মৌলিক অধিকার বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

মৌলিক অধিকার বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

মৌলিক অধিকার

1) নিম্নলিখিত কোনটি একটি মৌলিক অধিকার নয় ?

  1. সম্পত্তির অধিকার
  2. একজায়গায় শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার অধিকার
  3. দেশের যে কোনও প্রান্তে স্বাধীনভাবে ঘোরাফেরার করার অধিকার
  4. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার

Answer : (A) সম্পত্তির অধিকার


2) ভারতীয় সংবিধানের কোন্ পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা আছে ?

  1. পার্ট ফোর
  2. পার্ট ফোর এ
  3. পার্ট ফাইভ
  4. পার্ট থ্রি

Answer : (D) পার্ট থ্রি


3) " হেবিয়াস কর্পাস ” শব্দটির সঠিক ব্যঞ্জনা

  1. কোনও ব্যক্তিকে জেলার ভেতর আটকে রাখা
  2. কোনও ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা
  3. কোনও ব্যক্তিকে অপসারণ করা
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (B) কোনও ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা


4) ভারতীয় সংবিধানের 24 নং ধারায় কোনও কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয় যদি তাদের বয়স হয়

  1. 14 বছরের কম
  2. 12 বছরের কম
  3. 7 বছরের কম
  4. 15 বছরের কম

Answer : (A) 14 বছরের কম


5) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় ?

  1. সমতার অধিকার
  2. ধর্মের স্বাধীনতার অধিকার
  3. ধর্মঘট করার অধিকার
  4. শোষণের বিরুদ্ধে অধিকার

Answer : (C) ধর্মঘট করার অধিকার


6) কোন্ মৌলিক অধিকারটিকে বি. আর. আম্বেদকার সংবিধানের হৃদয় ও আত্মা রূপে বর্ণনা করেছেন ?

  1. সম্পত্তির অধিকার .
  2. ধর্মের অধীকার
  3. সাংবিধানিক প্রতিবিধানিক অধিকার
  4. উপরোক্ত সবক'টি

Answer : (C) সাংবিধানিক প্রতিবিধানিক অধিকার


7) বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে ?

  1. 6
  2. 7
  3. 8
  4. 9

Answer : (B) 7


8) ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত ‘শোষণের বিরুদ্ধে অধিকার' রক্ষা করে

  1. শিশুদের
  2. শ্রমিকদের
  3. সরকারী চাকুরেদের
  4. আইনসভার সদস্যদের

Answer : (A) শিশুদের


9) নিম্নলিখিত কোন্ রিটটি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে

  1. ম্যান্ডামাস
  2. হেবিয়াস করপাস
  3. কারটিওরারি
  4. কুয়ো ওয়ারান্টো

Answer : (B) হেবিয়াস করপাস


10) কোন্ মৌলিক অধিকার রক্ষা র উদ্দেশ্যে পাশ করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন

  1. সাম্যের অধিকার
  2. শোষণের বিরুদ্ধে অধিকার
  3. সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত অধিকার
  4. স্বাধীনতার অধিকার

Answer : (A) সাম্যের অধিকার


11) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের কয়েকটি মৌলিক স্বাধীনতা প্রদানের অঙ্গীকার করা হয়েছে ?

  1. 14 নম্বর
  2. 15 নম্বর
  3. 19 নম্বর
  4. 21 নম্বর

Answer : (C) 19 নম্বর


12) ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারার বিষয়বস্তু হল

  1. সাম্যের অধিকার
  2. ধর্মীয় স্বাধীনতার অধিকার
  3. শোষণের বিরুদ্ধে অধিকার
  4. স্বাধীনতার অধিকার

Answer : (D) স্বাধীনতার অধিকার


13) মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন্ বিচারালয়ের ?

  1. সুপ্রিম কোর্ট
  2. হাইকোর্ট
  3. জেলা আদালত
  4. a ও b উভয়ই

Answer : (D) a ও b উভয়ই


14) সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে - মৌলিক অধিকার খর্ব হলে, ভারতের যে কোন নাগরিক, সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন ?

