1.এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনও দ্রব্য বিক্রয় করে। কিন্তু দ্রব্যটি পরিমাণে এক কিলোগ্রামের পরিবর্তন 900 গ্রাম দেয়। তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত?
Show Answer
ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য = 100 টাকা।
∴ ক্ষতি = 6 টাকা এবং বিক্রয়মূল্য = 100 - 6 = 94 টাকা।
∴ ওজনে লাভ $= \frac{1000-900}{900} × 94$
$= \frac{100}{900} × 94$
$= \frac{94}{9} $ টাকা।
তবে ওই ব্যক্তির শতকরা লাভ $= \frac{94}{9} - 6 $
$= \frac{94-54}{9} $
$= \frac{40}{9} $
$=4\frac{4}{9} $ টাকা।
2.এক অসৎ ব্যবসায়ী 9% ক্ষতিতে কোন কাপড়ের গাঁট বিক্রি করে, কিন্তু কাপড়টির মাপে প্রতি মিটার এর পরিবর্তে 91 সেমি হিসাবে দেয়। তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত?
Show Answer
ধরি, কাপড়ের ক্রয়মূল্য = 100 টাকা।
∴ ক্ষতি = 9 টাকা এবং বিক্রয়মূল্য = 100 - 9 = 91 টাকা।
∴ পরিমাপে লাভ $= \frac{100-91}{91} × 91$
$= \frac{9}{91} × 91$
= 9 টাকা।
তবে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতি = 9 - 9= 0 টাকা অর্থাৎ লাভ বা ক্ষতি কিছুই
হয়নি।
3.এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে আম বিক্রয় করে, কিন্তু পরিমাণে এক কিলোগ্রামের পরিবর্তে 720 গ্রাম দেয়। তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত?
Show Answer
ধরি, আমের ক্রয়মূল্য = 100 টাকা।
∴ ক্ষতি = 20 টাকা এবং বিক্রয়মূল্য = 100 - 20 = 80 টাকা।
∴ পরিমাণে লাভ $= \frac{1000-720}{720} × 80$
$= \frac{280}{720} × 80$
$= \frac{280}{9} $ টাকা।
তবে ওই ব্যক্তির শতকরা লাভ $= \frac{280}{9} - 20$
$= \frac{280-180}{9}$
$= \frac{100}{9}$
$= 11\frac{1}{9}$ টাকা।
4.এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং ওজনে 15% কম দেয়। তবে ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত?
Show Answer
ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য = 100 টাকা।
∴ ক্ষতি = 20 টাকা এবং বিক্রয়মূল্য = 100 - 20 = 80 টাকা।
∴ ওজনে লাভ $= \frac{15}{100-15} × 80$
$= \frac{15}{85} × 80$
$= \frac{3}{17} × 80$
$= \frac{240}{17}$ টাকা।
তবে ওই ব্যক্তির শতকরা ক্ষতি $=20 - \frac{240}{17}$
$=\frac{340-240}{17}$
$=\frac{100}{17}$
$=5\frac{15}{17}$ টাকা।
5.এক অসৎ ব্যবসায়ী 5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটি ওজনে 24% কম দেয়। তবে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
Show Answer
ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য = 100 টাকা।
∴ ক্ষতি = 5 টাকা এবং বিক্রয়মূল্য = 100 - 5 = 95 টাকা।
∴ ওজনে লাভ $= \frac{24}{100-24} × 95$
$= \frac{24}{76} × 95$
$= \frac{24}{4} × 5$
= 6 × 5
= 30 টাকা।
তবে ওই ব্যক্তির শতকরা লাভ= 30-5 = 25 টাকা।
6.এক অসাধু ব্যবসায়ী 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটি পরিমাণে 20% কম দেয়। তবে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
Show Answer
ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য = 100 টাকা।
∴ ক্ষতি = 10 টাকা এবং বিক্রয়মূল্য = 100 - 10 = 90 টাকা।
∴ ওজনে লাভ $= \frac{20}{100-20}\times90 $
$= \frac{20}{80}\times90 $
$= \frac{1}{4}\times90 $
$= \frac{1}{2}\times45 $
$= \frac{45}{2} $
= 22.5 টাকা।
তবে ওই ব্যক্তির শতকরা লাভ= 22.5 -10 = 12.5 টাকা।
7.A একটি বাইসাইকেল B কে 15% লাভে এবং B ওই বাইসাইকেলটি C কে 20% লাভে বিক্রয় করে। তবে মোট প্রকৃত লাভ কত?
