(v). বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি ।
সমাধান :
সময় (t) = 1 মাস = $ \cfrac{1}{12} $ বছর।
সুদের হার (r%) = 5% এবং সুদ (I) = 1 টাকা।
∴ আসল = $ \cfrac{1 \times 100}{5 \times \cfrac{1}{12}} $
= $ \cancelto{20}{100} \times \cfrac{12}{\cancel{5}}$
= 240 টাকা।
0 Comments