অর্থ কমিশন বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

অর্থ কমিশন

অর্থ কমিশন বিষয়ে MCQ প্রশ্ন-উত্তর

1) কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে সেটি হল

  1. পরিকল্পনা কমিশন
  2. অর্থ কমিশন
  3. জাতীয় উন্নয়ন পর্ষদ
  4. সরকারি হিসাব রক্ষা সংক্রান্ত কমিটি

Answer : (B) অর্থ কমিশন


2) অর্থ কমিশন তাঁদের বার্ষিক প্রতিবেদন পেশ করে -

  1. রাষ্ট্রপতির কাছে
  2. লোকসভার অধ্যক্ষের কাছে
  3. প্রধানমন্ত্রীর কাছে
  4. কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে

Answer : (A) রাষ্ট্রপতির কাছে


3) ত্রয়োদশ অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম

  1. বিজয় কেলকার
  2. বিনোদ রাই
  3. সি রক্ষগরাজন
  4. ডি. সুব্বারাও

Answer : (A) বিজয় কেলকার


4) রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন -

  1. প্রতি দু'-বছর ছাড়া
  2. প্রতি তিন বছর ছাড়া
  3. প্রতি চার বছর ছাড়া
  4. প্রতি পাঁচ বছর ছাড়া

Answer : (D) প্রতি পাঁচ বছর ছাড়া


5) ভারতীয় সংবিধানের ......... নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে

  1. 275
  2. 280
  3. 282
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (B) 280


6) অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও -

  1. 4 জন সদস্য নিয়ে
  2. 5 জন সদস্য নিয়ে
  3. 6 জন সদস্য নিয়ে
  4. 7 জন সদস্য নিয়ে

Answer : (A) 4 জন সদস্য নিয়ে


7) ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানে উল্লিখিত হয়েছে । অর্থ কমিশনের সভাপতিকে নিয়োগ করেন

  1. প্রধানমন্ত্রী
  2. রাষ্ট্রপতি
  3. প্রধান বিচারপতি
  4. উপ-রাষ্ট্রপতি

Answer : (B) রাষ্ট্রপতি


8) অর্থ কমিশনের সুপারিশ মানা -

  1. রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক
  2. রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক নয়
  3. প্রথা হিসাবে পালনীয়
  4. উপরোক্ত কোনটিই নয়

Answer : (C) প্রথা হিসাবে পালনীয়


9) অর্থ কমিশনের চেয়ারম্যান সম্পর্কে নিম্নলিখিত কোন্ উক্তিটি সঠিক ?

  1. তিনি হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতাসম্পন্ন হবেন
  2. এমন একজন ব্যক্তি যার অর্থনীতিতে বিশেষ জ্ঞান থাকবে
  3. সরকারি কাজকর্ম বা প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে তাঁর গভীর জ্ঞান থাকবে
  4. উপরোক্ত সব ক'টি গুণের অধিকারী হবে

Answer : (D) উপরোক্ত সব ক'টি গুণের অধিকারী হবে


10) অর্থ কমিশন হল :

  1. সরকারের বার্ষিক বাজেট তৈরী করার জন্য একটি সংস্থা
  2. পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রয়োজনে আর্থিক সম্পদ সংগ্রহ করার জন্য একটি সংস্থা
  3. কেন্দ্র-রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি পাঁচ বছর অন্তর নিযুক্ত একটি শাসনতান্ত্রিক সংস্থা
  4. কেন্দ্র-রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচলা করার জন্য স্থায়ী সংস্থা

Answer : (C) কেন্দ্র-রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি পাঁচ বছর অন্তর নিযুক্ত একটি শাসনতান্ত্রিক সংস্থা




You May Read Also :

Post a Comment

0 Comments