SIMPLE INTEREST - 2 PART - 02| CHANCHAL GHOSH | NIMESHE ANKO | চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক | সরল সুদ - 2

$\require{cancel}$

11. সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় কোনাে টাকার 5 বছরের সুরল সুদ 500 টাকা বৃদ্ধি, পায়। তবে আসল কত ?

Show Answer

r= 5, t =5, I = 500 হলে,

(I) =$ \frac{prt}{100} $

or, $ 500 = \frac{p \times 5 \times 5}{100} $

or, $ 500 = \frac{p}{4} $

or, $p = 500 \times 4 $

or, $p = 2000 $

∴ তবে আসল 2000 টাকা।

12.সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় কোনাে টাকার 6 বছরের সুরল সুদ 960 টাকা বৃদ্ধি পায়। তবে আসল কত?

Show Answer

নিজে নিজে করো ।

13.সুদের হার 5% হ্রাস পাওয়ায় কোনাে টাকার 4বছরের সুরল সুদ 100 টাকা হ্রাস পায় তবে আসল কত?

Show Answer

r= 5, t =4, I = 100 হলে,

(I) =$ \frac{prt}{100} $

or, $ 100 = \frac{p \times 5 \times 4}{100} $

or, $ 100 = \frac{p}{5} $

or, $p = 100 \times 5 $

or, $p = 500 $

∴ তবে আসল 500 টাকা।

14.সুদের হার 7% হ্রাস পাওয়ায় কোনাে টাকার 2 বছরের সুরল সুদ 280 টাকা হ্রাস পায় তবে আসল কত?

Show Answer

নিজে নিজে করো ।

15.সুদের হার 2% হ্রাস পাওয়ায় কোনাে টাকার 5 বছরের সুরল সুদ 150 টাকা হ্রাস পায়, তবে আসল কত?

Show Answer

নিজে নিজে করো ।

16.বার্ষিক 5% সরল সুদে কোনাে নির্দিষ্ট সময়ে সুদ-আসল আসলের 6 গুণ হয়। তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ-আসল আসলের 12 গুণ হবে?

Show Answer

১ম ক্ষেত্রে : সুদ-আসল আসলের 6 গুণ হয় -

ধরি, আসল = p টাকা।

সুদ-আসল (A) = 6 × p = 6p টাকা।

I = 6p - p = 5p, r = 5 হলে,

(I) =$ \frac{prt}{100} $

or, $5p = \frac{p \times 5 \ t}{100} $

or, $5p = \frac{pt}{20} $

or, $t = 5p \times \frac{20}{p} $

or, $t = 100 $

২য় ক্ষেত্রে : সুদ-আসল আসলের 12 গুণ হয় -

ধরি, আসল = p টাকা।

সুদ-আসল (A) = 12 × p = 12p টাকা।

I = 12p - p = 11p, t = 100 হলে,

(I) =$ \frac{prt}{100} $

or, $11p = \frac{p \times r\ 100}{100} $

or, $11p = pr$

or, $r = \frac{11p}{p} $

or, $r = 11 $

∴ তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার 11% হলে সুদ-আসল আসলের 12 গুণ হবে।

17.বার্ষিক 2% সরল সুদে কোনাে নির্দিষ্ট সময়ে সুদ-আসল আসলের 2 গুণ হয়। তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ-আসল আসলের 5 গুণ হবে?

Show Answer

নিজে নিজে করো ।

18.বার্ষিক 4% সরল সুদে কোনাে নির্দিষ্ট সময়ে সুদ-আসল আসলের 3 গুণ হয়। তবে ওই | নিদিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ-আসল আসলের 6 গুণ হবে?

Show Answer

নিজে নিজে করো ।

19.এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাঙ্ক থেকে কিছি টাকা ধার করেন। 6 বছর পর যদি মােট সুদ আসলের থেকে 350 টাকা কম হয়, তবে আসল কত?

Show Answer

ধরি, আসল = p টাকা।

সুদ (I) = p - 350 টাকা।

r=5, t= 6, I = p - 350 হলে,

(I) =$ \frac{prt}{100} $

or, $p-350 = \frac{p \times 5 \times 6}{100} $

or, $p-350 = \frac{3p}{10} $

or, $10p - 3500 = 3p $

or, $ 10p - 3p = 3500 $

or, $ 7p = 3500 $

or, $ p = \frac{3500}{7} = 500 $

∴ তবে আসল 500 টাকা।

20.এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাঙ্ক থেকে কিছুি টাকা ধার করেন। 4 বছর পর যদি মােট সুদ আসলের থেকে 336 টাকা কম হয়, তবে আসল কত?

Show Answer

নিজে নিজে করো ।



You May Read Also :

Post a Comment

0 Comments