COMPOUND INTEREST | CHANCHAL GHOSH NIMESHE ANKO | চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক | জটিল সুদ



নীচের প্রশ্নগুলির বিস্তারিত সমাধান দেখতে প্রত্যেকটি প্রশ্নের উত্তরের চারটি বিকল্পের মধ্যে যেকোনো একটিতে ক্লিক কর :-


01. বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকার 3 বছরের সুদ-আসল কত হবে?

12,340 টাকা

13,210 টাকা

13,320 টাকা

13,310 টাকা


Solution :



02. বার্ষিক 4% জটিল সুদে 350 টাকার 1 বছরের সুদ-আসল কত হবে? [ যখন জটিল সুদ অর্ধ-বার্ষিকী (Half-yearly) অনুসারে হয়।]

364.14 টাকা

365.15 টাকা

14.14 টাকা

15.15 টাকা


Solution :



03. বার্ষিক 10% জটিল সুদে 2,000 টাকার $1\frac{1}{4}$ বছরের সুদ-আসল কত হবে? [ যখন জটিল সুদ ত্রৈমাসিক (Quarterly) অনুসারে হয়।]

2,262.81 টাকা

262.81 টাকা

262.18 টাকা

কোনোটিই নয়।


Solution :



04. বার্ষিক 4% জটিল সুদে 10,000 টাকার 9 মাসের সুদ কত হবে? [ যখন জটিল সুদ ত্রৈমাসিক (Quarterly) অনুসারে হয়।]

303 টাকা (প্রায়)

313 টাকা (প্রায়)

203 টাকা (প্রায়)

কোনোটিই নয়।


Solution :



05. যদি কোনাে আসল জটিল সুদে 2 বছরে সুদে-আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত?

150%

100%

200%

75%


Solution :



06. যদি কোনাে আসল জটিল সুদে 4 বছরে সুদে-আসলে 16 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত?

100%

150%

50%

75%


Solution :



07. বার্ষিক 5% সরল সুদে কোনাে টাকার 2 বছরের সুদ 100 টাকা হলে, একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে?

102.50 টাকা

103 টাকা

103.50 টাকা

102.25 টাকা


Solution :



08. বার্ষিক 4% সরল সুদে কোনাে টাকার 2 বছরের সুদ 140 টাকা হলে, একই সুদ এবং সময়ে ওই টাকা জটিল সুদ ও সরল সুদের পার্থক কত হবে?

3 টাকা

1.50 টাকা

2.80 টাকা

1.80 টাকা


Solution :



09. কোনাে টাকার 2 বছরের জটিল সুদ 50.50 টাকা এবং সরল সুদ 50 টাকা হলে, সুদের হার কত?

4%

2%

2.5%

4.5%


Solution :



10. কোনাে টাকার 2 বছরের জটিল সুদ 105 টাকা এবং সরল সুদ 100 টাকা হলে, সুদের হার কত?

10%

5%

15%

20%


Solution :



You May Read Also :

Post a Comment

0 Comments