2. 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি।
সমাধান :
$\require{cancel}$
2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত সময় = ( 31+28+31+30+26) = 146 দিন = $\cfrac{\cancelto{2}{146}}{\cancelto{5}{365}}$ বছর = $\cfrac{2}{5}$ বছর।
এখানে আসল (p) = 2000 টাকা,
সময় (t) = $\cfrac{2}{5}$ বছর,
বার্ষিক সুদের হার (r%) = 6 %
∴ মোট সুদ (I) = $ \cfrac{prt}{100} $
= $ \cancelto{\cancelto{4}{20}}{2000} \times 6 \times \cfrac{2}{\cancel{5}} \times \cfrac{1}{\cancel{100}} $
= 48 টাকা।
∴ 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ 48 টাকা হবে।
0 Comments