বিচার ব্যবস্থা
1) মহাধর্মাধিকরণের বিচারপতিদের অবসরের বয়স
- 58 বছর
- 62 বছর
- 65 বছর
- 70 বছরে
Answer : (C) 65 বছর
2) কত বছর বয়স পর্যন্ত হাই কোর্টের বিচারপতিরা স্বপদে বহাল থাকেন ?
- 58 বছর
- 62 বছর
- 65 বছর
- 70 বছরে
Answer : (B) 62 বছর
3) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও আর কত জন বিচারপতি থাকেন
- 7 জন
- 9 জন
- 11 জন
- 25 জন
Answer : (D) 25 জন
4) কোনও ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদন্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন?
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- লোকসভার অধ্যক্ষ
- উপ-রাষ্ট্রপতি
Answer : (A) রাষ্ট্রপতি
5) কোন্ মামলায় সর্বোচ্চ আদালত এই মর্মে রায়দান করে যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না
- কেশবানন্দ ভারতী মামলা
- গোলকচাঁদ মামলা
- এ কে গোপালান বনাম মাদ্রাজ রাজ্য মামলা
- মিনার্ভা অয়েল মিল
Answer : (A) কেশবানন্দ ভারতী মামলা
6) শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে ?
- রাষ্ট্রপতি
- পার্লামেন্ট
- লোকসভা
- সুপ্রীম কোর্ট
Answer : (D) সুপ্রীম কোর্ট
7) সুপ্রীম কোর্ট্রের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন
- রাষ্ট্রপতি স্বয়ং
- রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সুপারিশে
- রাষ্ট্রপতি-সুপ্রীম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে
- রাষ্ট্রপতি-আইন কমিসনের সুপারিশ অনুযায়ী
Answer : (C) রাষ্ট্রপতি-সুপ্রীম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে
8) সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন
- কেন্দ্রীয় ক্যাবিনেটের পরামর্শ অনুসারে প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনা করে
- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে
- প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনা করে
Answer : (B) রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনা করে
9) সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে কি বোঝায় ?
- সূচনা কালে সুপ্রিম কোর্টকে সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতা
- ব্রিটিশ শাসনকালে সুপ্রিম কোর্ট যে ক্ষমতা ভোগ করত
- আন্তর্জাতিক চুক্তি সংক্রান্ত সমস্যায় সুপ্রিম কোর্টের বিচারের ক্ষমতা
- ভারত সরকার এবং এক বা ততোধিক রাজ্যের মধ্যে; অথবা, একদিকে ভারত সরকার এবং এক বা ততোধিক রাজ্য বনাম এক বা ততোধিক রাজ্য এবং দুই বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধ নিষ্পত্তি করার জন্য সুপ্রিম কোর্টের এক্তিয়ার
Answer : (D) ভারত সরকার এবং এক বা ততোধিক রাজ্যের মধ্যে; অথবা, একদিকে ভারত সরকার এবং এক বা ততোধিক রাজ্য বনাম এক বা ততোধিক রাজ্য এবং দুই বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধ নিষ্পত্তি করার জন্য সুপ্রিম কোর্টের এক্তিয়ার
10) সুপ্রিম কোর্টের অধিকার আছে কোনও বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার যদি
- সুপ্রিম কোর্ট মনে করে এই পরামর্শদানের প্রয়োজনীয়তা আছে
- রাষ্ট্রপতি নিজে সুপ্রিম কোর্টকে পরামর্শ দিতে বলেন
- কোন কারণে নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করা হয় অথবা সেটি করার প্রয়াস গ্রহণ করা হয়
- কোন কারণে সঙ্কটাপন্ন হয় দেশের ঐক্য ও অখন্ডতা
Answer : (B) রাষ্ট্রপতি নিজে সুপ্রিম কোর্টকে পরামর্শ দিতে বলেন
11) ভারতীয় সংবিধানের যে কোন বিষয় ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার আছে
- রাষ্ট্রপতির
- সংসদের
- সুপ্রিম কোর্টের
- লোকসভার স্পিকারের
Answer : (C) সুপ্রিম কোর্টের
12) কেন্দ্রীয় সরকার এবং রাজ্য-আইনসভার মধ্যে সংবিধান প্রদত্ত ক্ষমতা বা আইন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য বিষয়টিকে বিচার ও উক্ত বিষয়টিতে রায়দানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে ভারতীয় সংবিধান প্রদান করেছে
- অ্যাডভাইসারি জুরিসডিকসন
- অ্যাপেলাইটস জুরিসডিকসন
- অরিজিনাল জুরিসডিকসন
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) অরিজিনাল জুরিসডিকসন
13) রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে নিয়োগ করেন
- রাজ্যের রাজ্যপাল
- ভারতের রাষ্ট্রপতি
- রাজ্যের মুখ্যমন্ত্রী
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Answer : (B) ভারতের রাষ্ট্রপতি
14) 14.) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিচারব্যবস্থার ক্ষেত্রে সত্য
- ইহা পার্লামেন্টের নিয়ন্ত্রণাধীন
- পার্লামেন্ট সুপ্রিমকোর্টকে এবং বিধানসভা হাইকোর্টকে নিয়ন্ত্রণ করে
- এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান
15) মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন্ বিচারালয়ের ?
