9. একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5000 টাকা কৃষি ঋণ নেন, তবে তাঁর বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি ।
সমাধান :
$\require{cancel}$
সমবায় সমিতি থেকে ধার নিলে সুদ দিতে হবে = $ \cfrac{\cancelto{50}{5000} \times 4 \times 1}{\cancel{100}} $
= $ 200 $ টাকা।
ব্যাঙ্ক থেকে ধার নিলে সুদ দিতে হবে = $ \cfrac{\cancelto{50}{5000} \times 7.4 \times 1}{\cancel{100}} $
= $370$ টাকা।
∴ তাঁর বছরে সুদ বাবদ (370-200) = 170 টাকা বাঁচবে।
0 Comments