23. কিছুসংখ্যক লােক 13 দিনে একটি কাজ করে। যদি আরও 6 জন লােক যোগ না দেয়, তবে কাজটি 15 দিনে শেষ হয়। তবে প্রথমে কতজন লােক ছিল?
সমাধান :
ধরি, প্রথমে x জন লোক ছিল।
| সময় (দিন) | লোক (জন) |
|---|---|
| 13 | x |
| 15 | x-6 |
∴ $x-6 = x × \cfrac{13}{15}$
বা, $x-6 = \cfrac{13x}{15}$
বা, $15x - 90 = 13x$
বা, $15x - 13x = 90$
বা, $2x = 90$
বা, $x = \cfrac{90}{2} = 45$
∴ তবে প্রথমে 45 জন লোক ছিল। $\require{cancel}$
0 Comments