PROFIT AND LOSS | LESSION - 1 | PART - 3 | CHANCHAL GHOSH NIMESHE ANKO | চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক | লাভ ক্ষতি

$\require{cancel}$

21. এক অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। ব্যক্তির শতকরা লাভের হার কত?

Show Answer

ব্যক্তির লাভের হার =$\frac{1000-900}{900} × 100$%
= $\frac{100}{900} × 100$%
= $\frac{100}{9}$%
= $11\frac{1}{9}$%.

22.এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্যটি বিক্রয় করে কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে 80 সেমি কাপড় দেয়। ব্যক্তির শতকরা লাভ কত?

Show Answer

ব্যক্তির লাভের হার = $\frac{100-80}{80} × 100$%
= $\frac{20}{80} × 100$%
= 25%.

23.এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটি ওজনেও 25% কম দেয়। তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত?

Show Answer

ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য = 100 টাকা।
সুতরাং, লাভ = 20 টাকা এবং বিক্রয়মূল্য = 120 টাকা।
সুতরাং, ওজনে লাভ = 25/75 × 120 = 40 টাকা।
তবে ব্যক্তির মোট শতকরা লাভ = 20+40 = 60 টাকা।

24.এক অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটি ওজনেও 25% কম দেয়। তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত?

Show Answer

নিজে করো ( 23 নং প্রশ্নের উত্তর দেখে )।

25.এক অসৎ ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং ওজনেও 20% কম দেয়। তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত?

Show Answer

নিজে করো ( 23 নং প্রশ্নের উত্তর দেখে )।

26.এক ব্যক্তি 10 টাকায় 12 টি দ্রব্য ক্রয় করে 12 টাকায় 10 টি দ্রব্য বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হয়?

Show Answer

নিজে করো ( লাভ ক্ষতি|অনুশীলনী - ১|১ম ভাগ|9 নং প্রশ্নের উত্তর দেখে )।

27.একটি ছাতার বাজার মূল্য 80 টাকা কিন্তু 68 টাকায় ছাতাটি বিক্রয় হলে ছাড়ের হার কত?

Show Answer

ছাড়ের হার = $\frac{80-68}{80} × 100$%
= $\frac{12}{80} × 100$%
= 15%.

28.এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকায় বিক্রয় করায় 25% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

Show Answer

ধরি, ক্রয়মূল্য 100 টাকা।
সুতরাং, ক্ষতি 25 টাকা এবং বিক্রয়মূল্য = (100 - 25) = 75 টাকা।
সুতরাং, দ্রব্যটির ক্রয়মূল্য = (ক্রয়মূল্য/বিক্রয়মূল্য) × দ্রব্যটির বিক্রিত মূল্য
= $\frac{100}{75} × 150$
= $100 × 2$
= 200 টাকা।

29.একজন একটি খারাপ কম্পিউটার 1200 টাকায় কিনে মেরামতির জন্য আরও 200 টাকা ব্যয় করেন। কম্পিউটারটি 1680 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়?

Show Answer

লাভ = 1680 - (1200+200) =1680 -1400 = 280 টাকা।
সুতরাং, লাভের হার = (লাভ / ক্রয়মূল্য) × $100$%
= $\frac{280}{1400} × 100$%
= 20%

30.এক ব্যক্তি 10 টি কমলালেবু 8 টাকায় কিনে প্রতিটি 1.25 টাকা দামে বিক্রি করলে শতকরা লাভ কত?

Show Answer

10 টি কমলালেবুর ক্রয়মূল্য = 8 টাকা এবং বিক্রয়মূল্য = 1.25 × 10 = 12.50 টাকা।
সুতরাং, লাভ = 12.50 - 8 = 4.50 টাকা।
সুতরাং, লাভের হার = (লাভ / ক্রয়মূল্য) × $100$%
= $\frac{4.5}{8} × 100$%
= $\frac{45}{\cancelto{4}{8}\times \cancel{10}} × \cancelto{\cancelto{5}{10}}{100}$%
= $\frac{225}{4}$%
= $56\frac{1}{4}$%.



You May Read Also :

Post a Comment

0 Comments