11. বার্ষিক 5% সরল সুদে 400 টাকার 6 1 / 4 % বছর পর সুদ-আসল কত হবে?
12. বার্ষিক x% সরল সুদে কোনাে টাকার x বছর পর সুদ x টাকা হলে আসল কত?
13. বার্ষিক 6% সরল সুদে 1,200 টাকার 146 দিনের সুদ কত হবে?
14. এক ব্যক্তি ব্যাঙ্কে বার্ষিক 5% সরল সুদে 2,400 টাকা জমা রাখলেন। ওই
টাকা থেকে 3,000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে ?
15. বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাঙ্কে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা
করে সুদ পাবেন ?
16. 1,250 টাকা বার্ষিক 3 3 / 4 % সরল সুদে 1 এপ্রিল
ধার করে 25 আগস্ট পরিশােধ করা হলে, সুদ-আসল কত টাকা দিতে হবে ?
17. সময় 2 বছর বৃদ্ধি হওয়ায় কোনও ব্যক্তির 1,000 টাকার সরল সুদ 20 টাকা
বদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত?
18. সময় ৪ বছর বৃদ্ধি হওয়ায় কোনাে ব্যক্তি 1,500 টাকার সরল সুদ 30 টাকা
বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত?
19. সময় 5 বছর বৃদ্ধি হওয়ায় কোনাে ব্যক্তির 170 টাকার সরল সুদ 17 টাকা
বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত?
20. সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, বার্ষিক কত সুদের হারে আসলের
1 / 4 অংশ সুদ হবে?











0 Comments