Show Answer
ধরি, বাইসাইকেলটির ক্রয়মূল্য = 100 টাকা।
15% লাভে
বিক্রয়মূল্য = 115 টাকা।
20% লাভে বিক্রয়মূল্য $= \frac{120}{100}\times 115 $
$= \frac{12}{10}\times 115 $
$= \frac{12}{2}\times 23 $
$= 6\times 23 $
= 138 টাকা।
তবে মোট প্রকৃত লাভ = 138 - 100 = 38 টাকা।
8.A একটি দ্রব্য B কে $7\frac{1}{2} $ % লাভে এবং B ওই দ্রব্যটি C কে $17\frac{1}{2} $ % লাভে বিক্রয় করে। তবে মোট প্রকৃত লাভ কত?
Show Answer
অনুসিদ্ধান্ত - একটি দ্রব্য প্রথমে $a$% লাভ বা ক্ষতিতে এবং পরে $b$% লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে, প্রকৃত লাভ বা ক্ষতি হবে
=${(± a)+ (± b) + \frac{(± a) \times (± b)}{100} }$ %
সুতরাং, প্রকৃত লাভ বা ক্ষতি হবে
= ${(+7\frac{1}{2})+(+17\frac{1}{2}) + \frac{(+7\frac{1}{2}) \times (+17\frac{1}{2})}{100}}$ %
=${(\frac{15}{2}+\frac{35}{2}) + \frac{(\frac{15}{2} \times \frac{35}{2})}{100}}$ %
= ${\frac{15+35}{2} + \frac{(\frac{15}{2} \times \frac{35}{2})}{100}}$ %
= $\frac{50}{2} + ( \frac{15}{2} \times \frac{35}{2} \times \frac{1}{100})$ %
= $\frac{\cancelto{25}{50}}{\cancel{2}} + ( \frac{\cancelto{3}{15}}{2} \times \frac{\cancelto{7}{35}}{2} \times \frac{1}{\cancelto{\cancelto{4}{20}}{100}})$ %
= $25 + \frac{21}{16} $ %
= $25 + 1\frac{5}{16} $ %
= $26\frac{5}{16} $ % লাভ।
9.A একটি দ্রব্য B কে 15% লাভে বিক্রয় করে এবং B ওই দ্রব্যটি 5% ক্ষতিতে বিক্রয় করে। তবে মোট প্রকৃত লাভ বা ক্ষতি কত?
Show Answer
অনুসিদ্ধান্ত - একটি দ্রব্য প্রথমে $a$% লাভ বা ক্ষতিতে এবং পরে $b$% লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে, প্রকৃত লাভ বা ক্ষতি হবে
=${(± a)+ (± b) + \frac{(± a) \times (± b)}{100} }$ %
সুতরাং, প্রকৃত লাভ বা ক্ষতি হবে
= ${(+15)+(-5) + \frac{(+15) \times (-5)}{100}}$ %
=${(15-5) + \frac{-75}{100}}$ %
= ${10 - \frac{\cancelto{3}{75}}{\cancelto{4}{100}}}$ %
=${10 - \frac{3}{4}}$ %
=${10 - 0.75}$ %
= $9.25$ % লাভ।
10.A একটি দ্রব্য B কে 10% লাভে বিক্রয় করে এবং B ওই দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করে। তবে প্রকৃত লাভ বা ক্ষতি কত?
Show Answer
নিজে করো ( 7 নং প্রশ্নের উত্তর দেখে )।
11.এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে। আরো 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো। রেডিওটির ক্রয়মূল্য কত?
Show Answer
ধরি, রেডিওটির ক্রয়মূল্য = 100 টাকা।
5% লাভে বিক্রয়মূল্য = 105 টাকা এবং 8% লাভে বিক্রয়মূল্য = 108 টাকা।
সুতরাং, বিক্রয়মূল্যের পার্থক্য = 108 - 105 = 3 টাকা।
সুতরাং, রেডিওটির ক্রয়মূল্য = $\frac{100}{3} × 24$ = 800 টাকা।
12.এক ব্যক্তি$ 6 \frac{1}{2}$ % লাভে একটি টেবিল বিক্রয় করে। আরও 1250 টাকা বেশি মূল্যে টেবিলটি বিক্রয় করলে 19% লাভ হতো। তবে টেবিলটির ক্রয়মূল্য কত?
Show Answer
নিজে করো ( 11 নং প্রশ্নের উত্তর দেখে )।
13. এক বই বিক্রেতা 5% লাভ একটি বই বিক্রয় করে। আরো 17 টাকা বেশি মূল্যে বইটি বিক্রি করলে 15% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?
