6. গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাঁকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি।
সমাধান :
$\require{cancel}$
1 মাস = $\cfrac{1}{12}$ বছর।
এখানে মোট সুদ (I) = 378 টাকা,
সময় (t) = $\cfrac{1}{12}$ বছর,
বার্ষিক সুদের হার (r%) = 12 %
∴ মোট সুদ (I) = $ \cfrac{prt}{100} $ = 378
বা, $\cfrac{p \times 12 \times \cfrac{1}{12} }{100} = 378 $
বা, $ p \times \cancel{12} \times \cfrac{1}{\cancel{12}} \times \cfrac{1}{100} = 378 $
বা, $ p = 378 \times 100 = 37800 $
∴ তিনি 37800 টাকা ধার নিয়েছিলেন।
0 Comments