15. একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি।
সমাধান :
$\require{cancel}$
এখানে আসল (p) = 15000 টাকা,
সময় (t) = 5 বছর,
সুদ (I) = (22125-15000) = 7125 টাকা।
∴ সুদের হার (r%) = $ \cfrac{\cancelto{\cancelto{95}{475}}{7125} \times \cancel{100}}{\cancelto{\cancelto{10}{150}}{15000} \times \cancel{5}} $
= $ 9.5 $%.
∴ ব্যাংকের বার্ষিক সরল সুদের হার $ 9.5 $%.
0 Comments