1. আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য $10$ % বৃদ্ধি ও প্রস্থ $5$ % হ্রাস করা হলে, ক্ষেত্রফলের পরিবর্তন হয় -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
∴ ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে $= \{(+10-5) + \cfrac{(+10 \times -5)}{100}
\} $%
$= \{5 + \cfrac{-50}{100} \} $ %
$= {5 - \cfrac{1}{2} }\ $ %
$= 4 \cfrac{1}{2} $ %
$= 4.5 $ % বৃদ্ধি
2. আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য $20$% বৃদ্ধি ও প্রস্থ $10$% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের পরিবর্তন হয় -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
∴ ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে =$ \{(+20-10) + \cfrac{(+20 \times -10)}{100}
\}$ %
$= \{10 + \cfrac{-200}{100} \}$ %
$= \{ 10 - 2 \} $ %
$= 8 $ % $= 8 $% বৃদ্ধি
3. আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য $20$% বৃদ্ধি ও প্রস্থ $30$% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের পরিবর্তন হয় -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
সুতরাং,ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে $= \{(+20-30) + \cfrac{ (+20 \times
-30)}{100} \} $ %
$= \{-10 + \cfrac{ -600}{100} \} $ %
$= \{ -10 - 6 \} $%
$= -16 $ % $= 16 $ % হ্রাস
4. আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য $10$ % বৃদ্ধি ও প্রস্থ $10$ % হ্রাস করা হলে, ক্ষেত্রফলের পরিবর্তন হয় -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
সুতরাং,ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে $= \{(+10-10) + \cfrac{(+10 \times
-10)}{100} \} $ %
$= \{ 0 + \cfrac{-100}{100} \}$ %
$= \{ 0 - 1 \} $ %
$= -1 $% $= 1$% হ্রাস
5. আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য $20$% হ্রাস ও প্রস্থ $20$% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফলের পরিবর্তন হয় -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
সুতরাং,ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে $= \{(-20+20) + \cfrac{(-20 \times
+20)}{100} \} $ %
$= \{ 0 + \cfrac{-400}{100} \} $ %
$= \{ 0 - 4 \} $ %
$= -4 $ % $= 4 $% হ্রাস
6. আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য $25$% বৃদ্ধি ও প্রস্থ $25$% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের পরিবর্তন হয় -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
সুতরাং,ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে $= \{(+25-25) + \cfrac{(+25 \times
-25)}{100} \} $ %
$= \{ 0 + \cfrac{-625}{100} \} $ %
$= \{ 0 - 6.25 \} $ %
$= -6.25 $% $= 6.25$ % হ্রাস
7. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য $57$ মিটার ও প্রস্থ $36$ মিটার। যদি আয়তাকার ক্ষেত্র টির দৈর্ঘ্য $1$% বৃদ্ধি ও প্রস্থ $1$% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফল?
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
সুতরাং,ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে $= \{(+1-1) + \cfrac{(+1 \times
-1)}{100} \} $ %
$= \{ 0 + \cfrac{-1}{100} \} $ %
$= \{ 0 - 0.01 \} $ %
$= -0.01 $ % $= 0.01 $ % হ্রাস
8. আয়তকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপরদিকে বাহু $ 10 $% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফলের পরিবর্তন হয় -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
সুতরাং,ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে $= \{(0+10) + \cfrac{(0 \times
+10)}{100} \} $ %
$= \{10 + \cfrac{0}{100} \} $ %
$= \{ 10 +0 \} $ %
