পাটিগণিতে ব্যবহৃত বিভিন্ন চিহ্ন ও তাদের অর্থ
= → সমতার চিহ্ন; a = b -র অর্থ a ও b সমান।
≡ → সর্বতভাবে সমান; a ≡ b -র অর্থ a ও bঅভিন্ন।
≅→ সর্বসমতা ; a ≅ b -র অর্থ a ও b সর্বসম।
∼→ অন্তর চিহ্ন; a ∼ b -র অর্থ a ও b এর মধ্যে যেটি বৃহত্তর তা থেকে ক্ষুদ্রতরটির অন্তরফল।
∶ → অনুপাত চিহ্ন; a ∶ b
∷ → সমানুপাত চিহ্ন; a ∶ b ∷ c ∶ d -র অর্থ ad = bc
√ → বর্গমূল চিহ্ন; √a -র অর্থ a এর বর্গমূল।
∝→ ভেদ চিহ্ন; a ∝ b
%→শতকরা চিহ্ন; a% -র অর্থ শতকরা a ভাগ।
≠ → অসমান চিহ্ন; a ≠ b -র অর্থ a ও b সমান নয়।
> → বৃহত্তর চিহ্ন; a > b -র অর্থ b অপেক্ষা a বৃহত্তর।
<→ ক্ষুদ্রতর চিহ্ন; a < b -র অর্থ b অপেক্ষা a ক্ষুদ্রতর।
≯ → বৃহত্তর নয়; a ≯ b -র অর্থ b অপেক্ষা a বৃহত্তর নয়।
≮ → ক্ষুদ্রতর নয়; a ≮ b -র অর্থ b অপেক্ষা a ক্ষুদ্রতর নয়।
≥ → বৃহত্তর বা সমান; a ≥ b -র অর্থ b অপেক্ষা a বৃহত্তর বা সমান।
≤ → ক্ষুদ্রতর বা সমান; a ≤ b -র অর্থ b অপেক্ষা a ক্ষুদ্রতর বা সমান।
一 → রেখা বন্ধনী; এর অর্থ রেখাবন্ধনী যার উপর থাকবে তার কাজ প্রথমেই করতে হবে।
( ) → লঘু বন্ধনী;
{ } → ধনু বন্ধনী;
[ ] → গুরু বন্ধনী;
(.) → গুণ চিহ্ন; a . b -র অর্থ a ও b এর গুণফল।
0 Comments