষ্ট্রপতিকে কয়েকটি বিশেষ সুযোগ-সুবিধা ও ক্ষমতা প্রদান করা হয়েছে । নিম্নলিখিত কোনটি সেই বিশেষ ক্ষমতা বা সুযোগের তালিকাভুক্ত নয় ?
- কেন্দ্রীয় সরকারের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা প্রদান করা হয়েছে রাষ্ট্রপতিকে এবং তিনি সংবিধান সম্মত পথে সেগুলি ব্যবহার করবেন
- রাষ্ট্রপতি নিজের শাসনতান্ত্রিক কর্তব্য বা দায়িত্ব নির্বাহের সময়ে অথবা তাঁর শাসনতান্ত্রিক ক্ষমতা প্রয়োগের জন্য যে যে কাজ করবেন বা যে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তার জন্য তিনি ভারতের কোনও আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন
- রাষ্ট্রপতির কার্যকালের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা দায়ের করা যায় না
- ভারতের কোনও আদালত রাষ্ট্রপতিকে গ্রেফতার অথবা কারারুদ্ধ করার কোনও নির্দেশ দিতে পারে না
Answer : (A) কেন্দ্রীয় সরকারের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা প্রদান করা হয়েছে রাষ্ট্রপতিকে এবং তিনি সংবিধান সম্মত পথে সেগুলি ব্যবহার করবেন
83) রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক ব্যবস্থাটি পরিবর্তন করা যায়, যদি উক্ত সংশোধনী বিলটি পাশ হয়
- পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়
- পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
- পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ ও অন্ততঃ অর্ধেক রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত হলে
- সুপ্রিম কোর্টের নির্দেশে
Answer : (C) পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ ও অন্ততঃ অর্ধেক রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত হলে
84) সুপ্রিমকোর্টের কোন বিচারপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতির পদে আসীন হয়েছিলেন ?
- ভি. ভি। গিরি
- বি. ডি. জাত্তি
- মহম্মদ হিদায়েতুল্লাহ
- এঁদের কেউ নন
Answer : (C) মহম্মদ হিদায়েতুল্লাহ
85) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি পদের জন্য যোগ্যতাবলী উল্লিখিত হয়েছে ?
- 55 নং ধারা
- 56নং ধারা
- 57 নং ধারা
- 58নং ধারা
Answer : (D) 58নং ধারা
86) 44 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ঘোষণা করা হয়
- ক্যাবিনেটের লিখিত পরামর্শের অনুলিপি ছাড়া রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারবেন না
- রাষ্ট্রপতি স্বেচ্ছায় রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন
- প্রধানমন্ত্রীর যে কোনও নির্দেশ জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে রাষ্ট্রপতি মেনে চলবেন
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (A) ক্যাবিনেটের লিখিত পরামর্শের অনুলিপি ছাড়া রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারবেন না
87) 1975 সালে যখন ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি হয়, তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন
- নিলম সঞ্জীব রেড্ডি
- ফকরুদ্দিন আলি আহমেদ
- ভি ভি গিরি
- জ্ঞানী জৈল সিং
Answer : (B) ফকরুদ্দিন আলি আহমেদ
88) প্রাক্তন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং রাষ্ট্রপতি হওয়ার পূর্বে কোন্ দপ্তরের মন্ত্রী ছিলেন ?
- স্বরাষ্ট্র
- অর্থ
- প্রতিরক্ষা
- বিদেশ
Answer : (D) বিদেশ
89) সঠিক তথ্যটি নির্ণয় করুন - রাষ্ট্রপতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচক সংস্থায়
- সকল সদস্যের ভোট মূল্য সমান
- সকল সদস্যের ভোট মূল্য সমান নয়
- নির্বাচিত সদস্যদের ভোটমূল্য মনোনীত সদস্যদের ভোটমূল্য অপেক্ষা বেশী
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) সকল সদস্যের ভোট মূল্য সমান নয়
90) কে ভারতের রাষ্ট্রপতি এবং লোকসভার স্পিকার দু'টো পদই অলঙ্কৃত করেছিলেন ?
- জ্ঞানী জৈল সিং
- ভি. ভি. গিরি
- নীলম সঞ্জীব রেড্ডি
- কে. আর. নারায়ণন
Answer : (C) নীলম সঞ্জীব রেড্ডি
91) সর্বাধিক কত বার রাষ্ট্রপতি পদে কোনও ব্যক্তি পুনর্নির্বাচিত হতে পারেন ?
- 2
- 3
- 4
- কোনও উৎসীমা নেই
Answer : (D) কোনও উৎসীমা নেই
92) দেশের কোনও একটি এলাকাকে ' তফশিলভুক্ত এলাকা ' রূপে ঘোষণা করার অধিকার আছে
- সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল
- ভারতের রাষ্ট্রপতি
- সংসদ
- সংশ্লিষ্ট বিধানসভা
Answer : (B) ভারতের রাষ্ট্রপতি
93) ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন ?
- লোকসভার স্পিকার
- মন্ত্রীপরিষদ
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- সি. এ. জি.
Answer : (B) মন্ত্রীপরিষদ
94) ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যূত করতে পারে -
- সংসদ
- লোকসভা
- প্রধানমন্ত্রী
- সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস
Answer : (A) সংসদ
95) কোন্ ধারাবলে রাষ্ট্রপতি আন্তঃরাজ্য পরিষদ গঠন করতে পারেন ?
- 163 নং ধারা .
- 263 নং ধারা
- 363 নং ধারা
- 463 নং ধারা
Answer : (B) 263 নং ধারা
96) কে রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের পার্শ্ববর্তী কোনও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের দায়িত্ব অর্পণ করতে পারেন ?
- সংসদ
- মুখ্যমন্ত্রী
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
Answer : (C) রাষ্ট্রপতি
97) বর্তমানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিদের মধ্যে কত জন ভারত রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন ?
- 2
- 3
- 4
- 5
Answer : (B) 3
98) ভারতীয় সংবিধানে উল্লিখিত আছে যে যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় পদেই শূন্যতার সৃষ্টি হবে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন । এরকম ঘটনা ভারতের ইতিহাসে মোট কত বার ঘটেছে ?
- 1 বার
- 2 বার
- 3 বার
- 1 বারও নয়
Answer : (A) 1 বার
99) জাতীয় প্রতিরক্ষা কমিটি [National Defence Committee ] র প্রধান হলেন
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- প্রতিরক্ষা মন্ত্রী
- সেনা প্রধান
Answer : (A) রাষ্ট্রপতি

0 Comments