  1. 31 নম্বর
  2. 29 নম্বর
  3. 32 নম্বর
  4. 33 নম্বর

Answer : (C) 32 নম্বর


15) ভারতীয় সংবিধানের 25 নং ধারায় উল্লেখ আছে

  1. সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত অধিকার
  2. ধর্মের স্বাধীনতার অধিকার
  3. শোষণের বিরুদ্ধে অধিকার
  4. সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মশিক্ষার উপর নিষেধাজ্ঞা

Answer : (B) ধর্মের স্বাধীনতার অধিকার


16) মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন

  1. সংসদ
  2. সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি
  3. সর্বোচ্চ আদালতের সুপারিশক্রমে রাষ্ট্রপতি
  4. মন্ত্রীসভার অনুমোদনক্রমে রাষ্ট্রপতি

Answer : (D) মন্ত্রীসভার অনুমোদনক্রমে রাষ্ট্রপতি


17) কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার ”কে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছিল ?

  1. চল্লিশতম
  2. একচল্লিশতম
  3. তেতাল্লিশতম
  4. চুয়াল্লিশতম

Answer : (D) চুয়াল্লিশতম


18) নিম্নলিখিত কোন্ অধিকারটি বর্তমানে একটি সংবিধান প্রবত্ত মৌলিক অধিকার নয়

  1. সাম্যের অধিকার
  2. স্বাধীনতার অধিকার
  3. সম্পত্তির অধিকার
  4. শোষণের দিরুদ্ধে অধিকার

Answer : (C) সম্পত্তির অধিকার


19) নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়

  1. শোষণের বিরুদ্ধে অধিকার
  2. একই কাজের জন্য একই পারিশ্রমিক
  3. ইকুয়ালিটি বিফোর ল
  4. ধর্মের অধিকার

Answer : (B) একই কাজের জন্য একই পারিশ্রমিক


20) ভারতীয় সংবিধানের কোন্ ধারায় যে কোন ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে ?

  1. 44 নং ধারা
  2. 14 নং ধারা
  3. 45 নং ধারা
  4. 17 নং ধারা

Answer : (D) 17 নং ধারা


21) নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশীরাও পেতে পারেন -

  1. বাক্ ও মতামত প্রকাশের স্বাধীনতা
  2. সরকারি চাকরি পাওয়ার অধিকার
  3. চলাচল, বসবাস ও পেশার স্বাধীনতা
  4. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার

Answer : (D) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার


22) কোন্ মৌলিক অধিকার অনুযায়ী শিখরা — 'কৃপাণ' বহন করতে পারে ?

  1. ধর্মীয় স্বাধীনতার অধিকার
  2. স্বাধীনতার অধিকার
  3. সাম্যের অধিকার
  4. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার

Answer : (A) ধর্মীয় স্বাধীনতার অধিকার


23) কোন মৌলিক অধিকারকে নিয়ে সবচেয়ে বেশীবার আইনী জটিলতা সৃষ্টি হয়েছে ?

  1. বাক্ স্বাধীনতার অধিকার
  2. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার
  3. সম্পত্তির অধিকার
  4. ধর্মীয় স্বাধীনতার অধীকার

Answer : (C) সম্পত্তির অধিকার


24) ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার -

  1. মূল সংবিধানে ছিল
  2. সংসদীয় আইনের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়
  3. 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের অন্তর্ভুক্ত হয়
  4. 44 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের অন্তর্ভুক্ত হয়

Answer : (A) মূল সংবিধানে ছিল


25) সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধীকারের উদ্দেশ্য হল -

  1. রাষ্ট্রের ঐক্য রক্ষা
  2. এক অখন্ড ভারতীয় সংস্কৃতির উন্মেষ
  3. সংখ্যালঘুদের সংস্কৃতি সংরক্ষণ
  4. উপরোক্ত সব ক'টি

Answer : (C) সংখ্যালঘুদের সংস্কৃতি সংরক্ষণ


26) সাম্যের অধিকার সংবিধানের কোন্ কোন্ অনুচ্ছেদে বর্ণিত হয়েছে ?