- সুপ্রিম কোর্ট
- হাইকোর্ট
- জেলা আদালত
- a ও b উভয়ই
Answer : (D) a ও b উভয়ই
16) সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রীম কোর্টের দ্বারস্থ হতে পারে ?
- 5 নং ধারা
- 226 নং ধারা
- 32 নং ধারা
- 356 নং ধারা
Answer : (C) 32 নং ধারা
17) ভারতের বর্তমান প্রধান বিচারপতির নাম
- হেপতুল্লাহ
- কৃষ্ণান
- বালকৃষ্ণান
- উপরের কোনটিই নয়
Answer : (C) বালকৃষ্ণান
18) ভারতীয় সংবিধানে উল্লিখিত আছে যে যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় পদেই শূন্যতার সৃষ্টি হবে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন। এরকম ঘটনা ভারতের ইতিহাসে মোট কত বার ঘটেছে ?
- 1 বার
- 2 বার
- 3 বার
- 1 বারও নয়
Answer : (A) 1 বার
19) সুপ্রিম কোর্টের বিদারপতিদের শপথবাক্য পাঠ করান
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- অ্যাটর্নি জেনারেল
Answer : (A) রাষ্ট্রপতি
20) সুপ্রিম কোর্টের কোনও বিচারপতি যদি তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার অথবা অবসরগ্রহণের আগে পদত্যাগ করতে চান, তাহলে তাঁকে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করতে হবে ?
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- অ্যাটর্নি জেনারেল
Answer : (A) রাষ্ট্রপতি
21) নিম্নলিখিত কোন্ হাইকোর্ট একটি ঐতিহাসিক রুলিং দিয়ে বনকে বে-আইনী বলে ঘোষণা করেছে ?
- রাজস্থান হাইকোর্ট
- গুজরাত হাইকোর্ট
- কেরল হাইকোর্ট
- মহারাষ্ট্র হাইকোর্ট
Answer : (C) কেরল হাইকোর্ট
22) সুপ্রিমকোর্টের কোন বিচারপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতির পদে আসীন হয়েছিলেন ?
- ভি. ভি। গিরি
- বি. ডি. জাত্তি
- মহম্মদ হিদায়েতুল্লাহ
- এঁদের কেউ নন
Answer : (C) মহম্মদ হিদায়েতুল্লাহ
23) ভারতীয় সংবিধান অনুসারে সুপ্রিমকোর্টের বিচারকগণ অবসরগ্রহণের পর আইন ব্যবসা করতে পারেন না-
- সুপ্রিম কোর্টে
- হাইকোর্টে
- জেলা আদালতে
- উপরোক্ত কোনটিতেই নয়
Answer : (D) উপরোক্ত কোনটিতেই নয়
24) বিচারবিভাগীয় সক্রিয়তায় ক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে -
- শাসন বিভাগের
- আইন বিভাগের
- বিচার বিভাগের
- উপরোক্ত সব ক'টির
Answer : (C) বিচার বিভাগের
25) বিচার বিভাগীঢ় সক্রিয়তা ক্ষমতা ও সম্মান বৃদ্ধি করেছে -
- সুপ্রিম কোর্টের
- সংসদের
- প্রধানমন্ত্রীর
- রাষ্ট্রপতির
Answer : (A) সুপ্রিম কোর্টের
26) আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের কত জন বিচারপতিকে কার্যকাল শেষ হওয়ার আগেই পদচ্যূত করা হয়েছে ?