Show Answer
নিজে করো ( 11 নং প্রশ্নের উত্তর দেখে )।
14.এক ব্যক্তি একটি পাম্পসেট 8% ক্ষতিতে বিক্রি করে। পাম্পসেটি 120 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 7% লাভ হতো। পাম্পসেটটির ক্রয়মূল্য কত?
Show Answer
ধরি, পাম্পসেটটির ক্রয়মূল্য = 100 টাকা।
8% ক্ষতিতে বিক্রয়মূল্য = 92 টাকা এবং 7% লাভে বিক্রয়মূল্য = 107 টাকা।
সুতরাং, বিক্রয়মূল্যের পার্থক্য = 107 - 92 = 15 টাকা।
সুতরাং, পাম্পসেটটির ক্রয়মূল্য = $\frac{100}{15} × 120$ = 800 টাকা।
15.এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করে। গাড়িটি 1494 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে $12 \frac{1}{2}$ % লাভ হতো। গাড়িটির ক্রয়মূল্য কত?
Show Answer
নিজে করো ( 14 নং প্রশ্নের উত্তর দেখে )।
16.এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করে। আরও 120 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হতো। দ্রব্যটি বিক্রয়মূল্য কত?
Show Answer
ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য = 100 টাকা।
15% লাভে বিক্রয়মূল্য = 115 টাকা এবং 20% লাভে বিক্রয়মূল্য = 120 টাকা।
সুতরাং, বিক্রয়মূল্যের পার্থক্য = 120 - 115 = 5 টাকা।
সুতরাং, দ্রব্যটির বিক্রয়মূল্য = $\frac{115}{5} × 120$ = 2760 টাকা।
17.এক হকার 30% লাভে লেবু বিক্রয় করে। আরও 20 পয়সা বেশি মূল্যে লেবুটি বিক্রয় করলে 50% লাভ হতো। লেবুটির ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য কত?
Show Answer
ধরি, লেবুটির ক্রয়মূল্য = 100 টাকা।
30% লাভে বিক্রয়মূল্য = 130 টাকা এবং 50% লাভে বিক্রয়মূল্য = 150 টাকা।
সুতরাং, বিক্রয়মূল্যের পার্থক্য = 150 - 130 = 20 টাকা।
সুতরাং, লেবুটির ক্রয়মূল্য = $\frac{100}{20} × 20$ = 100 পয়সা এবং বিক্রয়মূল্য = $\frac{130}{20} × 20$ = 130 পয়সা।
18.এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রয় করে। বইটি 5 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 15% লাভ হতো। বইটির বিক্রয়মূল্য কত?
Show Answer
নিজে করো ( 16 নং প্রশ্নের উত্তর দেখে )।
19.এক কফি বিক্রেতা 15% ক্ষতিতে কফি বিক্রি করে। প্রতি কিলোগ্রাম কফি 7 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 20% লাভ হতো। তবে প্রতি কিলোগ্রাম কফির ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য কত?
Show Answer
নিজে করো ( 17 নং প্রশ্নের উত্তর দেখে )।
20.এক ব্যক্তি 10% লাভে চাল বিক্রি করে। প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হতো। তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয়মূল্য কত?
Show Answer
নিজে করো ( 16 নং প্রশ্নের উত্তর দেখে )।
21.এক ব্যক্তি 18% লাভে লবণ বিক্রি করে। প্রতি কিলোগ্রাম লবণ 8 টাকা কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয়। তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয়মূল্য কত?
Show Answer
ধরি, লবণের ক্রয়মূল্য = 100 টাকা।
18% লাভে বিক্রয়মূল্য = 118 টাকা
এবং
22% ক্ষতিতে বিক্রয়মূল্য = 78 টাকা।
সুতরাং, বিক্রয়মূল্যের পার্থক্য = 118 - 78 = 40 টাকা।
তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয়মূল্য = $\frac{100}{40} × 8$ = 20 টাকা।
22.এক ব্যক্তি 35% লাভে আম বিক্রি করে। প্রতি কিলোগ্রাম আম 10 পয়সা কম মূল্যে বিক্রয় করলে 20% লাভ হয়। তবে প্রতি কিলোগ্রাম আমের বিক্রয়মূল্য কত?
Show Answer
ধরি, আমের ক্রয়মূল্য = 100 টাকা।
35% লাভে বিক্রয়মূল্য = 135 টাকা এবং
20% লাভে বিক্রয়মূল্য = 120 টাকা।
সুতরাং, বিক্রয়মূল্যের পার্থক্য = 135 - 120 = 15 টাকা।
তবে প্রতি কিলোগ্রাম আমের বিক্রয়মূল্য = $\frac{135}{15} × 10$ = 90 পয়সা।
23.এক ব্যক্তি 25% লাভে কলা বিক্রি করে। প্রতি ডজন কলা 60 পয়সা কম মূল্যে বিক্রয় করেও 5% লাভ হয়। তবে প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত?
