KOSHE DEKHI 2 | SIMPLE INTEREST | Q 014 | GONIT PRAKASH X | একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি ।

14. একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি ।

সমাধান : $\require{cancel}$ অমল রায় ব্যাঙ্কে 2000 টাকা 3 বছর জমা রাখার পর সুদ পান = (2360 - 2000) = 360 টাকা।
∴ ব্যাঙ্কের সুদের হার = $ \cfrac{\cancelto{\cancelto{6}{18}}{360} \times \cancel{100}}{\cancel{\cancel{20}}{2000} \times \cancel{3}} $
= 6%.

পোস্ট অফিসে 2000 টাকা 3 বছর জমা রাখার পর সুদ পান = (2480 - 2000) = 480 টাকা।
∴ ব্যাঙ্কের সুদের হার = $ \cfrac{\cancelto{\cancelto{8}{24}}{480} \times \cancel{100}}{\cancelto{\cancel{20}}{2000} \times \cancel{3}}$
= 8%.

∴ ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত হবে
= $6:8$
= $ 3:4 $



You May Read Also :

Post a Comment

0 Comments