- এক জন
- দু'জন
- তিনজন
- এক জনও নয়
Answer : (D) এক জনও নয়
27) নিম্নলিখিত সুপ্রিমকোর্টের বিচারকগণের মধ্যে কাকে কার্যকাল শেষ হওয়ার আগেই পদচ্যূত করার প্রয়াস গৃহীত হয়েছিল ?
- বিচারপতি এইচ. আর. খান্না
- বিচারপতি রামস্বামি
- বিচারপতি ওয়াংচু
- বিচারপতি হেদায়াতুল্লাহ
Answer : (B) বিচারপতি রামস্বামি
28) রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- সংশ্লিষ্ট রাজ্য যে হাই কোর্টের এক্তিয়াভুক্ত সেই হাই কোর্টের প্রধান বিচারপতি
- রাষ্ট্রপতি
- উপরোক্ত কেউ নন
Answer : (B) সংশ্লিষ্ট রাজ্য যে হাই কোর্টের এক্তিয়াভুক্ত সেই হাই কোর্টের প্রধান বিচারপতি
29) ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয় -
- সংবিধান দ্বারা
- 1947 সালের ভারতের স্বাধীনতা আইন দ্বারা
- 1950 সালের সংসদীয় আইনের দ্বারা
- 1955 সালের ভারত শাসন আইন দ্বারা
Answer : (C) 1950 সালের সংসদীয় আইনের দ্বারা
30) হাইকোর্ট সরাসরি অধীন -
- রাষ্ট্রপতির
- সুপ্রিমকোর্টের
- রাজ্যপালের
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির
Answer : (B) সুপ্রিমকোর্টের
31) হাইকোর্টের বিচারনসংখ্যা নির্ধারণ করে
- রাষ্ট্রপতি
- সুপ্রিম কোর্ট
- রাজ্যপাল
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Answer : (A) রাষ্ট্রপতি
32) কী কারণে হাইকোর্টের কোনও বিচারককে পদচ্যূত করা যায় ?
- প্রমাণিত অসামর্থ্য বা দুর্ব্যবহার
- মানসিক অসুস্থতা
- আর্থিক ভাবে দেউলিয়া হয়ে যাওয়া
- উপরোক্ত সব ক'টি
Answer : (A) প্রমাণিত অসামর্থ্য বা দুর্ব্যবহার
33) সংবিধানের কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট নিজের দেওয়া রায় পুনর্বিবেচনা করতে পারে ?
- 130 নং
- 137 নং
- 138 নং
- 139 নং
Answer : (B) 137 নং
34) সুপ্রিমকোর্টের বিচারক নোয়োগ সংক্রান্ত বিষয়ে নিম্নের কোনটি ভুল ?
- কোনও হাইকোর্টে কমপক্ষে 5 দছর বিচারক হিসেবে অভিজ্ঞতা
- কোনও হাইকোর্টে কমপক্ষে 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা
- ন্যূনতম বয়স : 55 বছর
- রাষ্ট্রপতির মতে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে
Answer : (C) ন্যূনতম বয়স : 55 বছর
35) বিচারবিভাগীয় পুনর্বিবেচনা 'র ধারণা গ্রহণ সংবিধান প্রণেতাদের কাছে আবশ্যক ছিল, কারণ -
- ভারত একটি সাধারণতন্ত্র
- ভারতে সংসদীয় গণতন্ত্র রয়েছে .
