প্রস্তাবনা
1) ধর্ম নিরপেক্ষতা ” এই ধারনাটির সঠিক দ্যোতনা
- রাষ্ট্র যেখানে সব ধর্মকে সমানভাবে সমর্থন করে
- রাষ্ট্র নীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনও ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না
- সংখ্যাগুরু সম্প্রদায় অনুসৃত ধর্মকে রাষ্ট্র যেখানে পরিপুষ্ট করে
- উপরের কোনটিই নয়
Answer : (B) রাষ্ট্র নীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনও ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না
2) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন্ বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায় ?
- ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি
- রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য
- কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল
- ভারতের বৈদেশিক নীতি
Answer : (B) রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য
3) ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ' কারণ
- রাষ্ট্রপতির আনুকূল্যে মন্ত্রীরা স্বপদে আসীন থাকেন
- মন্ত্রীরা সংসদের কাছে দায়বদ্ধ থাকেন
- ভারতের রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ
- ভারতীয় জনগণ রাজনৈতিকভানে সার্বভৌম
Answer : (C) ভারতের রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ
4) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা
- 24 তম
- 44 তম
- 42 তম
- 61 তম
Answer : (C) 42 তম
5) ভারতীয় রাষ্ট্রব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য : সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্ম-নিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্রের মধ্যে কন্ দু'টি 1975 সালের 42 তম সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছিল ?
- সার্বভৌম, সমাজতান্ত্রিক
- সমাজতান্ত্রিক, ধর্ম-নিরপেক্ষ
- ধর্ম-নিরপেক্ষ, গণতান্ত্রিক
- গণতান্ত্রিক প্রজাতন্ত্র
Answer : (B) সমাজতান্ত্রিক, ধর্ম-নিরপেক্ষ
6) সমাজতান্ত্রিক ' শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন্ বছরে ?
- 1952
- 1976
- 1950
- 1978
Answer : (B) 1976
7) ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি
- সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
- সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
- সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র
- যুক্তরাস্ট্রীয় গনতান্ত্রিক প্রজাতন্ত্র
Answer : (C) সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র
8) ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ' - এর অর্থ ভারত
- শ্বরবিহীন রাষ্ট্র
- সর্বধর্মে সহানুভূতিশী
- সর্বধর্ম বিরোধী
- সকল ধর্মের প্রতি নিরপেক্ষ
Answer : (D) সকল ধর্মের প্রতি নিরপেক্ষ
9) কোন্ মামলায় সুপ্রিমকোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় ?
- বেরুবাড়ি মামলা
- গোলকনাথ মামলা
- কেশবানন্দ ভারতী মামলা (ঘ)
- মিনার্ভা মিলস্ মামলা
Answer : (A) বেরুবাড়ি মামলা
10) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের যে ধারণা উল্লিখিত হয়েছে সেটি গৃহীত হয়েছে নিম্নলিখিত কোন ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায় ?
- ফরাসি বিপ্লব
- রাশিয়ার বিপ্লব
- ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব
- আমেরিকার স্বাধীনতা সংগ্রাম
Answer : (A) ফরাসি বিপ্লব
11) ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি যখন সংশোধিত হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন
- শ্রীমতী ইন্দিরা গান্ধী
- চৌধুরী চরণ সিং
- মুরাজ্জি দেশাই
- গুলজারিলাল নন্দা
Answer : (A) শ্রীমতী ইন্দিরা গান্ধী
12) সার্বভৌম শব্দটির কোন অর্থ সঠিক ?
- বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত
- আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত
- সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত
- কোনও আন্তর্জাতিক সংশথার নিয়ন্ত্রণমুক্ত
Answer : (A) বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত
13) সমাজতান্ত্রিক ' ও ' ধর্মনিরপেক্ষ ' এই শব্দদু'টি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল
- 24তম সংশোধনীর দ্বারা
- 42তম সংশোধনীর দ্বারা
- 45তম সংশোধনীর দ্বারা
- 44তম সংশোধনীর দ্বারা
Answer : (B) 42তম সংশোধনীর দ্বারা
14) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন্ ধরনের ন্যয়বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে ?
