KOSHE DEKHI 2 | SIMPLE INTEREST | Q 015 | GONIT PRAKASH X | একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি।

15. একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি।

সমাধান : $\require{cancel}$ এখানে আসল (p) = 15000 টাকা,
সময় (t) = 5 বছর,
সুদ (I) = (22125-15000) = 7125 টাকা।

∴ সুদের হার (r%) = $ \cfrac{\cancelto{\cancelto{95}{475}}{7125} \times \cancel{100}}{\cancelto{\cancelto{10}{150}}{15000} \times \cancel{5}} $
= $ 9.5 $%.

∴ ব্যাংকের বার্ষিক সরল সুদের হার $ 9.5 $%.



You May Read Also :

Post a Comment

0 Comments