GENERAL AWARENESS PART-24
1) World Food Day কবে পালিত হয় ?
- ১০ই আগস্ট
- ১৬ই অক্টোবর
- ১৫ই নভেম্বর
- ২১শে ডিসেম্বর
Answer : (B) ১৬ই অক্টোবর
2) গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
- সতীশচন্দ্র বসু
- লালা হরদয়াল
- রাধাকান্ত দেব
- রাম গোপাল ঘোষ
Answer : (B) লালা হরদয়াল
3) ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা ?
- ভারত ও চিন
- ভারত ও নেপাল
- ভারত ও বাংলাদেশ
- ভারত ও ভুটান
Answer : (A) ভারত ও চিন
4) মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি ?
- প্লীহা
- অগ্নাশয়
- যকৃত
- বৃক্ক
Answer : (C) যকৃত
5) Bhindawas Wildlife Sanctuary ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
- মধ্যপ্রদেশ
- গুজরাট
- হরিয়ানা
- পাঞ্জাব
Answer : (C) হরিয়ানা
6) চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল ?
- ১৫৩৯ সালে
- ১৫৪৫ সালে
- ১৫৬৭ সালে
- ১৫৭১ সালে
Answer : (A) ১৫৩৯ সালে
7) প্রতিবছর Central Excise Day কবে পালন করা হয় ?
- ২২শে ফেব্রুয়ারি
- ২৪শে ফেব্রুয়ারি
- ২৬শে ফেব্রুয়ারি
- ২৮শে ফেব্রুয়ারি
Answer : (B) ২৪শে ফেব্রুয়ারি
8) WWF-এর সদর দফতর কোথায় ?
- জেনেভা
- ব্রাসেলস
- সুইজারল্যান্ড
- প্যারিস
Answer : (C) সুইজারল্যান্ড
9) জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় ?
- ২২শে ফেব্রুয়ারি
- ২৪শে ফেব্রুয়ারি
- ২৬শে ফেব্রুয়ারি
- ২৮শে ফেব্রুয়ারি
Answer : (D) ২৮শে ফেব্রুয়ারি
10) ক্যালসাইট কোন ধাতুর আকরিক ?
- দস্তা
- লোহা
- ম্যাগনেসিয়াম
- ক্যালসিয়াম
Answer : (D) ক্যালসিয়াম
11) স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠা করেন -
- শিশির কুমার ঘোষ
- সতীশচন্দ্র মুখোপাধ্যায়
- অশ্বিনী কুমার দত্ত
- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Answer : (C) অশ্বিনী কুমার দত্ত
12) Badminton World Federation এর সদর দফতর কোথায় অবস্থিত ?
- কুয়ালালামপুর
- প্যারিস
- রোম
- ভিয়েনা
Answer : (A) কুয়ালালামপুর
13) এন্নোর বন্দর কোন রাজ্যে অবস্থিত ?
- কর্ণাটক
- তামিলনাড়ু
- মধ্যপ্রদেশ
- কেরালা
Answer : (B) তামিলনাড়ু
14) রাধামোহন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত-
- পোলো
- টেবিল টেনিস
- ফুটবল
- ব্যাডমিন্টন
Answer : (A) পোলো
15) গাথা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
- মধ্যপ্রদেশ
- ঝাড়খন্ড
- ঝাড়খন্ড
- সিকিম
Answer : (A) মধ্যপ্রদেশ
16) ভোজ জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত -
- মধ্যপ্রদেশ
- উত্তরপ্রদেশ
- ছত্তিশগড়
- মহারাষ্ট্র
Answer : (A) মধ্যপ্রদেশ
17) Mukurthi National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
- উত্তরাখণ্ড
- তামিলনাড়ু
- রাজস্থান
- কর্ণাটক
Answer : (B) তামিলনাড়ু
18) হান্টার কমিশন কত সালে গঠিত হয় ?
- ১৮৩৯ সালে
- ১৮৫১ সালে
- ১৮৮২ সালে
- ১৮৯৯ সালে
Answer : (C) ১৮৮২ সালে
19) কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেছিলেন?
- রবার্ট ক্রুক
- লিউয়েনহুক
- রবার্ট হুক
- রবার্ট ব্রাউন
Answer : (C) রবার্ট হুক
20) ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি?
- CaCo2
- CaCo3
- CaCo
- Ca2Co3
Answer : (B) CaCo3
21) পদাতিক কোন কবির ছদ্মনাম?
- সুকান্ত ভট্টাচার্য
- মালাধর বসু
- সুভাষ মুখোপাধ্যায়
- জীবনানন্দ দাশ
Answer : (C) সুভাষ মুখোপাধ্যায়
22) ডুয়ার্স শব্দটির অর্থ কি?
- পাদদেশ
- সমভূমি
- দুয়ার
- উচুঁ ঢিপি
Answer : (C) দুয়ার
23) বিষুব শব্দের অর্থ কি?
- দিন ও রাত সমান
- দিন বড় রাত ছোট
- দিন ছোট রাত বড়
- কোনোটিই নয়
Answer : (A) দিন ও রাত সমান
24) Meenmutty Falls ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- মধ্যপ্রদেশ
- কেরালা
- ঝাড়খণ্ড
- সিকিম
Answer : (B) কেরালা
25) গৌর কিসের ক্ষয় কার্যের ফলে গঠিত হয়?
- বায়ুপ্রবাহ
- নদী
- হিমবাহ
- কোনোটিই নয়
Answer : (A) বায়ুপ্রবাহ

0 Comments