- ভারতের শাসনব্যবস্থা যুক্তরাস্ট্রীয় প্রকৃতির
- লিখিত সংবিধান
Answer : (C) ভারতের শাসনব্যবস্থা যুক্তরাস্ট্রীয় প্রকৃতির
36) সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারক নিয়োগ করা যায় -
- কেন্দ্রীয় আইনমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক
- অন্যান্য বিচারকদের সাথে পরামর্শ করার পর সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি কর্তৃক
- রাষ্ট্রপতির পূর্বানুমতি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কর্তৃক
- কেন্দ্রীয় আইনমন্ত্রী কর্তৃক, কিন্তু তা 2 মাসের মধ্যে সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে
Answer : (C) রাষ্ট্রপতির পূর্বানুমতি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কর্তৃক
37) ভারতীয় সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন ?
- শ্রীমতী শীলা শেঠ
- শ্রীমতী মীরা সাহিব ফতেমা বিবি
- শ্রীমতী সন্নো দেবী
- শ্রীমতী লক্ষ্মী সাইগল
Answer : (B) শ্রীমতী মীরা সাহিব ফতেমা বিবি
38) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলির সংরক্ষক ও অভিভাবক রূপে উল্লেখ করা হয়েছে ?
- 32 (1) নং ধারা
- 33(1) নং ধারা
- 13 ( 1 ) নং ধারা
- 14 (1) নং ধারা
Answer : (A) 32 (1) নং ধারা
39) ভারতীয় সংবিদানের কোন ধারাবলে রাষ্ট্রপতি প্রয়োজনে সুপ্রিমকোর্টের কাছে আইন সংক্রান্ত প্রশ্নে পরামর্শ চাইতে পারেন ?
- 140 নং ধারা
- 141 নং ধারা
- 142 নং ধারা
- 143 নং ধারা
Answer : (D) 143 নং ধারা
40) নিম্নের কোন্ উক্তিটি ভারতের সুপ্রিম কোর্টের সম্পর্কে সঠিক নয় ?
- ভারতীয় জনগণের স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে
- সংবিধানের রক্ষক হিসেবে কাজ করে
- রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলির রক্ষাকর্তা
- রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করে
Answer : (C) রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলির রক্ষাকর্তা
41) সংবিধান সুপ্রিম কোর্টের বিচারকদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্য -
- বিচারকদের বেতন ও ভাতা ভারতের সঞ্চিত তহবিলের উপর ধার্য করেছে
- বিচারকদের অপসারণ পদ্ধতিকে জটিল করেছে
- বিচারকদের অবসরগ্রহণের পর ভারতের কোনও আদালতে তাঁদের আইনব্যবসা নিষিদ্ধ করেছে
- উপরোক্ত সবকটিই
Answer : (D) উপরোক্ত সবকটিই
42) সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোকে অপরিবর্তিত রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে -
- গোলকনাথ মামলায়
- বেরুবাড়ি মামলায়
- মিনার্ভা মিলস্ মামলায়
- কেশবানন্দ বারতী মামলায়
Answer : (D) কেশবানন্দ বারতী মামলায়
43) সুপ্রিমকোর্টের কোর্টের বিচারকগণ শপথগ্রহণ করেন কার কাছে ?
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- রাষ্ট্রপতি
- উপ-রাষ্ট্রপতি
- লোকসভার স্পিকার
Answer : (B) রাষ্ট্রপতি
44) সুপ্রিম কোর্টের কোনও বিচারক নির্দিষ্ট মেয়াদের আগে পদত্যাগ করতে চাইলে পদত্যাগ পত্রে কাকে সম্বোধন করবেন ?
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- রাষ্ট্রপতি
- উপ-রাষ্ট্রপতি
- লোকসভার স্পিকার
Answer : (B) রাষ্ট্রপতি
45) দুই বা ততোধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একই হাইকোর্ট স্থাপন করা যায় -
- সংসদ দ্বারা
- রাষ্ট্রপতি দ্বারা
- ভারতের প্রধান বিচারপতি দ্বারা
- মুখ্যমন্ত্রীর দ্বারা
Answer : (A) সংসদ দ্বারা
46) সাধারণত একটি হাইকোর্ট গঠিত হয় একজন প্রধান বিচারপতি এবং -
- 9 জন বিচারককে নিয়ে
- 11 জন বিচারকে নিয়ে
- সংসদ কর্তৃক নির্ধারিত সংখ্যক বিচারক নিয়ে
- রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত সংখ্যক বিচারক নিয়ে
Answer : (D) রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত সংখ্যক বিচারক নিয়ে
47) নিম্নলিখিত কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য একই হাইকোর্ট আছে ?
