GENERAL AWARENESS PART-25

GENERAL AWARENESS PART-25

GENERAL AWARENESS PART-25

1) বৈদিক যুগে বর্তমানের সুতলেজ নদীর নাম কি ছিল?

  1. সরস্বতী
  2. শতদ্রু
  3. বিপাশা
  4. সিন্ধু

Answer : (B) শতদ্রু


2) বিশ্ব প্রাণী দিবস কবে পালন করা হয়?

  1. ৪ই ফেব্রুয়ারি
  2. ৫ই মে
  3. ৭ই জুলাই
  4. ৪ই অক্টোবর

Answer : (D) ৪ই অক্টোবর


3) বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়?

  1. ১৫ই মে
  2. ২৮শে জুলাই
  3. ১৩ই সেপ্টেম্বর
  4. ২২শে নভেম্বর

Answer : (B) ২৮শে জুলাই


4) UNICEF-এর সদর দফতর কোথায় অবস্থিত?

  1. নিউইয়র্ক
  2. জেনেভা
  3. ভিয়েনা
  4. প্যারিস

Answer : (A) নিউইয়র্ক


5) মঙ্গলকাব্য গ্রন্থের রচয়িতা-

  1. অশ্বঘোষ
  2. ভরতমুনি
  3. বিজয়গুপ্ত
  4. পতঞ্জলি

Answer : (C) বিজয়গুপ্ত


6) দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল?

  1. ১১৮৬ সালে
  2. ১১৯২ সালে
  3. ১২১০ সালে
  4. ১২২২ সালে

Answer : (B) ১১৯২ সালে


7) চান্দেরির যুদ্ধ কত সালে হয়েছিল?

  1. ১৫১৫ সালে
  2. ১৫২৮ সালে
  3. ১৫৩৬ সালে
  4. ১৫৪২ সালে

Answer : (B) ১৫২৮ সালে


8) বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন-

  1. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
  2. ওয়ারেন হেস্টিংস
  3. লর্ড কর্নওয়ালিস
  4. লর্ড ক্যানিং

Answer : (B) ওয়ারেন হেস্টিংস


9) ভারতের বৃহত্তম মালভূমি হল -

  1. দাক্ষিণাত্যের মালভূমি
  2. ছোটনাগপুর মালভূমি
  3. ডেকান মালভূমি
  4. মালওয়া মালভূমি

Answer : (C) ডেকান মালভূমি


10) Gender Inequality Index প্রকাশকারী সংস্থা হল -

  1. UNDP
  2. UNEP
  3. UNAP
  4. UNFP

Answer : (A) UNDP


11) টিপু সুলতানের রাজধানী কি ছিল?

  1. পাটলিপুত্র
  2. শ্রীরঙ্গপত্তম
  3. কনৌজ
  4. রাজগৃহ

Answer : (B) শ্রীরঙ্গপত্তম


12) সীসার রাসায়নিক সংকেত কি?

  1. Si
  2. Pr
  3. Pb
  4. Sb

Answer : (C) Pb


13) লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত?

  1. 1
  2. 3
  3. 5
  4. 6

Answer : (B) 3


14) মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে-

  1. গুরুমস্তিষ্ক
  2. মেডুলা
  3. লঘুমস্তিষ্ক
  4. কোনোটিই নয়

Answer : (C) লঘুমস্তিষ্ক


15) বিশ্বের বৃহত্তম ঠান্ডা মরুভূমি কোনটি?

  1. সাহারা মরুভূমি
  2. আন্টার্কটিকা মরুভূমি
  3. গোবি মরুভূমি
  4. কালাহারি মরুভূমি

Answer : (B) আন্টার্কটিকা মরুভূমি


16) সাভানা শব্দের অর্থ কি?

  1. বিস্তৃত তৃণভূমি
  2. উপত্যকা
  3. পাদদেশ
  4. সমভূমি

Answer : (A) বিস্তৃত তৃণভূমি


17) বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় -

  1. ৭ই এপ্রিল
  2. ১২ই জুলাই
  3. ২১শে সেপ্টেম্বর
  4. ১৮ই অক্টোবর

Answer : (A) ৭ই এপ্রিল


18) মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন?

  1. চন্দ্রগুপ্ত মৌর্য
  2. বৃহদ্রথ
  3. বিন্দুসার
  4. অশোক

Answer : (B) বৃহদ্রথ


19) মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন?

  1. আহমেদ শাহ বাহাদুর
  2. দ্বিতীয় আকবর শাহ
  3. দ্বিতীয় বাহাদুর শাহ
  4. ঔরঙ্গজেব

Answer : (C) দ্বিতীয় বাহাদুর শাহ


20) পিসিকালচার কোন চাষের সঙ্গে যুক্ত?

  1. রেশম চাষ
  2. মাছ চাষ
  3. মৌমাছি পালন
  4. ফল চাষ

Answer : (B) মাছ চাষ


21) ইকোলজি কি সংক্রান্ত বিদ্যা?

  1. বাস্তু ও পরিবেশ
  2. জীববিদ্যা
  3. মৃত্তিকা
  4. বায়ুমণ্ডল

Answer : (A) বাস্তু ও পরিবেশ


22) আয়োডিনের অভাবে কি রোগ হয়?

  1. রিকেট
  2. রাতকানা
  3. বেরিবেরি
  4. গলগন্ড

Answer : (D) গলগন্ড


23) কোন প্রাণীর শ্বাস অঙ্গের নাম ট্রাকিয়া ?

  1. আরশোলা
  2. পিঁপড়ে
  3. শামুক
  4. মাকড়শা

Answer : (A) আরশোলা


24) দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত?

  1. বাঁকুড়া
  2. হুগলি
  3. মালদা
  4. কোচবিহার

Answer : (C) মালদা


25) উড স্পিরিট কাকে বলে ?

  1. মিথাইল অ্যালকোহলকে
  2. ইথাইল অ্যালকোহলকে
  3. গ্লিসারলকে
  4. ইথিলিনকে

Answer : (A) মিথাইল অ্যালকোহলকে




You May Read Also :

Post a Comment

0 Comments