  1. 14 – 18 নম্বর অনুচ্ছেদে
  2. 19 - 22নম্বর অনুচ্ছেদে
  3. 20 - 22 নম্বর অনুচ্ছেদে
  4. 23 24 নম্বর অনুচ্ছেদে

Answer : (A) 14 – 18 নম্বর অনুচ্ছেদে


27) শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লিখিত হয়েছে ?

  1. 19 ধারায়
  2. 20 ধারায়
  3. 21 ধারায়
  4. 32 ধারায়

Answer : (D) 32 ধারায়


28) মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হল -

  1. বিচারবিভাগের নিরাপত্তা নিশ্চিত করা
  2. সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা
  3. ব্যগতিগত স্বাধীনতা নিশ্চিত করা
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (C) ব্যগতিগত স্বাধীনতা নিশ্চিত করা


29) ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন্ কোন্ ধারায় উল্লিখিত হয়েছে ?

  1. 14-18 ধারায়
  2. 19-22 ধারায়
  3. 23-24 ধারায়
  4. 25-28 ধারায়

Answer : (D) 25-28 ধারায়


30) সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের কোন্ কোন্ ধারায় উল্লিখিত হয়েছে ?

  1. 14-18 ধারায়
  2. 9-22 ধারায়
  3. 29-30 ধারায়
  4. 32 ধারায়

Answer : (C) 29-30 ধারায়


31) সংবিধানের কোন্ কোন্ ধারা কোনও অবস্থাতেই স্থগিত রাখা যায় না ?

  1. 14 ও 15 ধারা
  2. 16 ও 17 ধারা
  3. 20 ও 21 ধারা
  4. 29 3 30 ধারা

Answer : (C) 20 ও 21 ধারা


32) ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায় -

  1. জাতীয় জরুরি অবস্থা জারি হলে
  2. যে কোনও ধরনের জরুরি অবস্থা জারি হলে
  3. সুপ্রিমকোর্টের অনুমতি নিয়ে
  4. যুদ্ধ ঘোষিত হলে

Answer : (A) জাতীয় জরুরি অবস্থা জারি হলে


33) কোন মৌলিক অধিকার নিবর্তনমূলক আইন দ্বারা সংযত হয় ?

  1. সাম্যের অধিকার
  2. স্বাধীনতার অধিকার
  3. ধর্মীয় স্বাধীনতার অধিকার
  4. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার

Answer : (B) স্বাধীনতার অধিকার


34) মৌলিক অধিকার রদ করতে পারেন

  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. রাজ্যপাল
  4. সুপ্রিম কোর্ট

Answer : (A) রাষ্ট্রপতি


35) ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী খেতাব প্রদান করে -

  1. 14 নম্বর অনুচ্ছদের অধীনে
  2. 18 নম্বর অনুচ্ছদের অধীনে
  3. 22 নম্বর অনুচ্ছদের অধীনে
  4. 25 নম্বর অনুচ্ছদের অধীনে

Answer : (B) 18 নম্বর অনুচ্ছদের অধীনে


36) মৌলিক অধিকার সংশোধনের অধিকার আছে -

  1. রাষ্ট্রপতির
  2. প্রধানমন্ত্রীর
  3. সংসদের
  4. সুপ্রিম কোর্টের

Answer : (C) সংসদের


37) বর্তমানে সম্পত্তির অধিকার হল -

  1. আইনগত অধিকার
  2. মৌলিক অধিকার
  3. মানবাধিকার
  4. প্রাকৃতিক অধিকার

Answer : (A) আইনগত অধিকার


38) মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত জারি করতে পারে ?

