WB PTET | MATH | PEDAGOGY MCQ - 02

গণিতের পেডাগগির বিকল্প চয়ন প্রশ্নোত্তর


11. ইন্দ্রিয় বস্তুর সংস্পর্শে আসামাত্র বস্তুর সম্পর্কে প্রাণীর কোন ধরনের চেতনা জাগে?

স্মরণ

সংবেদন

প্রত্যক্ষন

কোনটিই নয়।


12. শিক্ষকতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হল—

ক্লাস চলাকালীন শৃঙ্খলা বজায় রাখা

সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হওয়া

পাঠ্যসূচি সম্পূর্ণ বুঝে জটিল বিষয়কে ছাত্রছাত্রীদের কাছে সহজভাবে উপস্থাপন করা

নির্দিষ্ট সময়ের আগে পাঠ্যসূচি শেষ করা ।


13. শিক্ষার ফল কোনটি ?

বুদ্ধিমত্তার বিকাশ

শিক্ষার্থীর সার্বিক বিকাশ

দৈহিক বিকাশ

পারদর্শিতা।


14. 'শিক্ষা হবে জীবনব্যাপী '—এই উক্তিটি কার ?

জ্যাকস ডেলার্স

জন ডিউই

রিনি মাহেউ

কোনটিই নয়।


15. ব্যাপক অর্থে ধারণা নিচের কোনটি ?

শিক্ষা হল একটি গতিহীন প্রক্রিয়া

শিক্ষা হল পরিপূর্ণ বিকাশ

মানসিক শক্তির শৃঙ্খলাই হল শিক্ষা

শিক্ষা হল বুদ্ধিমত্তার বিকাশ।


16. শিক্ষার ক্ষেত্রে কোনটি স্বাধীন চল ( independent variable)?

শিক্ষক

ছাত্র

অভিভাবক

কেউ নয়।


17. পঞ্চম শ্রেণিতে বৃত্ত পাঠে শিক্ষক বল ব্যবহার করলেন শিক্ষন প্রদীপন হিসাবে। এতে নীচের কোনটি হবে?

ছাত্রছাত্রীদের বৃত্তের ধারণা তৈরী হবে

ছাত্রছাত্রীদের খেলোয়াড়সুলভ মানসিকতা তৈরী হবে

ছাত্রছাত্রীরা পাঠে আগ্রহ বাড়বে

ছাত্রছাত্রীরা বলের প্রতি আকর্ষিত হবে।


18. গণিতের সম্পর্কে ভয়ভীতি কাটাতে শিক্ষকশিক্ষিকা নীচের কোন পদ্ধতি অবলম্বন করবেন?

অঙ্ক মুখস্ত করতে বলবেন

অঙ্ক অভ্যাসের উপরে গুরুত্ব দেবেন

অঙ্ককে এড়িয়ে যেতে বলবেন

উপরের সবকটি।


19. বিদ্যালয়ের গণিত পাঠের ক্ষেত্রে নীচের কোনটি ঠিক?

সমাজবদ্ধজীব হিসাবে জীবনধারণের জন্য গণিতের গণনার সাধারণ ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ

গণিত মানুষের স্মৃতিশক্তি বাড়ায়

গণিত মানুষের বুদ্ধি বাড়ায়

গণিত নম্বর পাওয়ার জন্য খুব ভালো বিষয়


20. গণিত পাঠের গুরুত্ব ছাত্রছাত্রীদের কিভাবে বোঝানো যায় ?

গণিতের সমস্যাগুলোকে সমাধান করতে বলে

বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে বলে

অন্যবিষয়ে এর ব্যবহারিক দিকের উল্লেখ করে

গণিতে ভালো করলে পুরস্কার ঘোষণা করে




You May Read Also :

Post a Comment

0 Comments