রাজ্য মন্ত্রীসভা
1) রাজ্য মন্ত্রীসভার প্রধান হলেন
- সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
- সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল
- সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার স্পিকার
- উপরোক্ত কেউ নন
Answer : (A) সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
2) রাজ্যের মন্ত্রীপরিষদের সভায় সভাপতিত্ব করেন
- রাজ্যপাল
- মুখ্যমন্ত্রী
- বিধানসভার স্পিকার
- অ্যাডভোকেট জেনারেল
Answer : (B) মুখ্যমন্ত্রী
3) রাজ্যের মন্ত্রীপরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়ব্ধ থাকে ?
- বিধানসভা
- বিধান পরিষদ
- রাজ্যপাল
- বিধানসভার স্পিকার
Answer : (A) বিধানসভা
4) কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে অথবা তাঁর মৃত্যুর ঘটনা ঘটলে
- আপনা থেকেই সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীপরিষদ ভেঙে যায়
- আপনা থেকেই সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীপরিষদের প্রবীণতম সদস্য কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর পদে বহাল হন.
- আপনা থেকেই বিধানসভা ভেঙে যায়
- রআজ্যপাল তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে অবিলম্বে রাজ্যের মন্ত্রীপরিষদের কোনও যোগ্য সদস্যকে কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর পদে বহাল করেন
Answer : (A) আপনা থেকেই সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীপরিষদ ভেঙে যায়
5) রাজ্যের মন্ত্রীপরিষদের সদস্যদের দপ্তর বন্টন করেন
- রাজ্যপাল
- বিধানসভার স্পিকার
- মুখ্যমন্ত্রী
- মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল
Answer : (D) মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল
6) রাজ্যের মন্ত্রীপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান
- রাজ্যপাল
- হাইকোর্টের চিফ জাস্টিস
- অ্যাডভোকেট জেনারেল
- বিধানসভার স্পিকার
Answer : (A) রাজ্যপাল
7) কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তাঁর মন্ত্রীপরিষদের কোনও সদস্যকে মন্ত্রকচ্যুত করতে চান, তাহলে তিনি উক্ত মন্ত্রীকে
- পদত্যাগপত্র প্রেরণের নির্দেশ দিতে পারেন
- রাজ্যপালের দ্বারা বরখাস্ত করাতে পারেন
- মন্ত্রীপরিষদের রিসাফলিং করার মাধ্যমে মন্ত্রলচ্যূত করতে পারেন
- উপরোক্ত সবক'টি সঠিক
Answer : (D) উপরোক্ত সবক'টি সঠিক
8) রাজ্য মন্ত্রীসভার সদস্যদের বেতন ও ভাতা ঠিক হয় -
- রাজ্য আইনসভার দ্বারা
- রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে রাজ্যপাল দ্বারা
- সংসদ দ্বারা
- রাজ্য আইনসভার সঙ্গে পরামর্শ করে রাজ্যপাল দ্বারা
Answer : (A) রাজ্য আইনসভার দ্বারা
9) রাজ্য আইনসভার সদস্য না হয়েও রাজ্য মন্ত্রীসভার সদস্য থাকা যায় সর্বাধিক
- 3 মাস
- ছ'মাস
- 1 বছর
- 2 বছর
Answer : (B) ছ'মাস
10) রাজ্য মন্ত্রীপরিষদের সভায় কে পৌরহিত্য করেন ?
- রাজ্যপাল
- মুখ্যমন্ত্রী
- বিধানসভার অধ্যক্ষ
- যে কোনও ক্যাবিনেট মন্ত্রী
Answer : (B) মুখ্যমন্ত্রী
11) 91 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোনটির ওপর নিয়ন্ত্রণ আরোপিত হয় ?
- মন্ত্রীসভার সদস্য সংখ্যা
- মন্ত্রীদের বেতন
- মন্ত্রীদের বিদেশ সফর
- রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা
Answer : (D) রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা

0 Comments