  1. লেখ
  2. আদেশ
  3. অধ্যাদেশ
  4. বিজ্ঞপ্তি

Answer : (A) লেখ


39) ভারতীয় সংবিধানের কোন্ ধারায় বলা হয়েছে যে, রাষ্ট্র যদি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের কোনও সম্পত্তি হস্তগত করে তবে রাষ্ট্রকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে ?

  1. 29 (1) নং ধারা
  2. 30 (1A) ধারা
  3. 32 (1) নং ধারা
  4. 28 (1A) নং ধারা

Answer : (B) 30 (1A) ধারা


40) ভারতীয় সংবিধানের কোন ধারায় অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ?

  1. 20 নং ধারা
  2. 21 নং ধারা
  3. 22 নং ধারা
  4. 23 নং ধারা

Answer : (C) 22 নং ধারা


41) স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রিত করা যায় -

  1. রাষ্ট্রের নিরাপত্তার কারণে
  2. বিদেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রক্ষার্থে
  3. জনশৃঙ্খলার কারণে
  4. উপরোক্ত সব ক'টি কারণের জন্য

Answer : (D) উপরোক্ত সব ক'টি কারণের জন্য


42) শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন্ কোন্ ধারায় উল্লিখিত হয়েছে ?

  1. 19-22 ধারায়
  2. 23-24 ধারায়
  3. 25 28 ধারায়
  4. 29 30 ধারায়

Answer : (B) 23-24 ধারায়


43) সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট মোট কত ধরনের রিট জারি করতে পারে ?

  1. 3
  2. 4
  3. 5
  4. 6

Answer : (C) 5


44) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার 'ভারতরত্ন' ও 'পদ্মশ্রী' পুরস্কার প্রদান করে ?

  1. 14 নং
  2. 17 নং
  3. 18 নং
  4. 29 নং

Answer : (C) 18 নং


45) ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার অন্তর্ভুক্ত হয়েছে সংবিধানের -

  1. তৃতীয় ভাগে
  2. চতুর্থ ভাগে
  3. পঞ্চম ভাগে
  4. ষষ্ঠ ভাগে

Answer : (A) তৃতীয় ভাগে


46) মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল -

  1. 6 টি
  2. টি
  3. 9 টি
  4. 10 টি

Answer : (B) টি


47) ভারতীয় সংবিধানের 30 নং ধারার আলোচ্য বিষয়

  1. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতি
  2. সংলঘুদের জন্য নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার
  3. সামাজিক ভাবে এবং শিক্ষাক্ষেত্রে পশ্চাদপদ শ্রেণীর জন্য চাকরিতে আসন সংরক্ষণের ব্যবস্থা
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (B) সংলঘুদের জন্য নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার


48) 1976 সালের 42 তম সংবিধান সংশোধনীর পূর্বে, ভারতীয় সংবিধানের মাত্র একটি ধারায় উল্লিখিত হয়েছিল ধর্মনিরপেক্ষ শব্দটি ধারাটি হল -

  1. 25 নং ধারা
  2. 26 নং ধারা
  3. 27 নং ধারা
  4. 28 নং ধারা

Answer : (A) 25 নং ধারা


49) শিক্ষার অধিকার আইন, 2008 এ প্রাইভেট স্কুলগুলিতে সমাজের দুর্বলতর শ্রেণীর শিশুদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে ?

  1. 10%
  2. 20%
  3. 25%
  4. 33%

Answer : (C) 25%


50) ভারতীয় সংবিধানের 14 নং ধারায় বর্ণিত ' রুল অফ ল ' কে সংশোধন করা যায় নিম্নলিখিত কোন্ ধারাটির অধীনে ?

