Symbol And Meaning (চিহ্ন ও অর্থ)


 পাটিগণিতে ব্যবহৃত বিভিন্ন চিহ্ন ও তাদের অর্থ

→ সমতার চিহ্ন; a b -র অর্থ a ও b সমান।

→ সর্বতভাবে সমান; a  b -র অর্থ a ও bঅভিন্ন।

→ সর্বসমতা ; a  b -র অর্থ a ও b সর্বসম।

→ অন্তর চিহ্ন; a  b -র অর্থ a ও b এর  মধ্যে যেটি বৃহত্তর তা থেকে ক্ষুদ্রতরটির অন্তরফল।

∶  → অনুপাত চিহ্ন; a  b

∷ → সমানুপাত চিহ্ন; a  ∷ c  d -র অর্থ ad = bc

√ → বর্গমূল চিহ্ন; a -র অর্থ  a এর বর্গমূল।

→ ভেদ চিহ্ন;  a  b

→শতকরা চিহ্ন;  a% -র অর্থ  শতকরা  a ভাগ।

≠ → অসমান চিহ্ন; a  b -র অর্থ a ও b সমান  নয়।

→ বৃহত্তর চিহ্ন; a > b -র অর্থ  b অপেক্ষা  a বৃহত্তর।

<→ ক্ষুদ্রতর চিহ্ন; a < b -র অর্থ  b অপেক্ষা  a ক্ষুদ্রতর।

≯ → বৃহত্তর নয়; a ≯  b -র অর্থ  b অপেক্ষা  a বৃহত্তর  নয়।

≮ → ক্ষুদ্রতর নয়; a ≮  b -র অর্থ  b অপেক্ষা  a ক্ষুদ্রতর  নয়।

≥ → বৃহত্তর বা সমান; a  b -র অর্থ  b অপেক্ষা  a বৃহত্তর  বা সমান।

≤ → ক্ষুদ্রতর বা সমান; a  b -র অর্থ  b অপেক্ষা  a ক্ষুদ্রতর  বা সমান।

一 → রেখা বন্ধনী; এর  অর্থ  রেখাবন্ধনী যার উপর থাকবে  তার  কাজ প্রথমেই করতে হবে।

( ) → লঘু বন্ধনী; 

{ } → ধনু বন্ধনী;

[ ] → গুরু বন্ধনী;

(.) → গুণ চিহ্ন; a . b -র অর্থ a ও b এর গুণফল।

 

⌘⌘⌘⌘⌘⌘⌘⌘⌘⌘⌘⌘⌘


You May Read Also :

Post a Comment

0 Comments