- ওত্তরপ্রদেশ ও বিহার
- পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীর
- পাঞ্জাব, হরিয়ানা ও চন্ডীগড়
- অসম ও পশ্চিমবঙ্গ
Answer : (C) পাঞ্জাব, হরিয়ানা ও চন্ডীগড়
48) সংবিধানের কোনও বিষয়ের ব্যাখ্যা করার জন্য গঠিত সুপ্রিম কোর্টের যে বিশেষ সাংবিধানিক বেঞ্চ গঠিত হয় তার ন্যূনতম সদস্য সংখ্যা
- 3
- 5
- 7
- 2
Answer : (B) 5
49) রাষ্ট্রপতি কার সাক্ষথে পরামর্শ করে হাইকোর্টের বিচারপাতিদের স্থানান্তরিত করতে পারেন ?
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- প্রধানমন্ত্রী
- পার্লামেন্ট
- রাজ্যপাল
Answer : (A) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
50) হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন -
- রাস্ট্রপতির দ্বারা
- রাজ্যপালের দ্বারা
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা
- ভারতের প্রধান বিচারপতি ও রাজ্যপালের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতির দ্বারা
Answer : (D) ভারতের প্রধান বিচারপতি ও রাজ্যপালের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতির দ্বারা
51) হাইকোর্টের বিচারকদের নিযুক্ত করার আগে রাষ্ট্রপতি পরামর্শ করেন -
- হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে
- রাজ্যপালের সঙ্গে
- উপরোক্ত প্রত্যেকের সঙ্গে
Answer : (D) উপরোক্ত প্রত্যেকের সঙ্গে
52) হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকগণ অবসরগ্রহণ করেন কত বছর বয়সে ?
- 58
- 60
- 62
- 65
Answer : (C) 62
53) নির্দিষ্ট মেয়াদের পূর্বেই হাইকোর্টের বিচারকদের রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারে -
- স্ব ইচ্ছায়
- হাই কোর্টের প্রধান বিচারপতির সুপারিশে
- সংসদে পদচ্যূতির প্রস্তাব উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হলে
- মুখ্যমন্ত্রীর সুপারিশক্রমে
Answer : (C) সংসদে পদচ্যূতির প্রস্তাব উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হলে
54) হাইকোর্টের বিচারগণ পেনশন পান -
- যে হাইকোর্ট থেকে অবসরগ্রহণ করেছেন সেই হাইকোর্টের এক্তিয়ারে থাকা রাজ্যের সঞ্চিত তহবিল থেকে
- ভারতের সঞ্চিত তহবিল থেকে
- ভারতের আকস্মিক তহবিল থেকে
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) ভারতের সঞ্চিত তহবিল থেকে
55) সুপ্রিমকোর্টের সভা হয় নতুন দিল্লিতে, কিন্তু অন্যত্রও সভা হতে পারে -
- যদি সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিগণ এরূপ সিদ্ধান্ত গ্রহণ করেন
- সংসদের অনুমোদন ক্রমে
- রাষ্ট্রপতির অনুমোদনক্রমে
- রাজ্য আইনসভার অনুমোদনক্রমে
Answer : (C) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে
56) সুপ্রিমকোর্টের বিচারকদের বেতন ভারতের সঞ্চিত তহবিলের উপর ধার্য করা হয় এটা নিশ্চিত করতে যে -
- বিচারকগণ নিরপেক্ষভাবে বিচার করবেন
- বিচারকগণ নিয়মিত বেতন পাবেন
- াজনৈতিক কারণে সংসদ বিচারদের বেতন হ্রাস করতে পারবেন না
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (A) বিচারকগণ নিরপেক্ষভাবে বিচার করবেন
57) হাইকোর্টের এক্তিয়ার কমানো বা বাড়ানো যায় -
- রাষ্ট্রপতির দ্বারা
- সংসদ দ্বারা
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা
- রাজ্য আইনসভা দ্বারা
Answer : (B) সংসদ দ্বারা
58) মৌলিক অধীকার সংরক্ষণের জন্য হাইকোর্ট লেখ জারি করতে পারে সংবিধানের -
- 225 ধারা অনুযায়ী
- 226 দ্বারা অশনুযায়ী
- 227 ধারা অনুযায়ী
- 228 ধারা অনুযায়ী
Answer : (B) 226 দ্বারা অশনুযায়ী
59) সংবিধানের কোন্ ধারায় বলা হয়েছে যে ইংরেজি ভাষা সুপ্রিম কোর্টে ও হাইকোর্টে ব্যবহার করা যাবে ?