  1. 368 নং ধারা
  2. 354 নং ধারা
  3. 355 নং ধারা
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (D) উপরোক্ত কোনটিই নয়


51) প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক ? 1. সংবিধানের 18 নং ধারা বলা হয়েছে যে সামরিক বা শিক্ষাগত উৎকর্ষ কোনও ক্ষেত্রেই রাষ্ট্র কোনও উপাধি প্রদান করতে পারবে না 2.ভারত রত্নের মতো খেতাবগুলিকে 18 নং ধারায় বর্ণিত উপাধিগুলির একটি ব্যতিক্রম রূপে গণ্য করা হয় 3. উপাধি প্রদান ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার এর পরিপন্থী

  1. 1, 2 এবং 3
  2. কেবলমাত্র 1
  3. কেবলমাত্র 1 এবং 2
  4. কেবলমাত্র 1 এবং 3

Answer : (D) কেবলমাত্র 1 এবং 3


52) ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, জরুরী অবস্থা ঘোষণাকালীন সময় ছাড়া মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যায় না ?

  1. 352 নং ধারা
  2. 356 নং ধারা
  3. 360 নং ধারা
  4. 359 নং ধারা

Answer : (D) 359 নং ধারা


53) ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মৌলিক অধিকারের দারণার সাথে নিম্ন লিখিত কোটির ঘনিষ্ঠ সম্পর্ক আছে ?

  1. সাইমন কমিশন রিপোর্ট, 1927
  2. নেহেরু কমিটি রিপোর্ট 1928
  3. স্বরাজ বিল 1895
  4. সাংবিধানিক প্রস্তাবগুলির ওপর সাধু কমিটি রিপোর্ট, 1945

Answer : (D) সাংবিধানিক প্রস্তাবগুলির ওপর সাধু কমিটি রিপোর্ট, 1945


54) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের যে কোনও পেশা গ্রহণ ও ব্যবসা বাণিজ্য করার অধিকার প্রদান করা হয়েছে ?

  1. 19 (1) B নং ধারায় ধারায়
  2. 19 (1) D নং ধারায়
  3. 19 (1) AE নং
  4. 19 (1) G নং ধারায়

Answer : (D) 19 (1) G নং ধারায়


55) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলির সংরক্ষক ও অভিভাবক রূপে উল্লেখ করা হয়েছে ?

  1. 32 (1) নং ধারা
  2. 33(1) নং ধারা
  3. 13 (1) নং ধারা
  4. 14 (1) নং ধারা

Answer : (A) 32 (1) নং ধারা


56) যৌক্তিকতার বিচার (Test of reasonableness) নিম্নলিখিত কোন ধারাটির সাথে সম্পর্কিত

  1. 13
  2. 14
  3. 15
  4. 16

Answer : (B) 14


57) প্রশাসনের হাতে বন্দী ব্যক্তিদের জন্য মৌলিক অধিকারের কথা উল্লিখিত হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ?

  1. 14 নং ধারা
  2. 19 নং ধারা
  3. 22 নং ধারা
  4. 21নং ধারা

Answer : (D) 21নং ধারা


58) ভারতীয় সংবিধানের কোন্ ধারায় বলা হয়েছে যে, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির উপর রাষ্ট্র অপর কোনও সংস্কৃতি চাপিয়ে দেবে না ?

  1. 25(1) নং ধারা
  2. 29 (1) নং ধারা
  3. 28 (1) নং ধারা
  4. 50(1) নং ধারা

Answer : (B) 29 (1) নং ধারা


59) ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যাবে না ?

  1. 13 নং ধারা
  2. 14 নং ধারা
  3. 15 নং ধারা
  4. 16 নং ধারা

Answer : (A) 13 নং ধারা


60) ভারতীয় সংবিধানের কোন্ ধারা অনুসারে সংখ্যালঘু শ্রেণী তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে ?

  1. 25 নং ধারা
  2. 28 নং ধারা
  3. 29 নং ধারা
  4. 30 নং ধারা

Answer : (D) 30 নং ধারা


61) নিম্নলিখিত কোন ক্ষেত্রে ম্যান্ডামাস নামক রিটটি জারি করা হয় ?

