WB PTET | MATH | PEDAGOGY MCQ - 04

গণিতের পেডাগগির বিকল্প চয়ন প্রশ্নোত্তর


31. অঙ্ক শিক্ষার ক্ষেত্রে মস্তিষ্ক সঞ্চালনের পদ্ধতি নিম্নলিখিত কোনটির উপর ভিত্তি করে গড়ে উঠেছে?

মনোবৈজ্ঞানিক তত্ত্ব

সমস্যা সমাধান তত্ত্ব

সৃষ্টিশীল চিন্তাভাবনা

সবকটি।


32. অঙ্ক শিক্ষকের কাজ হল –

শিক্ষাদান

তত্ত্বাবধান করা

বিভাগীয় (Departmental work) -এর কাজকর্ম

সবকটি।


33. অঙ্ক শিক্ষকের প্রধান গুণ হলো—

ব্যাক্তিত্ব

বিষয়বস্তু সম্পর্কে সমগ্র জ্ঞান

শিক্ষকতার যোগ্যতা

সবকটি।


34. অঙ্কের মুখ্য শিক্ষগত মূল্য হলো—

উপযোগিতাবাদের মূল্য

নিয়মানুবর্তিতার মূল্য

সাংস্কৃতিক মূল্য

সবকটি।


35. অঙ্ক শিক্ষকের মুখ্য উদ্দেশ্য হলো—

উপযোগিতাবাদ

নিয়মানুবর্তিতা

সাংস্কৃতিক

সবকটি।


36. অঙ্ক হলো এমন একপথ না মনের মধ্যে চিন্তার অভ্যাস তৈরী করে'—উক্তিটি করেছে-

নেপোলিয়ান

লক্(Locke )

সক্রেটিস

প্লেটো।


37. কোনটি শিক্ষকের শিক্ষকতার দক্ষতার মধ্যে পড়ে না -

নিজস্ব জ্ঞান

ভালোভাবে পরীক্ষানিরীক্ষা করা

উৎসর্গিকৃত প্রাণ

সমাজ সম্পকৃত পরিপূর্ণ জ্ঞান।


38. কে প্রথম একমান রিসার্চ-এর ধারণা দেন?

S. Back Bell

Tranerse

S. M. Concy

None of these.


39. সৃষ্টিশীল এবং নিজস্বধারণার উন্নতি ঘটবে কিসের মাধ্যমে

বাড়ির কাজ (Home work)

লেখার মাধ্যমে ( Written work)

বৌদ্ধিক চর্চা (Brain storming)

কোনটিই নয়।


40. কোন ধরণের মূল্যায়নের ক্ষেত্রে কোন বৈশিষ্টা (criterion) প্রয়োজন হয় না ?

N. R. T

C.R. T

A এবং B ঠিক

কোনটিই নয়।




You May Read Also :

Post a Comment

0 Comments