WB PTET | MATH | PEDAGOGY MCQ - 01


গণিতের পেডাগগির বিকল্প চয়ন প্রশ্নোত্তর


1. অঙ্কের সঙ্গে কোন বিষয়টি সবচেয়ে বেশী সম্পর্কযুক্ত?

উদ্ভিদবিদ্যা

প্রাণীবিদ্যা

রসায়নবিদ্যা

পদার্থবিদ্যা


2. অঙ্কের টেক্সট বইতে থাকবে—

প্রচুর সমাধান করা উদাহরণ ও কিছু অনুশীলনীর প্রশ্ন

যথেষ্ট পরিমাণ সমাধান করা বিস্তৃত আলোচনা ও অনুশীলনীর প্রচুর প্রশ্ন

অনুশীলনীর সমগ্র সমাধান করা প্রশ্ন

উপরের সবকটি।


3. অঙ্কে অনুবন্ধ নির্দেশ করে

যুগ্ম সম্পর্ক

ব্যাস্তানুপাতিক সম্পর্ক

A ও B ঠিক

কোনটিই নয়।


4. অঙ্কশিক্ষণে সবচেয়ে উপযোগী শিক্ষা সামগ্রী কোনটি?

দর্শন শিখন সামগ্রী

শ্রুতি দর্শন শিখন সামগ্রী

শ্রবণ শিখন সামগ্রী

কোনটিই নয়।


5. অঙ্কের প্রকৃতি হল

আলঙ্কারিক

যৌক্তিক

জটিল

সাধারণের জন্য নয়।


6. অঙ্ক হল এমন এক বিজ্ঞান যা প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত ব্যাক্ত করে।'-কে বলেছেন?

হোগবেন ( Hogben )

লোক (Locke )

বেঞ্জামিন পিয়ারস ( Benjamin Pocirce )

উপরের কোনটিই নয়।


7. অঙ্ক হল -

বুদ্ধি বিজ্ঞান

সংখ্যা বিজ্ঞান

গণনা

উপরের সবকটি ঠিক।


8. অঙ্ক হল মানবসভ্যতার দর্পণ।'—উক্তিটি কে করেছেন?

হোগবেন ( Hogben)

(B) লোক (Locke )

বেঞ্জামিন পিয়ারস ( Benjamin Pocirce)

কোনটিই নয়।


9. 'অঙ্ক হল মানবসভ্যতার দর্পণ'—উক্তিটি অঙ্কের কোন মূল্যবোধ নির্দেশ করে ?

সাংস্কৃতিক

সামাজিক

নিয়মানুবর্তিতা

কোনটিই নয়।


10. সবচেয়ে বেশী শিক্ষণ প্রদীপন ব্যবহৃত হয় অঙ্কের যে শাখায় তা হলো -

পাটিগণিত

বীজগণিত

জ্যামিতি

ত্রিগোনোমিতি।




You May Read Also :

Post a Comment

0 Comments