WB PTET | MATH | PEDAGOGY MCQ - 03

গণিতের পেডাগগির বিকল্প চয়ন প্রশ্নোত্তর


21. কোনটি শ্রুতি-দর্শন প্রদীপণের সঙ্গে সম্পর্কযুক্ত নয় ?

টি. ভি.

ব্ল্যাক বোর্ড

ফিল্ম

কম্পিউটার


22. π = 3.1416 এই মানটি কোন গণিতজ্ঞ দিয়েছিলেন?

ভাস্করাচার্য

আর্যভট

শ্রীনিভাস রামানুজ

কোনটিই নয়।


23. শিক্ষণ পদ্ধতির স্বাধীন চল (Independent Variable) হলো—

শিক্ষক

শিক্ষার্থী

প্রধান শিক্ষক

ক্লার্ক।


24. আধুনিক শিক্ষাপদ্ধতি বিস্তার লাভ করেছে—RCEM approach তিনটির ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি—

Input, Output, Process

Process, Input, Output

Output, Process, Input

N. O, T


25. দলগত কাজের ধারনা প্রথম উত্থাপিত হয় কোন বিশ্ববিদ্যালয়ে ?

শিকাগো

অক্সকোর্ড

হাভার্ড

দিল্লি ।


26. প্রাথমিক শিক্ষাপদ্ধতি কার দ্বারা উৎকর্ষ লাভ করে

পিঁয়াজে

স্কিনার

রবার্ট গ্যাজার

জর্ডন।


27. প্রশ্ন-উত্তর পদ্ধতির বিকাশ ঘটান কে?

জন ডিউই

কিলপাতৃক (Kilpatric)

সক্রেট

হার্বাট।


28. ‘অভিজ্ঞতা শঙ্কু'-এর ধারনা কে প্রদান করেন?

জন লেপার্ড

এল. সি. স্মিথ

এডগার ডেল

কোনটিই নয়।


29. Project Method-কে উদ্ভাবন করেন ?

মোরিসোন

কিলপাতৃক

হার্বাট

কোনটিই নয়।


30. 'Heurisco ' কথাটির অর্থ হলো -

জানা

শেখা

চিন্তাকরা

বাহির করা।




You May Read Also :

Post a Comment

0 Comments