- 362 নং ধারা
- 352 নং ধারা
- 350 নং ধারা
- 348. নং ধারা
Answer : (D) 348. নং ধারা
60) কোন্ সংবিধান সংশোধনে বলা হয় যে, দুই বা ততোধিক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট থাকতে পারে ?
- সপ্তম সংশোধন
- অষ্টম সংশোধন
- প্রথম সংশোধন
- নবম সংশোধন
Answer : (A) সপ্তম সংশোধন
61) নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটির মাধ্যমে ভারতে প্রথম একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয়েছিল ?
- ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1909
- ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1892
- গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1919
- গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1955
Answer : (D) গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1955
62) ভারতীয় সংবিধান যে দিন থেকে কার্যকর হয় তার থেকে কত দিন পর সুপ্রিম কোর্ট সংক্রান্ত বিষয়গুলি কার্যশীল হয় ?
- 2 দিন
- 7 দিন
- 1 মাস
- 1 বছর
Answer : (A) 2 দিন
63) নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক ?
- সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি কেবলমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতির পদে পুনর্নিযুক্ত হতে পারেন
- সুপ্রিম কোর্টের অথবা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি কেবলমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতির পদে পুনর্নিযুক্ত হতে পারেন
- হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি কেবলমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতির পদে পুনর্নিযুক্ত হতে পারেন
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) সুপ্রিম কোর্টের অথবা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি কেবলমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতির পদে পুনর্নিযুক্ত হতে পারেন
64) সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিষয় সুপ্রিম কোর্টের পড়ে
- মূল এলাকায়
- পরামর্শদান এলাকায়
- আপিল এলাকায়
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) আপিল এলাকায়
65) ভারতে বিচারবিভাগীয় পর্যালোচনার ক্ষমতা সীমাবদ্ধ, কারণ -
- শাসনবিভাগ চূড়ান্ত ক্ষমতার অধিকারী
- আইনসভা চূড়ান্ত ক্ষমতার অধিকারী
- সংবিধান হল চূড়ান্ত
- বিচারগণ বদলি হতে ওআরেন
Answer : (C) সংবিধান হল চূড়ান্ত
66) নিম্ন লিখিত কোন বিষয়টি সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট উভয়েরই এক্তিয়ারভুক্ত ?
- কেন্দ্র-রাজ্য বিরোধ
- আন্তঃরাজ্য বিরোধ
- মৌলিক অধীকার সংরক্ষণ
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) মৌলিক অধীকার সংরক্ষণ
67) নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সুপ্রিমকোর্টের বিচারবিভাগীয় পর্যালোচনার ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয়েছিল ?
- 24 তম
- 29 তম
- 42 তম
- 44 তম
Answer : (C) 42 তম
68) বিচারবিভাগীয় সক্রিয়তার ধারণা ভারতে বিকশিত হয় -
- 1960 এর দশকে
- 1970 এর দশকে
- 1980 এর দশকে
- 1990 এর দশকে
Answer : (D) 1990 এর দশকে
69) কত সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি নিয়োগ করতেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সুপারিশে ?
- 1992
- 1990
- 1996
- 1993
Answer : (D) 1993
70) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় এটি উল্লিখিত হয়েছে যে সুপ্রিম কোর্ট কোর্ট অফ রেকর্ড রূপে কাজ করবে ?
