নাগরিকত্ব বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

নাগরিকত্ব বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

নাগরিকত্ব

1) বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন ভারত সরকার কবে পাশ করে ?

  1. 2000
  2. 2001
  3. 2003
  4. 2007

Answer : (C) 2003


2) ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হয় ?

  1. 3 বছর
  2. 5 বছর
  3. 7 বছর
  4. 10 বছর

Answer : (B) 5 বছর


3) ভারতে অন্তর্ভুক্তির ফলে কোন অঞ্চলের অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করে ?

  1. পশ্চিমবঙ্গ
  2. অন্ধ্রপ্রদেশ
  3. মহারাষ্ট্র
  4. চন্দননগর

Answer : (D) চন্দননগর


4) ভারতীয় নাগরিকত্ব অবসানের নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি সঠিক ?

  1. সরকারি চাকরি
  2. অসৎ উপায়ে নাগরিকত্ব লাভ
  3. সামরিক বাহিনীতে যোগদান
  4. বিদেশী মহিলাকে বিবাহ করা

Answer : (B) অসৎ উপায়ে নাগরিকত্ব লাভ


5) ভারতের নাগরিকত্ব গ্রহণ ও বর্জন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে -

  1. 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন
  2. 1935 সালের ভারত শাসন আইন
  3. 1955সালের ভারতীয় নাগরিকতা আইনে
  4. ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে

Answer : (C) 1955সালের ভারতীয় নাগরিকতা আইনে


6) ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাশ হয় ?

  1. 1950
  2. 1955
  3. 1967
  4. 1972

Answer : (B) 1955


7) ভারতের নাগরিকত্ব পাওয়ার নিম্নলিখিত শর্তগুলির মধ্যে কোনটি সঠিক নয় ?

  1. জন্মসূত্রে
  2. সম্পত্তি ক্রয়ের মাধ্যমে
  3. নথিকরণের মাধ্যমে
  4. উপরোক্ত সব ক'টি

Answer : (B) সম্পত্তি ক্রয়ের মাধ্যমে


8) ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি নির্ধারণের উপযুক্ত কর্তৃপক্ষ কে ?

  1. নির্বাচন কমিশন
  2. রাষ্ট্রপতি
  3. সংসদ
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (C) সংসদ


9) কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে ?

  1. 4টি
  2. ৪টি
  3. 12 টি
  4. 16 টি

Answer : (D) 16 টি


10) ভারতের এক নাগরিকত্বের নীতিটি নিম্নলিখিত কোটির পরিপন্থী ?

  1. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা
  2. সংসদীয় গণতন্ত্র
  3. মৌলিক অধিকার
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (A) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা


11) ভারতের নাগরিকত্ব আইন প্রথমবার সংশোধিত হয় কত সালে ?

  1. 1950
  2. 1985
  3. 1967
  4. 1972

Answer : (B) 1985


12) ভারতের সংবিধান

  1. এক নাগরিকত্বের কথা বলে
  2. দ্বি-নাগরিকত্বের কথা বলে
  3. বহু-নাগরিকত্বের কথা বলে
  4. নাগরিকত্বের উল্লেখ করে না।

Answer : (A) এক নাগরিকত্বের কথা বলে


13) 2005 সালের নতুন নাগরিকতা আইনটি কোন কমিটির সুপারিশ অনুযায়ী প্রণীত হয় ?

  1. ভি. আর চোপড়া কমিটি
  2. বি. আর. সেন কমিটি
  3. এল. এস. সিংভি কমিটি
  4. ডি. এ. কে. রতন কমিটি

Answer : (C) এল. এস. সিংভি কমিটি


14) ভারতীয় সংবিধানের কোন্ পার্টে নাগরিকত্ব সংক্রান্ত আলোচনা আছে ?

  1. 1 নং পার্টে
  2. 2 নং পার্টে
  3. 3নং পার্টে
  4. 4 নং পার্টে

Answer : (B) 2 নং পার্টে




You May Read Also :

Post a Comment

0 Comments