- সামাজিক
- অর্থনৈতিক
- রাজনৈতিক
- উপরোক্ত সব ক'টিই
Answer : (D) উপরোক্ত সব ক'টিই
15) কোন মামলায় সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী রায়ের বিরুদ্ধাতারণ করে এই মর্মে রায় প্রদান করে যে প্রস্তাবনা হল ভারতীয় সংবিধানের একটি অংশ ?
- বেরুবাড়ি মামলা
- গোলকনাথ মামলা
- কেশবানন্দ ভারতী মামলা
- মিনার্ভা মিলস্ মামলা
Answer : (C) কেশবানন্দ ভারতী মামলা
16) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায় ?
- ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি
- রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য
- কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল
- ভারতের বৈদেশিক নীতি
Answer : (B) রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য
17) একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হল -
- রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোনওরকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না
- রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্র সম্পূর্ণ রূপে রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে ।
- উৎপাদনের উৎসগুলি হবে রাষ্ট্রের মালিকানাধীন এবং উৎপন্ন দ্রব্যসামগ্রীর বণ্টনব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র
- উপরোক্ত সব ক'টি
Answer : (D) উপরোক্ত সব ক'টি
18) পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম তাদের সংবিধানের শুরুতে ' প্রস্তাবনা ' কে অন্তর্ভুক্ত করে ?
- মার্কিন যুক্তরাষ্ট্র
- গ্রেট ব্রিটেন
- আয়ার্ল্যান্ড
- সুইডেন
Answer : (A) মার্কিন যুক্তরাষ্ট্র
19) জাতীয় ঐক্য ও সংহতি এই শব্দ সমষ্টি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে কত সালে ?
- 1952
- 1976
- 1950
- 1978
Answer : (B) 1976
20) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে। এর তাৎপর্য হল
- ধর্মীয় পূজা বারণ
- রাষ্ট্র বিভিন্ন ধর্মের পৃষ্ঠপোষকতা করে
- রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনরকম বৈষম্য করা হয় না
- উপরের কোনটিই সঠিক নয়
Answer : (C) রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনরকম বৈষম্য করা হয় না
21) গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল -
- রাষ্ট্রের প্রশাসনিক প্রধান রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হবেন
- রাষ্ট্রের প্রশাসনিক প্রধান রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের দ্বারা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে নির্বাচিত হবেন
- রাষ্ট্রের প্রশাসনিক প্রধান রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের দ্বারা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে এবং একটি নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হবেন
- জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে, রাষ্ট্রের সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালনা করবে
Answer : (D) জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে, রাষ্ট্রের সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালনা করবে
22) নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক ?
- বিশ্বের একাধিক রাষ্ট্র গণতান্ত্রিক কিন্তু প্রজাতান্ত্রিক নয়
- বিশ্বের একাধিক রাষ্ট্র প্রজাতান্ত্রিক কিন্তু গণতান্ত্রিক নয়
- বিশ্বের একাধিক রাষ্ট্র প্রজাতান্ত্রিক হওয়ার সাথে সাথে গণতান্ত্রিক
- উপরোক্ত সব ক'টি
Answer : (D) উপরোক্ত সব ক'টি
23) ভারতীয় সংবিধান যখন কার্যকর হয়েছিল তখন ভারতবর্ষকে সংবিধানের প্রস্তাবনায় কিরূপ রাষ্ট্র রূপে উল্লেখ করা হয়েছিল ?
- সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
- সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
- সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র
- যুক্তরাস্ট্রীয় গনতান্ত্রিক প্রজাতন্ত্র
Answer : (A) সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
24) ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়
- রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে
- ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে
- মৌলিক অধিকারকে
- উপরের কোনটিই নয়
Answer : (B) ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে

0 Comments