$= 10 $ % $ = 10$ %বৃদ্ধি
9. আয়তকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপরদিকে বাহু $4.5$% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফলের পরিবর্তন হয় -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
সুতরাং,ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে $= \{(0+4.5) + \cfrac{(0 \times
+4.5)}{100} \} $ %
$= \{4.5 + \cfrac{0}{100} \}$ %
$= \{ 4.5 +0 \} $ %
$= 4.5 $ % $= 4.5 $ % বৃদ্ধি
10. আয়তকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপরদিকে বাহু $5$% হ্রাস পেলে, ক্ষেত্রফলের পরিবর্তন হয় -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
সুতরাং,ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে $= \{(0 - 5) + \cfrac{(0 \times
-5)}{100} \} $ %
$= \{-5 + \cfrac{0}{100} \} $ %
$= \{ -5 +0 \}$ %
$= -5 $% $= 5$ % হ্রাস
11. আয়তকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপরদিকে বাহু $10$% হ্রাস পেলে, ক্ষেত্রফলের পরিবর্তন হয় -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
সুতরাং,ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে $= \{(0 - 10) + \cfrac{(0 \times
-10)}{100} \}$ %
$= \{-10 + \cfrac{0}{100} \} $ %
$= \{ -10 +0 \} $ %
$= -10 $ % $=10 $ % হ্রাস
12. আয়তকার একটি জমির দৈর্ঘ্য $25$ % বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
শর্ত , $\{(25 - b) + \cfrac{(25 \times -b)}{100} \} = 0 $
বা, $ 25 - b + \cfrac{-25b}{100} = 0 $
বা, $ 25 - b - \cfrac{25b}{100} = 0 $
বা, $ \cfrac{2500-100b-25b}{100} = 0 $
বা, $2500 - 125b = 0$
বা, $- 125b = -2500$
বা, $b =\cfrac{-2500}{-125} $
বা, $b = 20 $
সুতরাং, প্রস্থ হ্রাস করতে হবে $20$%
13. আয়তকার একটি জমির দৈর্ঘ্য $10$% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
শর্ত , $\{(10 - b) + \cfrac{(10 \times -b)}{100} \} = 0 $
বা, $10 - b + \cfrac{-10b}{100} = 0 $
বা, $10 - b - \cfrac{10b}{100} = 0 $
বা, $ \cfrac{1000-100b-10b}{100} = 0 $
বা, $1000 - 110b = 0 $
বা, $- 110b = -1000$
বা,$ b = \cfrac{-1000}{-110} $
বা,$ b = \cfrac{100}{11} $
বা,$ b = 9 \cfrac{1}{11} $
সুতরাং, প্রস্থ হ্রাস করতে হবে $9 \cfrac{1}{11} $ %
14. আয়তকার একটি জমির দৈর্ঘ্য $20$% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
শর্ত , $\{(20 - b) + \cfrac{(20 \times -b)}{100} \} = 0 $
বা, $20 - b + \cfrac{-20b}{100} = 0 $
বা, $20 - b - \cfrac{20b}{100} = 0 $
বা, $ \cfrac{2000-100b-20b}{100} = 0 $
বা, $2000 - 120b = 0 $
বা, $- 120b = -2000$
বা, $b = \cfrac{-2000}{-120} = \cfrac{50}{3 } $
বা, $b = 16 \cfrac{2}{3} $
সুতরাং, প্রস্থ হ্রাস করতে হবে $16 \cfrac{2}{3} $%
15. আয়তকার একটি জমির দৈর্ঘ্য $20$% হ্রাস পেলে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
শর্ত , $ \{(-20 + b) + \cfrac{(-20 \times +b)}{100} \} = 0 $
বা, $-20 + b + \cfrac{-20b}{100} = 0 $
বা, $-20 + b - 20b/100 = 0 $
বা, $ \cfrac{-2000+100b-20b}{100} = 0 $
বা, $-2000 + 80b = 0 $
বা, $80b = 2000 $
বা, $b = \cfrac{2000}{80} $
বা, $b = 25 $
সুতরাং, প্রস্থ বৃদ্ধি করতে হবে $25$%
16. আয়তকার একটি জমির দৈর্ঘ্য $10$% হ্রাস পেলে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে -
সমাধানঃ- অনুসিদ্ধান্ত - আয়তক্ষেত্রের একদিকের বাহু $a$% বৃদ্ধি বা হ্রাস ও
অপরদিকের বাহু $b$% বৃদ্ধি বা হ্রাস পেলে, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে
$=\{(\pm a \pm b) + \cfrac{(\pm a \times \pm b)}{100} \} $ % [ বৃদ্ধি পেলে
"$+$", হ্রাস পেলে "$-$" ]
শর্ত , $ \{(-10 + b) + \cfrac{(-10 \times +b)}{100} \} = 0 $
