নির্দেশাত্মক নীতি বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

নির্দেশাত্মক নীতি বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

নির্দেশাত্মক নীতিি

1) নিম্নলিখিত কারনগুলির মধ্যে কোনটি রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলির মন্থর রূপায়ণের জন্য দায়ী ?

  1. রাজনৈতিক সদিচ্ছার অভাব
  2. সামাজিক সদিচ্ছার অভাব
  3. রিসোর্সের অভাব
  4. দেশের বিশাল বিস্তৃতি

Answer : (B) সামাজিক সদিচ্ছার অভাব


2) সংবিধানের কোন অংশে কল্যাণকারী রাষ্ট্র ' এর ধারণাটি মূর্ত হয়েছে ?

  1. প্রস্তাবনা .
  2. মৌলিক অধিকার
  3. মৌলিক কর্তব্য
  4. নির্দেশাত্মক নীতি

Answer : (D) নির্দেশাত্মক নীতি


3) কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে ?

  1. আয়ার্ল্যান্ডের সংবিধান
  2. ভারত শাসন আইন, 1935
  3. সোভিয়েত রাশিয়ার সংবিধান
  4. সুইজারল্যান্ড এর সংবিধান

Answer : (A) আয়ার্ল্যান্ডের সংবিধান


4) রাষ্ট্রপরিচালনার নির্দেশাত্মক নীতিগুলির উদ্দেশ্য হল -

  1. ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চয়তা করা.
  2. পৌর অধিকার নিশ্চিত করা
  3. ভারতের স্বাধীনতাকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা
  4. সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের পথ সুগম করা

Answer : (D) সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের পথ সুগম করা


5) নির্দেশাত্মক নীতি অনুসারে রাষ্ট্র সমস্ত শিশুদের অবৈতনিক ও ব্যাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে -

  1. 14 বছর বয়স পর্যন্ত
  2. 15 বছর বয়স পর্যন্ত
  3. 16 বছর বয়স পর্যন্ত
  4. 18 বছর বয়স পর্যন্ত

Answer : (A) 14 বছর বয়স পর্যন্ত


6) নিম্নের কোনটি একটি নির্দেশাত্মক নীতি

  1. আইনের চোখে সমতা রক্ষিত হবে
  2. ধর্ম, জাতি, বর্ণ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না
  3. অস্পৃশ্যতা একটি দন্ডনীয় অপরাধ
  4. পরিবেশ রক্ষা এবং উন্নয়নে রাষ্ট্র সচেষ্ট হবে

Answer : (D) পরিবেশ রক্ষা এবং উন্নয়নে রাষ্ট্র সচেষ্ট হবে


7) সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে ক-টি নির্দেশাত্মক নীতি সংবিধানের চতুর্থ অংশে সংযুক্ত হয়?

  1. ২টি
  2. ১টি
  3. 4 টি
  4. 5টি

Answer : (B) ১টি


8) ভারতের রাষ্ট্রপরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সাথে এর মিল রয়েছে

  1. ইউ.কে. র সংবিধান
  2. ঈউ.এস.এ.র সংবিধানের
  3. আয়ার্ল্যান্ডের সংবিধানের
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (C) আয়ার্ল্যান্ডের সংবিধানের


9) ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি ' কোন্ পার্টের অন্তর্ভুক্ত ?

  1. পার্ট ওয়ান
  2. পার্ট টু
  3. পার্ট থ্রি
  4. পার্ট ফোর

Answer : (D) পার্ট ফোর


10) রাষ্ট্রপরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি রূপায়ণ না হলে আবেদন করা যায় -

  1. সুপ্রিম কোর্টে
  2. হাইকোর্টে
  3. স্টেট অ্যাডমিনিস্ট্রিটিভ ট্রাইবুনালে
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (D) উপরোক্ত কোনটিই নয়


11) নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি নির্দেশাত্মক নীতির ধীর রূপায়ণের জন্য দায়ী ?

  1. সম্পদের অভাব
  2. সদিচ্ছার অভাব
  3. দেশের বিশালতা
  4. উপরোক্ত সব ক’টি

Answer : (D) উপরোক্ত সব ক’টি


12) নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন - এটি একটি

  1. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি
  2. শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারণা
  3. মৌলিক অধিকার
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (A) রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি


13) আর্থ-সামাজিক সুবিচার প্রতিষ্ঠার আদর্শে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে নিম্নের কোনটিতে ?

  1. মৌলিক অধিকার
  2. মৌলিক দায়িত্ব
  3. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা
  4. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি

Answer : (D) রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি


14) রাষ্ট্রপরিচালনার নির্দেশাত্মক নীতিগুলির রূপায়ণ নির্ভর করে -

  1. সরকারের প্রাপ্ত সম্পদ ও আর্থিক সামর্থ্যের ওপর
  2. সরকারের সদিচ্ছার ওপর
  3. বিচার বিভাগের ওপর
  4. রাষ্ট্রপতির ওপর

Answer : (A) সরকারের প্রাপ্ত সম্পদ ও আর্থিক সামর্থ্যের ওপর


15) নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি 25 তম সংশোধনীর মাধ্যমে সংযুক্ত হয়েছিল এবং রাষ্ট্রপরিচালনার নির্দেশাত্মক নীতিগুলির মধ্যে যেগুলি ভারতীয় সংবিধানের 39 (B) নং ও 39 (C) নং ধারায় বর্ণিত সেগুলিকে ভারতীয় সংবিধানের 14 নং এবং 19 নং ধারায় বর্ণিত মৌলিক অধিকারগুলির তুলনায় অগ্রাধিকার প্রদান করেছিল ?

  1. 31[C]
  2. 51[A]
  3. 42[C]
  4. 32[C]

Answer : (A) 31[C]




You May Read Also :

Post a Comment

0 Comments