ভারতীয় সংবিধানের উৎস
1) ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন্ দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
- ইউ. কে.
- ইউ. এস. এ.
- দঃ আফ্রিকা
- আয়ার্ল্যান্ড
Answer : (A) ইউ. কে.
2) ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- জার্মানি
- সুইডেন
- দঃ আফ্রিকা
- গ্রেট ব্রিটেন
Answer : (A) জার্মানি
3) নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন্ দেশের সংবিধানে প্রচলিত আচার আচরন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
- আমেরিকার সংবিধান
- ফরাসী সংবিধান
- ভারতীয় সংবিধান
- ব্রিটিশ সংবিধান
Answer : (D) ব্রিটিশ সংবিধান
4) ভারতীয় সংবিধানের 368 নং ধারা কোন দেশের সংবিধান অনুসরণে পরিকল্পিত হয়েছে ?
- ইউ. কে.
- ইউ. এস. এ.
- দঃ আফ্রিকা
- আয়ার্ল্যান্ড
Answer : (C) দঃ আফ্রিকা
5) ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপাল এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
- সুইজারল্যান্ড
- কানাডা
- সুইডেন
- জার্মানি
Answer : (B) কানাডা
6) কোন্ দেশের সংবিধান অনুসরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে প্রস্তাবনার ধারণা ?
- কানাডা
- ইউ কে
- সুইডেন
- মার্কিন যুক্তরাষ্ট্র
Answer : (D) মার্কিন যুক্তরাষ্ট্র
7) ইদানিং কালে ভারতের বিচার-সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে জনস্বার্থ মামলা [পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন] র ধারণা। এই ধারণাটি কোন দেশ থেকে ভারতে এসেছে ?
- ইউ কে
- ইউ এস এ
- কানাডা
- আয়ার্ল্যান্ড
Answer : (A) ইউ কে
8) ভারতীয় সংবিধানে বর্ণিত ' বিচারবিভাগীয় পুনর্বিবেচনা ' [জুডিসিয়াল রিভিউ ] এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন্ দেশের সংবিধান থেকে ?
- ফ্রান্স
- ইউ এস এ
- ইউ কে
- কানাডা
Answer : (B) ইউ এস এ
9) শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবসথার প্রশাসনিক কাঠামো - কোন্ দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
- কানাডা
- ইউ কে
- ইউ এস এস আর
- ইউ এস এ
Answer : (A) কানাডা
10) মৌলিক অধিকার এর ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- ইউ কে
- ইউ এস এ
- সোভিয়েত রাশিয়া
- কানাডা
Answer : (B) ইউ এস এ
11) ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- সোভিয়েত রাশিয়া
- আইরিশ রিপাবলিক
- জার্মানি
- সুইডেন
Answer : (A) সোভিয়েত রাশিয়া
12) ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধানকে অনুসরণ করে ?
- দঃ আফ্রিকা
- কানাডা
- সুইজারল্যান্ড
- গ্রেট ব্রিটেন
Answer : (A) দঃ আফ্রিকা
13) নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে কোনও লিখিত সংবিধান নেই ?
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ভারতবর্ষ
- ইংল্যান্ড
- জার্মানি
Answer : (C) ইংল্যান্ড
14) ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস্ কমিটির ধারণা কোন্ দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
- গ্রেট ব্রিটেন
- ইউনাইটেড স্টেটস্ অফ আমেরিকা
- কানাডা
- সুইডেন
Answer : (A) গ্রেট ব্রিটেন
15) ভারত ও ইংল্যান্ডের সংবিধান সংক্রান্ত প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয় ?
- ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস্ কমিটির ধারণা গ্রহণ করা হয়েছে ইংল্যান্ডের সংবিধান থেকে
- প্রধানমন্ত্রী পদটি ইংল্যান্ডে সংবিধান সৃষ্ট পদ নয়, কিন্তু ভারতে উক্ত পদটি সংবিধান সৃষ্ট
- ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র কিন্তু ইংল্যান্ড প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয়
- ইংল্যান্ডের সংবিধান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান এবং ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান
Answer : (D) ইংল্যান্ডের সংবিধান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান এবং ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান
16) নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ নয় ?
- ইউ. কে.
- ইউ. এস. এ.
- দঃ আফ্রিকা
- আয়ার্ল্যান্ড
Answer : (A) ইউ. কে.
17) ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারী শাসনব্যবস্থা রূপায়ণ করেছে :
- ফ্রান্স
- ব্রিটেন
- কানাডা
- সুইডেন
Answer : (B) ব্রিটেন
18) কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে ?
- আয়ার্ল্যান্ডের সংবিধান
- ভারত শাসন আইন, 1935
- সোভিয়েত রাশিয়ার সংবিধান
- সুইজারল্যান্ড এর সংবিধান
Answer : (A) আয়ার্ল্যান্ডের সংবিধান
19) ভারতবর্ষর সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে
- ভারত শাসন আইন, 1848
- ভারত শাসন আইন, 1919
- ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1909
- ভারত শাসন আইন, 1935
Answer : (D) ভারত শাসন আইন, 1935

0 Comments