GEOGRAPHY MCQ PART-09
1) ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
- মেঘালয়
- দেরাদুন
- এলাহাবাদ
- কেরল
Answer : (B) দেরাদুন
2) বল্লভপুর অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
- বীরভূম
- পুরুলিয়া
- জলপাইগুড়ি
- পূর্ব বর্ধমান
Answer : (A) বীরভূম
3) ডুয়ার্স শব্দের অর্থ কি?
- বাইরে
- দরজা বা প্রবেশদ্বার
- উচুঁ অংশ
- বিস্তর মাঠ
Answer : (B) দরজা বা প্রবেশদ্বার
4) নিম্নতম জলপ্রপাত গুলির মধ্যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ?
- এঞ্জেল ফলস
- তুগেলা জলপ্রপাত
- ধুয়াধার জলপ্রপাত
- হুড্রু জলপ্রপাত
Answer : (A) এঞ্জেল ফলস
5) একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম?
- হিমালয় পর্বত
- সাতপুরা পর্বত
- সিন্ধু পর্বত
- আরাবল্লী পর্বত
Answer : (D) আরাবল্লী পর্বত
6) ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত?
- পশ্চিমবঙ্গ
- গুজরাট
- রাজস্থান
- উড়িষ্যা
Answer : (C) রাজস্থান
7) ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
- গুরুশিখর
- নকরেক
- পরেশনাথ
- কোনটিই নয়
Answer : (C) পরেশনাথ
8) বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়?
- ৭ ডিসেম্বর
- ৯ ডিসেম্বর
- ৫ ডিসেম্বর
- ১১ ডিসেম্বর
Answer : (C) ৫ ডিসেম্বর
9) এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়?
- কেরালা
- অন্ধ্রপ্রদেশ
- আহমেদাবাদ
- বেঙ্গালুরু
Answer : (B) অন্ধ্রপ্রদেশ
10) উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় -
- রায়গঞ্জ
- বালুরঘাট
- শিলিগুড়ি
- ইসলামপুর
Answer : (C) শিলিগুড়ি

0 Comments