মৌলিক দায়িত্ব বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

মৌলিক দায়িত্ব বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

মৌলিক দায়িত্ব

1) ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন পার্টে বর্ণিত হয়েছে

  1. তৃতীয়
  2. চতুর্থ
  3. চতুর্থ (ক)
  4. পঞ্চম

Answer : (C) চতুর্থ (ক)


2) ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য এর উল্লেখ রয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ?

  1. 51 (a)
  2. 51
  3. 50
  4. 52

Answer : (A) 51 (a)


3) বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কত ?

  1. 8
  2. 7
  3. 10
  4. 11

Answer : (D) 11


4) সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণার অন্তর্ভুক্তির প্রধান কারণ

  1. মৌলিক অধিকারের অপব্যবহার রোধ করা
  2. অসাংবিধানিক কার্যকলাপ সংযত করা
  3. শাসন বিভাগের বর্ধিত ক্ষমতা সংযত করা
  4. মৌলিক অধিকারকে অর্থবহ করা

Answer : (B) অসাংবিধানিক কার্যকলাপ সংযত করা


5) কোন্ কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয় ?

  1. সরণ সিং কমিটি
  2. অশোক মেহেতা কমিটি
  3. বলরাম জাখর কমিটি
  4. সারকারিয়া কমিশন

Answer : (A) সরণ সিং কমিটি


6) 11 তম মৌলিক কর্তব্যটি কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় ?

  1. 86 তম
  2. 42 তম
  3. 44 তম
  4. 74 তম

Answer : (A) 86 তম


7) ভারতের সার্বভৌমিকতা, একতা ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ হল

  1. একটি রাষ্ট্রপরিচালনার নির্দেশাত্মক নীতি
  2. একটি সংসদীয় আইন
  3. একটি মৌলিক কর্তব্য
  4. সুপ্রিম কোর্রের একটি নির্দেশ

Answer : (C) একটি মৌলিক কর্তব্য


8) ভারতীয় সংবিধানের কোন অংশে প্রত্যেক নাগরিককে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান জানানোর কথা বলা হয়েছে ?

  1. পার্ট 1
  2. পার্ট 2
  3. পার্ট 4 (a)
  4. পার্ট 5

Answer : (C) পার্ট 4 (a)


9) 11 তম মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ?

  1. 86 তম
  2. 42 তম
  3. 44 তম
  4. 74 তম

Answer : (A) 86 তম


10) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক দায়িত্ব এর ধারণাটি ভারতীয় সংবিধানে রঅন্তর্ভুক্ত করা হয়েছে ?

  1. 40 তম
  2. 41 তম
  3. 42 তম
  4. 43 তম

Answer : (C) 42 তম


11) কোন্ সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে ?

  1. 1976
  2. 1978
  3. 1980
  4. 1982

Answer : (A) 1976


12) ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন্ দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?

  1. সোভিয়েত রাশিয়া
  2. আইরিশ রিপাবলিক
  3. জার্মানি
  4. সুইডেন

Answer : (A) সোভিয়েত রাশিয়া


13) যখন ভারতের একজন নাগরিক ভারতীয় সংবিধানের বিভিন্ন প্রতিষ্ঠান এবং আদর্শ এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা পালন করেন তখন তিনি

  1. তাঁর প্রাপ্য একটি মৌলিক অধিকার উপভোগ করেন
  2. তাঁর প্রাপ্য সংস্কৃতি ও শিক্ষার অধিকার প্রয়োগ করেন
  3. তিনি তাঁর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার প্রয়োগ করেন
  4. তিনি তাঁর মৌলিক দায়িত্ব পালন করেন

Answer : (D) তিনি তাঁর মৌলিক দায়িত্ব পালন করেন




You May Read Also :

Post a Comment

0 Comments