Show Answer
ধরি, প্রতি ডজন কলার ক্রয়মূল্য = 100 টাকা।
25% লাভে বিক্রয়মূল্য = 125 টাকা এবং
5% লাভে বিক্রয়মূল্য = 105 টাকা।
সুতরাং, বিক্রয়মূল্যের পার্থক্য = 125 - 105 = 20 টাকা।
তবে প্রতি ডজন কলার ক্রয়মূল্য = $\frac{100}{20} × \frac{60}{100}$ = 3 টাকা।
24.6 টি দ্রব্যের ক্রয়মূল্য 5 টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভের হার কত?
Show Answer
ধরি, 6 টি দ্রব্যের ক্রয়মূল্য = 100 টাকা = 5 টি দ্রব্যের বিক্রয়মূল্য।
সুতরাং, প্রতিটি দ্রব্যের ক্রয়মূল্য = $\frac{100}{6}$ টাকা এবং বিক্রয়মূল্য = $\frac{100}{5}$ = 20 টাকা ।
প্রতিটি দ্রব্যে লাভ = $20 - \frac{100}{6} = \frac{20}{6}$ টাকা।
সুতরাং, লাভের হার = ( লাভ / ক্রয়মূল্য ) × 100%
= $\frac{20}{6} × \frac{6}{100} × 100$ %
= 20%.
25.24 টি দ্রব্যের ক্রয়মূল্য 18 টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভের হার কত?
Show Answer
ধরি, 24 টি দ্রব্যের ক্রয়মূল্য = 100 টাকা = 18 টি দ্রব্যের বিক্রয়মূল্য।
সুতরাং, প্রতিটি দ্রব্যের ক্রয়মূল্য = $\frac{100}{24}$ টাকা এবং বিক্রয়মূল্য = $\frac{100}{18}$ টাকা ।
প্রতিটি দ্রব্যে লাভ = $\frac{100}{18} - \frac{100}{24} $
=$ \frac{400 - 300}{72} $
= $\frac{100}{72}$ টাকা।
সুতরাং, লাভের হার = ( লাভ / ক্রয়মূল্য ) × 100%
= $\frac{100}{72} × \frac{24}{100} × 100$ %
= $\frac{100}{3}$ %
= $33 \frac{1}{3}$ %.
26.66 মিটার কাপড় বিক্রি করে, 22 মিটার কাপড়ের মোট ক্রয়মূল্যের সমান লাভ হয়। তখন শতকরা লাভের হার কত?
Show Answer
ধরি, 22 মিটার কাপড়ের ক্রয়মূল্য = 100 টাকা = লাভ।
সুতরাং, 22 × 3 = 66 মিটার কাপড়ের ক্রয়মূল্য = 100 × 3 = 300 টাকা।
তখন শতকরা লাভের হার = ( লাভ / ক্রয়মূল্য ) × 100%
= $\frac{100}{300} × 100 $%
= $\frac{100}{3}$%
= $33 \frac{1}{3}$ %.
27.এক ব্যক্তি টাকায় 21 টি লজেন্স ক্রয় করে। একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হবে?
Show Answer
প্রতিটি লজেন্সের ক্রয়মূল্য = $\frac{1}{21}$ টাকা।
সুতরাং, 5% লাভে প্রতিটি লজেন্সের বিক্রয়মূল্য = $\frac{105}{100} × \frac{1}{21} = \frac{1}{20}$ টাকা।
সুতরাং, একই লজেন্স টাকায় 20 টি বিক্রয় করতে হবে।
28.এক ব্যক্তি টাকায় 30 টি লেবু ক্রয় করে। একই লেবু টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে?
Show Answer
প্রতিটি লেবুর ক্রয়মূল্য = $\frac{1}{30}$ টাকা।
সুতরাং, 20% লাভে প্রতিটি লেবুর বিক্রয়মূল্য = $\frac{120}{100} × \frac{1}{30} = \frac{1}{25}$ টাকা।
সুতরাং, একই লেবু টাকায় 25 টি বিক্রয় করতে হবে।
29.এক ব্যক্তি দুটি ঘোড়া 1550 টাকায় কিনল। একটি ঘোড়া 23% ক্ষতিতে এবং অপরটি 27% লাভে বিক্রয় করলে মোটের উপর কোনও লাভ বা ক্ষতি হয় না। তবে ঘোড়া দুটির ক্রয়মূল্য কত?