  1. মৌলিক অধিকারের বলবৎকরণ
  2. কোনও আদালত অথবা ট্রাইবুনালকে তার বিচারবিভাগীয় ক্ষমতা প্রয়োগ করার নির্দেশ দানের জন্য যখন সে সেই ক্ষমতা প্রয়োগ করতে অস্বীকার করেছে
  3. কোনও সরকারী আধিকারিককে অসাংবিধানিক কোনও আইন প্রয়োগ করার থেকে বিরত থাকার নির্দেশ প্রদান
  4. উপরোক্ত সব ক'টি

Answer : (D) উপরোক্ত সব ক'টি


62) পরমাদেশ ( ম্যান্ডামাস ) কাদের ক্ষেত্রে জারী করা যায় না ?

  1. রাষ্ট্রপতির ক্ষেত্রে
  2. রাজ্যপালের ক্ষেত্রে
  3. কোনও বেসরকারী আধিকারিকের ক্ষেত্রে
  4. উপরোক্ত সবগুলি ক্ষেত্রেই

Answer : (D) উপরোক্ত সবগুলি ক্ষেত্রেই


63) ভারতীয় সংবিধান অনুসারে গ্রেপ্তার বা আটক ব্যক্তি কোন্ সুযোগটি ভোগ করেন ?

  1. গ্রেপ্তারের কারণ জানাতে পারা
  2. পছন্দমতো আইনজীবীর সাথে পরামর্শ করা
  3. আত্মপক্ষ সমর্থনের অধিকার
  4. উপরোক্ত সবগুলিই

Answer : (D) উপরোক্ত সবগুলিই


64) ভারতীয় সংবিধানের পার্ট থ্রি এবং পার্ট ফোর এর মধ্যে বিরোধ বাধলে সংবিধান অনুসারে কোন অংশটি কার্যকর হবে ?

  1. পার্ট থ্রি
  2. পার্ট ফোর
  3. উভয়েই
  4. দু'টি অংশই বাতিল হবে

Answer : (A) পার্ট থ্রি


65) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে, একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দু'বার শাস্তি প্রদান করা যাবে না ?

  1. 18
  2. 19
  3. 20
  4. 21

Answer : (C) 20


66) ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি রাষ্ট্র সঙ্ঘের স্ট্যান্ডার্ড সেটিং চার্টার এবং ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস্, 1948 এর মিল আছে ?

  1. পার্ট টু
  2. পার্ট থ্রি
  3. পার্ট ফোর
  4. পার্ট ফোর এ

Answer : (B) পার্ট থ্রি


67) নিম্ন লিখিত মামলাগুলির মধ্যে কোনটিতে সুপ্রিম কোর্ট এই মর্মে রায় দান করে যে, হরতাল বা বন্ধপালন বেআইনী তার কারণ এটি জাতীয় ক্ষতির সাথে সাথে ভারতীয় সংবিধানের 19 (1) নং ধারা ও 21 নং ধারার পরিপন্থী ?

  1. পিপলস্ ইউনিয়ান ফর সিভিল লিবার্টিজ বনাম ভারত সরকার
  2. কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ( মার্কসিস্ট ) বনাম ভারত কুমার ও অন্যান্যরা
  3. টাটা প্রেস লিমিটেড বনাম এম টি এন এল
  4. ভারত সরকার বনাম অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস

Answer : (B) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ( মার্কসিস্ট ) বনাম ভারত কুমার ও অন্যান্যরা


68) 44 তম সংবিধান সংশোধনীর পূর্বে সম্পত্তির অধিকার বর্ণিত হয়েছিল ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ?

  1. 31
  2. 32
  3. 15
  4. 19

Answer : (A) 31


69) সরকারী কোনও পদে কোনও ব্যক্তি অনায্যভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারিকরতে পারে ?

  1. পরমাদেশ
  2. উৎশ্লেষণ
  3. অধিকার পৃচ্ছা
  4. প্রতিষেধ

Answer : (C) অধিকার পৃচ্ছা




You May Read Also :

Post a Comment

0 Comments