KOSHE DEKHI 2 | SIMPLE INTEREST | Q 012 | GONIT PRAKASH X | যদি বার্ষিক 10% হার সরল সুদে ৪০০ টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি।

12. যদি বার্ষিক 10% হার সরল সুদে ৪০০ টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি।

সমাধান : $\require{cancel}$ এখানে আসল (p) = 800 টাকা,
সময় (t) = ?,
সুদ (I) = (1200-800) = 400 টাকা।
সুদের হার (r%) = 10%

∴ সময় = $ \cfrac{\cancel{400} \times \cancelto{\cancelto{5}{10}}{100}}{\cancelto{\cancel{2}}{800} \times \cancel{10}} $
=$ 5 $ বছর।

∴ ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল।



You May Read Also :

Post a Comment

0 Comments