Show Answer
দুটি ঘোড়ার ক্রয়মূল্য = 1550 টাকা।
শর্ত, ১ম ঘোড়ার ক্রয়মূল্য × $\frac{23}{100}$ = ২য় ঘোড়ার ক্রয়মূল্য × $\frac{27}{100}$
[ যেহেতু, ক্ষতি = লাভ ]
বা, ১ম ঘোড়ার ক্রয়মূল্য : ২য় ঘোড়ার ক্রয়মূল্য = 27 : 23
সুতরাং, ১ম ঘোড়ার ক্রয়মূল্য
= $\frac{27}{27+23} × 1550$
= $\frac{27}{50} × 1550$
= 837 টাকা
এবং
২য় ঘোড়ার ক্রয়মূল্য
= $\frac{23}{27+23} × 1550 $
= $\frac{23}{50} × 1550$
= 713 টাকা।
30.এক ব্যক্তির দুটি চেয়ার 1250 টাকায় কিনল। একটি চেয়ার 5% ক্ষতিতে এবং অপরটি 20% লাভে বিক্রয় করলে মোটের উপর লাভ বা ক্ষতি হয় না। তবে চেয়ার দুটির ক্রয়মূল্য কত?
Show Answer
দুটি চেয়ারের ক্রয়মূল্য = 1250 টাকা।
শর্ত, ১ম চেয়ারের ক্রয়মূল্য × $\frac{5}{100}$ = ২য় চেয়ারের ক্রয়মূল্য × $\frac{20}{100}$
[ যেহেতু, ক্ষতি = লাভ ]
বা, ১ম চেয়ারের ক্রয়মূল্য : ২য় চেয়ারের ক্রয়মূল্য = 5 : 20 = 1 : 4
সুতরাং, ১ম চেয়ারের ক্রয়মূল্য
= $\frac{1}{1+4} × 1250$
= $\frac{1}{5} × 1250$
= 250 টাকা
এবং
২য় চেয়ারের ক্রয়মূল্য
= 1250 - 250
= 1000 টাকা।
31.এক ব্যক্তি 500 টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনল। ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রি করে দেখা যায় মোটের উপর 2% লাভ হয়েছে। ঘোড়ার ক্রয়মূল্য কত?
Show Answer
ঘোড়ার ক্রয়মূল্য + গাড়ির ক্রয়মূল্য = 500 টাকা।
সুতরাং, (20 - 2) % = 18% লাভের পার্থক্য = (10 + 2 )% = 12% লাভ-ক্ষতির পার্থক্য
শর্ত, ( ঘোড়ার ক্রয়মূল্য × $\frac{18}{100}$ ) = ( গাড়ির ক্রয়মূল্য × $\frac{12}{100}$ )
বা, ঘোড়ার ক্রয়মূল্য : গাড়ির ক্রয়মূল্য = 12 : 18
সুতরাং, ঘোড়ার ক্রয়মূল্য = $\frac{12}{12+18} × 500$
=$ \frac{12}{30} × 500 = 200$ টাকা।
32.এক টাকায় 12 টি লজেন্স বিক্রয় করায় 4% ক্ষতি হয়। একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে?
Show Answer
প্রতিটি লজেন্সের বিক্রয়মূল্য = $\frac{1}{12}$ টাকা।
সুতরাং, 4% ক্ষতিতে প্রতিটি লজেন্সের ক্রয়মূল্য = $\frac{100}{96}× \frac{1}{12} = \frac{25}{288}$ টাকা।
44% লাভে প্রতিটি লজেন্সের বিক্রয়মূল্য = $\frac{25}{288} × \frac{144}{100} = \frac{1}{8}$ টাকা।
সুতরাং, একই লজেন্স টাকায় 8 টি বিক্রয় করতে হবে।
33.এক টাকায় 21 টি কলা বিক্রয় করায় 30% ক্ষতি হয়। একই কলা টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হবে?
Show Answer
নিজে করো ( 32 নং প্রশ্নের উত্তর দেখে )।
34.এক টাকায় 12 টি লজেন্স বিক্রয় করায় 20% ক্ষতি হয়। একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে?
Show Answer
নিজে করো ( 32 নং প্রশ্নের উত্তর দেখে )।
35.এক টাকায় 35 টি কমলালেবু বিক্রয় করায় এক ব্যক্তি 25% ক্ষতি হয়। একই কমলালেবু টাকায় কটি বিক্রয় করলে 25% লাভ হবে?
Show Answer
নিজে করো ( 32 নং প্রশ্নের উত্তর দেখে )।

0 Comments