লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল
= পার্শ্বতলের ক্ষেত্রফল + দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল
=$ 2 \pi rh + 2\pi r^2$
= $2 \pi r (h+r)$ বর্গ একক।
[যেখানে $r$ = চোঙের বৃত্তাকার তলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং $h$ = চোঙের উচ্চতা]
লম্ব বৃত্তাকার চোঙের আয়তন
= ভূমির ক্ষেত্রফল × উচ্চতা
= $\pi r^2 × h$
= $\pi r^²h$ ঘন একক।
[যেখানে $r$ = চোঙের বৃত্তাকার তলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং $h$ = চোঙের উচ্চতা]
কোনো ফাঁপা চোঙের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য $r_1$ একক,
ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য $r_2$ একক এবং উচ্চতা h একক হলে,
ফাঁপা চোঙটির আয়তন
=$ (\pi {r_1}^2h - \pi {r_2}^2h)$
=$\pi({r_1}^2 - {r_2}^2)h $ ঘন একক।
ফাপা চোঙের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য $r_1$ একক এবং ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য $r_2$ একক এবং উচ্চতা $h$ একক হলে, ওই চোঙটির ভিতর ও বাহিরের বক্রতলের মোট ক্ষেত্রফল
=$2 \pi (r_1+r_2)h$ বর্গ একক।
দুই মুখ খোলা ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল
=$2 \pi (r_1+r_2)h + 2 \pi({r_1}^2 - {r_2}^2)h $ বর্গ একক।
[যেখানে বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য $r_1$ একক এবং ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য $r_2$ একক এবং উচ্চতা $h$ একক]
0 Comments