- 126 নং ধারা
- 127 নং ধারা
- 129 নং ধারা
- 130 নং দারা
Answer : (C) 129 নং ধারা
71) কোনও হাইকোর্টে কাজের চাপ হ্রাসের জন্য রাষ্ট্রপতি কত বছরের জন্য অতিরিক্ত বিচারপতি নিয়োগ করে থাকেন ?
- 2 বছর
- 5 বছর
- 6 বছর
- 7 বছর
Answer : (A) 2 বছর
72) হাইকোর্টের বিচারপতিদের কে স্থানান্তরিত করতে পারেন ?
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- রাষ্ট্রপতি
- সংসদ
- প্রধানমন্ত্রী
Answer : (B) রাষ্ট্রপতি
73) সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট মোট কত ধরনের রিট জারি করতে পারে ?
- 3
- 4
- 5
- 6
Answer : (C) 5
74) সঠিক তথ্যটি নির্ণয় করুন :
- হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা নির্ধারিত হয় সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা কর্তৃক
- হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা পরিবর্তন করতে পারেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল, রাষ্ট্রপতির সুপারিশে
- হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা নির্ধারণ করেন রাষ্ট্রপতি
- হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা নির্ধারণ করে সংসদ
Answer : (C) হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা নির্ধারণ করেন রাষ্ট্রপতি
75) কোন্ আইনের মাধ্যমে স্থাপিত হয়েছিল কলকাতা মাদ্রাজ এবং বোম্বে হাইকোর্ট ?
- ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট, 1911
- ইন্ডিয়ান হাইকোর্টস্ অ্যাক্ট, 1865
- ইন্ডিয়ান হাইকোটস্ অ্যাক্ট, 1861
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (C) ইন্ডিয়ান হাইকোটস্ অ্যাক্ট, 1861
76) অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কোন পদে নিযুক্ত হতে পারেন না ?
- রাষ্ট্রদূত
- রাজ্যপাল
- উপরাষ্ট্রপতি
- হাইকোর্টের বিচারপতি
Answer : (D) হাইকোর্টের বিচারপতি
77) রাষ্ট্রপতির কাছে ইউ পি এস সি র চেয়ারম্যানকে পদচ্যুত করার অভিমত ব্যক্ত করতে পারে
- উপরাষ্ট্রপতি
- সুপ্রিম কোর্ট
- প্রধানমন্ত্রী
- লোকসভার স্পিকার
Answer : (B) সুপ্রিম কোর্ট
78) রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের পদচ্যূত করতে পারেন কার পরামর্শে বা অনুমোদনক্রমে ?
- প্রধানমন্ত্রি
- উপরাষ্ট্রপতি
- সংসদ
- সুপ্রিম কোর্ট
Answer : (D) সুপ্রিম কোর্ট
79) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের অবসরগ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করা হয়েছে ?
- 15 তম সংবিধান সংশোধনী, 1963 .
- 16 তম সংবিধান সংশোধনী, 1963
- 42 তম সংবিধান সংশোধনী, 1976
- 44 তম সংশোধনী, 1978
Answer : (A) 15 তম সংবিধান সংশোধনী, 1963 .
80) কোন্ কেন্দ্রশাসিত অঞ্চল কলকাতা হাইকোর্টের এক্তিয়ারাধীন ?
- লাক্ষাদ্বীপ
- দমন ও দিউ
- পুডুচেরি
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
Answer : (D) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
81) হাইকোর্টের বিচার শুমতা বা এক্তিয়ার কে সম্প্রসারিত করতে পারেন ?
- রাষ্ট্রপতি
- সংসদ
- সুপ্রিম কোর্ট
- প্রধানমন্ত্রী
Answer : (B) সংসদ
82) কত তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছিল দুই বা ততোধিক রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট থাকতে পারে ?
- অষ্টম
- সপ্তম
- প্রথম
- উপরোক্ত কোনটিই নয়
Answer : (B) সপ্তম
83) 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের বিচার বিভাগীয় পুনর্বিবেচনার অধিকার যেটি হ্রাসপ্রাপ্ত হয়েছিল সেটি পুনরুদ্ধার করার প্রয়াস গৃহীত হয় কোন্ সংবিধান সংশোধনীর মাধ্যমে ?
