PROFIT AND LOSS | LESSION - 1 | PART - 1 | CHANCHAL GHOSH NIMESHE ANKO | চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক | লাভ ক্ষতি

PROFIT AND LOSS | LESSION - 1 | PART - 1 | CHANCHAL GHOSH NIMESHE ANKO | চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক | লাভ ক্ষতি
$\require{cancel}$

1.ক্রয়মূল্যের ওপর 10% ক্ষতি হলে, বিক্রয়মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি?

Show Answer

ধরি, ক্রয়মূল্য 100 টাকা।
সুতরাং, ক্ষতি 10 টাকা এবং বিক্রয়মূল্য = (100 - 10) = 90 টাকা।
সুতরাং, বিক্রয়মূল্যের ওপর ক্ষতির হার $= \frac{\text{Loss}}{\text{Selling Price}}× 100$%
=$\frac{10}{90}$ $\times100$ %
= $11\frac{1}{9}$ %

2.এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয়মূল্যের ওপর 10% লাভে বিক্রয় করে। দ্রব্যটি বিক্রয় করে বিক্রয়মূল্যের ওপর কত শতাংশ লাভ হয়েছে?

Show Answer

ধরি, ক্রয়মূল্য 100 টাকা। সুতরাং, লাভ 10 টাকা এবং বিক্রয়মূল্য = (100 +10) = 110 টাকা।
সুতরাং, বিক্রয়মূল্যের ওপর লাভের হার = (লাভ / বিক্রয়মূল্য) × 100%
=$\frac{10}{110}$ $\times100$ %
= $9\frac{1}{11}$ %

3.বিক্রয়মূল্যের ওপর 5% লাভ হলে, ক্রয়মূল্যের ওপর কত শতাংশ লাভ?

Show Answer

ধরি, বিক্রয়মূল্য 100 টাকা।
সুতরাং, লাভ 5 টাকা এবং ক্রয়মূল্য = (100 - 5) = 95 টাকা।
সুতরাং, ক্রয়মূল্যের ওপর লাভের হার = (লাভ / ক্রয়মূল্য) × 100%
=$\frac{5}{95}$ $\times100$ %
= $5\frac{5}{19}$ %

4.এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয়মূল্যের ওপর 30% লাভে বিক্রয় করে। তবে ক্রয়মূল্যের ওপর লাভের হার কত?

Show Answer

নিজে করো ( 3 নং প্রশ্নের উত্তর দেখে )।

5.বিক্রয়মূল্যের ওপর 15% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে?

Show Answer

ধরি, বিক্রয়মূল্য 100 টাকা।
সুতরাং, ক্ষতি 15 টাকা এবং ক্রয়মূল্য = (100 + 15) = 115 টাকা।
সুতরাং, ক্রয়মূল্যের ওপর ক্ষতির হার = (ক্ষতি / ক্রয়মূল্য) × 100%
=$\frac{15}{115}$ $\times100$ %
= $13\frac{1}{23}$ %

6.বিক্রয়মূল্যের ওপর 25% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে?

Show Answer

নিজে করো ( 5 নং প্রশ্নের উত্তর দেখে )।

7.একটি জমি 4,085 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হয়। জমিটির ক্রয়মূল্য কত?

Show Answer

ধরি, ক্রয়মূল্য 100 টাকা।
সুতরাং, ক্ষতি 5 টাকা এবং বিক্রয়মূল্য = (100 - 5) = 95 টাকা।
সুতরাং, জমিটির ক্রয়মূল্য = (ক্রয়মূল্য/বিক্রয়মূল্য) × জমির বিক্রিত মূল্য
=$\frac{100}{95}$ $\times 4085 $
= $100 \times 43$
= $4300$ টাকা।

8.একটি দ্রব্য 210 টাকায় বিক্রয় করায় 40% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

Show Answer

ধরি, ক্রয়মূল্য 100 টাকা।
সুতরাং, লাভ 40 টাকা এবং বিক্রয়মূল্য = (100 +40) = 140 টাকা।
সুতরাং, দ্রব্যটির ক্রয়মূল্য = (ক্রয়মূল্য/বিক্রয়মূল্য) × দ্রব্যটির বিক্রিত মূল্য
=$\frac{100}{140}$ $\times 210 $
= $100 \times 1.5$
= $150 $ টাকা।

9.এক ব্যক্তি 4 টাকায় 5 টি দ্রব্য ক্রয় করে 5 টাকায় 4 টি দ্রব্য বিক্রয় করায় কত লাভ/ক্ষতি হল?

Show Answer

প্রতিটি দ্রব্যের ক্রয়মূল্য =$\frac{4}{5}$ টাকা এবং বিক্রয়মূল্য = $\frac{5}{4}$ টাকা ।
∴ লাভ = ($\frac{5}{4}$ -$\frac{4}{5}$)
= $\frac{25 - 16}{20}$ = $\frac{9}{20}$ টাকা ।

সুতরাং, লাভের হার = ( লাভ / ক্রয়মূল্য )× 100%
=$\frac{9}{20}$ $\div \frac{4}{5}$ $\times 100 $%
=$\frac{9}{20}$ $\times \frac{5}{4}$ $\times 100 $%
= $\frac{225}{4}$ %
= $56.25$ %

10.এক ব্যক্তি 15 টি আপেল ক্রয় করে 12 টাকায় এবং 12 টি আপেল বিক্রয় করে 15 টাকায়। তবে কত লাভ/ক্ষতি হল?

Show Answer

প্রতিটি দ্রব্যের ক্রয়মূল্য =$\frac{12}{15}=\frac{4}{5}$ টাকা এবং বিক্রয়মূল্য = $\frac{15}{12}=\frac{5}{4}$ টাকা ।
∴ লাভ = ($\frac{5}{4}$ -$\frac{4}{5}$)
= $\frac{25 - 16}{20}$ = $\frac{9}{20}$ টাকা ।

সুতরাং, লাভের হার = ( লাভ / ক্রয়মূল্য )× 100%
=$\frac{9}{20}$ $\div \frac{4}{5}$ $\times 100 $%
=$\frac{9}{20}$ $\times \frac{5}{4}$ $\times 100 $%
= $\frac{225}{4}$ %
= $56.25$ %



You May Read Also :

Post a Comment

0 Comments