বা, $-10 + b + \cfrac{-10b}{100} = 0 $
বা, $-10 + b - \cfrac{10b}{100} = 0 $
বা, $\cfrac{-1000+100b-10b}{100} = 0 $
বা, $-1000 + 90b = 0 $
বা, $90b = 1000 $
বা, $b =\cfrac{1000}{90} = \cfrac{100}{9} $
বা, $b = 11\cfrac{1}{9} $
সুতরাং, প্রস্থ বৃদ্ধি করতে হবে $ 11\cfrac{1}{9} $%
17. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল $48$ বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের $3$ গুণ হলে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
সমাধানঃ- ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য $ a$ সেন্টিমিটার প্রস্থ $b$ সেন্টিমিটার
এবং কর্ণ $d$ সেন্টিমিটার।
ক্ষেত্রফল $= ab = 48$ বর্গ সেন্টিমিটার।
শর্ত ,$ d + a = 3b$
বা, $d = 3b - a$
বা, $d^2 = (3b - a)^2 $
বা, $a^2 + b^2 = 9b^2 - 6ab + a^2 $[∵ $(d)^2 = (a)^2 + (b)^2 $ ]
বা, $b^2 = 9b^2 - 6ab $
বা, $b^2 - 9b^2 = - 6ab$
বা, $- 8b^2 = - 6×48 $ [∵ $ab = 48$]
বা,$ b^2 = \cfrac{-6×48}{-8} $
বা, $b = \sqrt{6×6} $
বা, $ b = 6 $
∴ $a = \cfrac{48}{b} =\cfrac{48}{6} = 8 $
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য $ 8$ সেন্টিমিটার।
18. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল $24$ বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের $2$ গুণ হলে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
সমাধানঃ- ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য $ a$ সেন্টিমিটার প্রস্থ $b$ সেন্টিমিটার
এবং কর্ণ $d$ সেন্টিমিটার।
ক্ষেত্রফল $= ab = 24$ বর্গ সেন্টিমিটার।
শর্ত , $d + a = 2b$
বা, $d = 2b - a$
বা, $d^2 = (2b - a)^2$
বা, $a^2 + b^2 = 4b^2 - 4ab + a^2 $ [∵ $(d)^2 = (a)^2 + (b)^2 $ ]
বা, $b^2 = 4b^2 - 4ab $
বা, $b^2 - 4b^2 = - 4ab $
বা,$ - 3b^2 = - 4×24 $ [∵ $ab = 24$]
বা,$ b^2 =\cfrac{-4×24}{-3} $
বা, $b = \sqrt{4×8} $
বা, $b = \sqrt{4×4×2} $
বা, $b =4 \sqrt 2 $
∴ $a = \cfrac{24}{b} = \cfrac{24}{4√2} = \cfrac{6}{√2} = \cfrac{6\times √2}{√2
\times √2} = \cfrac{6√2}{2} = 3√2 $
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য $ 3√2 $ সেন্টিমিটার।
19. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল $420$ বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের $6$ গুণ হলে, আয়তক্ষেত্রের প্রস্থ কত?
সমাধানঃ- ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য $= a$ সেন্টিমিটার প্রস্থ $b$ সেন্টিমিটার
এবং কর্ণ $= d$ সেন্টিমিটার।
ক্ষেত্রফল $= ab = 420$ বর্গ সেন্টিমিটার।
শর্ত , $d + a = 6b$
বা, $d = 6b - a$
বা, $d^2 = (6b - a)^2$
বা, $a^2 + b^2 = 36b^2 - 12ab + a^2$ [∵ $(d)^2 = (a)^2 + (b)^2 $ ]
বা, $b^2 = 36b^2 - 12ab$
বা, $b^2 - 36b^2 = - 12ab$
বা,$ - 35b^2 = - 12×420$ [∵ $ab = 420$]
বা, $b^2 = \cfrac{-12×420}{-35} $
বা, $b = \sqrt{12×12} $
বা, $b = 12$
∴ আয়তক্ষেত্রের প্রস্থ $12$ সেন্টিমিটার।
20. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল $120$ বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের $4$ গুণ হলে, আয়তক্ষেত্রের প্রস্থ কত?
সমাধানঃ- ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য $= a$ সেন্টিমিটার প্রস্থ $b$ সেন্টিমিটার
এবং কর্ণ $= d$ সেন্টিমিটার।
ক্ষেত্রফল $= ab = 120 $ বর্গ সেন্টিমিটার।
শর্ত , $d + a = 4b$
বা, $d = 4b - a$
বা, $d^2 = (4b - a)^2$
বা, $a^2 + b^2 = 16b^2 - 8ab + a^2 $ [∵ $(d)^2 = (a)^2 + (b)^2 $]
বা, $b^2 = 16b^2 - 8ab $
বা, $b^2 - 16b^2 = - 8ab $
বা, $- 15b^2 = - 8×120 $ [∵$ ab = 120 $]
বা, $b^2 = \cfrac{-8×120}{-15} $
বা, $b = \sqrt{8×8} $
বা, $b = 8 $
∴ আয়তক্ষেত্রের প্রস্থ $8$ সেন্টিমিটার।
0 Comments