- 43 তম সংবিধান সংশোধনী
- 45 তম সংবিধান সংশোধনী
- 46 তম সংবিধান সংশোধনী
- 48 তম সংবিধান সংশোধনী
Answer : (A) 43 তম সংবিধান সংশোধনী
84) শূন্য স্থান পূর্ণ করুন : সুপ্রিম কোর্ট, অতীতে, এই মর্মে রায়দান করেছে যে “ যখন ভারতীয় সংবিধানের .................. নং ধারা কার্যকরী হয়, তখন আপনা থেকেই সংবিধানের 14 নং ধারা আর ক্রিয়াশীল থাকে না
- 30
- 31 (A)
- 31(B)
- 32
Answer : (C) 31(B)
85) উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনও ডিসপুট দেখা দিলে, বিষয়টি সম্পর্কে সিদ্ধান্তগ্রহণের চূড়ান্ত অধিকার আছে
- লোকসভার স্পিকারের
- রাষ্ট্রপতির
- মুখ্য নির্বাচন কমিশনারের
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Answer : (D) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
86) ভারতে মোট কতগুলি হাইকোর্ট আছে ?
- 22
- 24
- 21
- 25
Answer : (C) 21
87) সুপ্রিম কোর্টের বিচারপতিদের
- কার্যকালের মেয়াদ শেষ বা অবসরগ্রহণের আগে পদচ্যুত করা যায় না
- রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে
- রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন, সংসদের রেকমেন্ডেশনে
- রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন, ক্যাবিনেটের রেকমেন্ডেশনে
Answer : (C) রাষ্ট্রপতি পদচ্যূত করতে পারেন, সংসদের রেকমেন্ডেশনে
88) সুপ্রিম কোর্টের পরামর্শ রাষ্ট্রপতি
- মানতে বাধা
- মানতে বাধ্য নন
- মানতে বাধ্য যদি বিষয়টির সাথে জাতীয় স্বার্থ জড়িত বলে সুপ্রিম কোর্ট মনে করে
- কিছু কিছু ক্ষেত্রে মানতে বাধ্য এবং বাকি ক্ষেত্রে মানতে বাধ্য নন
Answer : (B) মানতে বাধ্য নন
89) ভারতীয় সংবিধানে বর্ণিত বিচারবিভাগীয় পুনর্বিবেচনা' [ জুডিসিয়াল রিভিউ ] এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে ?
- ফ্রান্স
- ইউ এস এ
- ইউ কে
- কানাডা
Answer : (B) ইউ এস এ
90) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা সুপ্রিম কোর্টকে তার পূর্বঘোষিত কোনও রায় বা আদেশের পুনর্মূল্যায়নের অধিকার প্রদান করেছে ?
- 130 নং ধারা
- 157 নং ধারা
- 138 নং ধারা
- 139 নং ধারা
Answer : (B) 157 নং ধারা
91) ইদানিং কালে ভারতের বিচার-সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে জনস্বার্থ মামলা [পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ] এর ধারণা । এই ধারণাটি কোন্ দেশ থেকে ভারতে এসেছে ?
- ইউ কে
- ইউ এস এ
- কানাডা
- আয়াল্যান্ড
Answer : (A) ইউ কে
92) নিম্নলিখিত কোন্ সংবিধান সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারবিভাগীয় পুনর্বিবেচনা ’ র ক্ষমতা হ্রাসের সংসদীয় প্রয়াস গৃহীত হয়েছিল ?
- 42 তম
- 24 তম
- 44 তম
- 88 তম
Answer : (A) 42 তম
93) নিম্নলিখিত মামলাগুলির মধ্যে কোনটিতে রায়দানের সময় সুপ্রিম কোর্ট — ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামো [ বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। র ব্যাখ্যা দিয়েছিল ?
- গোপালান বনাম মাদ্রাজ মামলা
- গোলকনাথ মামলা
- কেশবানন্দ ভারতী মামলা
- মিনার্ভা মিল মামলা
Answer : (C) কেশবানন্দ ভারতী মামলা

0 Comments